এস এস সি খনিজ সম্পদ :খনিজ সম্পদ-জীবাশ্ম ১১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন(ক ও খ )
ভিডিও ক্লাস: এস এস সি খনিজ সম্পদ :খনিজ সম্পদ-জীবাশ্ম ১১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন(ক ও খ )
গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক
১। ফরমালিন কী?
উঃ মিথান্যালের ৪০% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। ফরমালিন সংকেত:(HCHO)
২। পেট্রোলিয়ামের প্রধান উপাদান কী?
উঃ পেট্রোলিয়ামের প্রধান উপাদান হচ্ছে হাইড্রোকার্বন।
৩। প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের কোন অঞ্চলে বেশি মজুদ আছে?
উঃ পূর্বাঞ্চলে।
৪। কয়েকটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও।
উঃ কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাস ইত্যাদি।
৫। উদ্ভিদ দেহ মাটির নিচে পরিবর্তিত হয়ে কী উৎপন্ন হয়?
উঃ উদ্ভিদ দেহ মাটির নিচে পরিবর্তিত হয়ে কয়লা উৎপন্ন হয়।
৬। প্রাণির দেহ মাটির নিচে পরিবর্তিত হয়ে কী উৎপন্ন হয়?
উঃ প্রাণির দেহ মাটির নিচে পরিবর্তিত হয়ে তেল বা পেট্রোলিয়াম উৎপন্ন হয়।
৭। পেট্রোলিয়াম মূলত কিসের মিশ্রণ?
উঃ পেট্রোলিয়াম মূলত হাইড্রোকার্বনের মিশ্রণ। এছাড়াও এতে কিছু জৈব যৌগ থাকে।
৮। বাংলাদেশের কোথায় তেল পরিশোধন করা হয়?
উঃ বাংলাদেশের চট্রগ্যামে ইস্টার্ণ রিফাইনারীতে তেল পরিশোধন করা হয়।
৯। পেট্রোল কী?
উঃ আংশিক পাতন প্রক্রিয়ায় অংশ কলামের ২১-৭০০C তাপমাত্রা অঞ্চল থেকে পৃথকীকৃত অংশকে পেট্রোল বলে।
১০। কেরোসিন কী?
উঃ অংশ কলামের ১২১-১৭০০C তাপমাত্রা অঞ্চল থেকে পৃথকীকৃত অংশ হলো কেরোসিন।
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url