এস এস সি আলোর প্রতিসরণ ৯ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন(ক ও খ )
ভিডিও ক্লাস: এস এস সি আলোর প্রতিসরণ ৯ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন(ক ও খ )
আলোর প্রতিসরণ
জ্ঞান ও অনুধাবন মূলক প্রশ্ন
১। লেন্স কাকে বলে?
উঃ দুটি গোরীয় পৃষ্ট দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মার্ধ্যমকে লেন্স বলে।
২। আলোর প্রতিসারণ কাকে বলে ?
উঃ আলোক রশ্মি এক স্বচ্ছ মার্ধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তীর্যকভাবে প্রবেশ করলে দুই মাধ্যমের বিভেদতলে এর দিক পরিবর্তন হয়। আলোক রশ্মি এই দিক পরিবর্তনের ঘটনাকে আলোর প্রতিসরণ বলে।
৩। প্রতিসরণারঙ্ক কাকে বলে?
উঃ এক জোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইনের অনুপাত একটি ধ্রব সংখ্যা ।এ ধ্রব সংখ্যাকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বলে।
৪। লেন্সের ক্ষমতা কাকে বলে?
উঃ সমান্তরাল ভাবে আগত আলোক রশ্মিগুচ্ছকে কোনো লেন্স অভিসারী বা অপসারী করার সামর্থ্যকে লেন্সের ক্ষমতা বলে।
৫। সংকট কোণ কী?
উঃ আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় আপতন কোণোর যে মানের জন্য প্রতিসরণ কোণের মান ৯০ হয় তাকে সংকট কোণ বলে।
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url