পরিচ্ছেদ ৪০: বাগধারা
SSC বাংলা ২য় পত্র Quiz সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ সমূহ
পরিচ্ছেদ -৪০➤ অধ্যায় কুইজ-৪০
১. বাক্যের বর্গ যখন ব্যাচ্যার্থ ছাড়িয়ে বিশেষ কোনো অর্থ প্রকাশ করে, তখন তাকে কী বলে ?
ক প্রত্যয় খ বাগধারা
গ সমাস ঘ কারক
উ: খ
২. সম্প্রসারিত অর্থ প্রকাশ করা কোনটির কাজ ?
ক বাগধারার খ সংখ্যাবাচক শব্দ
গ সমোচ্চারিত শব্দ ঘ দ্বিরুক্ত শব্দ
উ: ক
৩. বাগধারা প্রয়োগে ভাষা হয় -
ক দুর্বোধ্য খ প্রাণবস্ত
গ সহজ ঘ সরল
উ: খ
৪. বাগধারা কোন অর্থ ধারণ করে না ?
ক আভিধানিক খ আক্ষরিক
গ বাচ্যার্থ ঘ ভাবার্থ
উ: খ
৫. বাগধারা ব্যবহারের সময়ে ভাষা বাব্যহারকারীকে কোন বিষয়ে সচেতন থাকতে হয় ?
ক শব্দ খ অর্থ
গ প্রয়োগ ঘ বর্গ
উ: খ
৬. অতীত কালের সামাজিক ও সাংস্কৃতিক ঘটনার স্মারক হলো-
ক এক কথায় প্রকাশ খ বিপরীতার্থক শব্দ
গ প্রবাদ প্রবচন ঘ বাগধারা
উ: ঘ
৭. শব্দের অর্থের অপকর্ষ ঘটেছে কোনটিতে ?
ক শ্রীরামকৃষ্ণ পরমহংস
খ জ্যাঠামি করো না
গ ইনি আমার বৈবাহিক
ঘ ছাএটির মাথা ভালো
উ: খ
৮. কোন বাগধারাটির অর্থ মরা ?
ক অক্কা পাওয়া খ কেউকেটা
গ কান পাতলা ঘ কেতাদুরস্ত
উ: ক
৯. ‘অন্ধকার দেখা’ বাগধারাটির অর্থ হলো -
ক অপরের বিষয়ে হস্তক্ষেপ
খ দিশেহারা হয়ে পড়া
গ ভাগ্যের খেলা
ঘ যথাযথ
উ: খ
১০. ‘অকুল পাথার’ বাগধারাটির অর্থ কী ?
ক কঠিন পরীক্ষা খ ভীষণ শএুতা
গ অসম্ভব ঘটনা ঘ ভীষণ বিপদ
উ: ঘ
১১. ‘দুর্লভ বস্তু’ অর্থে বাগধারা-
ক আকাশ কুসুম খ অমাবস্যার চাঁদ
গ একাদশে বৃহসপ্রতি ঘ অরণ্যে রোদন
উ: খ
১২. ‘অরণ্যে রোদন’ - এর সঠিক অর্থ হচ্ছে -
ক বনে কান্না করা খ জঙ্গলে কান্না করা
গ নিষ্ফল আবেদন ঘ ঘরে কান্না করা
উ: গ
১৩. ‘আগুন নিয়ে খেলা’ শব্দটির অর্থ -
ক অসম্ভব কল্পনা
খ বিপজ্জনক ঘটনার আশঙ্কা তৈরি করা
গ খুব কষ্ট
ঘ দিশেহারা হয়ে পড়া
উ: খ
১৪. ‘হঠাৎ বড়লোক হওয়া’ - এর বাগধারা নিচের কোনটি হবে ?
ক আকাশ কুসুম খ আঙুল ফুলে কলাগাছ
গ অর্ধচন্দ্র ঘ আগুন নিয়ে খেলা
উ: খ
১৫. ‘আঠারো মাসে বছর’ - এর অর্থ নিচের কোনটি ?
ক দীর্ঘসূত্রতা খ অসম্ভব কল্পনা
গ ঘাড় ধাক্কা দেওয়া ঘ ভাগ্যের খেলা
উ: ক
১৬. ‘আমড়া কাঠের ঢেঁকি’ - এর অর্থ নিচের কোনটি ?
ক দীর্ঘসু্ত্রতা খ অসম্ভব বস্তু
গ অপদার্থ ঘ নিস্ফল অনুনয়
উ: গ
১৭. ‘আমলে আনা’ বাগধারাটির অর্থ কী ?
ক গুরুত্ব দেওয়া খ স্তম্ভিত হওয়া
গ মনোযোগী হওয়া ঘ চৈতন্য হওয়া
উ: ক
১৮. ‘দৃড় সংকল্প’ অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে ?
ক একচোখা খ এক কথার মানুষ
গ উড়নচণ্ডী ঘ কংস মামা
উ: খ
১৯. ‘কলমের এক খোঁচা’ - এর সঠিক অর্থ-
ক সৌভাগ্য লাভ খ লিখিত আদেশ
গ ধ্বংস করা ঘ চুড়ান্ত মীমাংসা
উ: খ
২০. নিচের কোন অর্থটি ‘কৈ মাছের প্রাণ’ বাগধারার সঠিক অর্থ প্রকাশ করে ?
ক সংকীর্ণমনা লোক খ খুব অলস
গ খুব চালাক ঘ যা সহজে মরে না
উ: ঘ
২১. ‘খয়ের খাঁ’ বাগধারাটির অর্থ কী ?
ক নির্বোধ খ চাটুকার
গ পক্ষপাতদুষ্ট ঘ কপট
উ: খ
২২. ‘গড্ডলিকা প্রবাহ’ বাগধারাটির সঠিক অর্থ কী ?
ক নির্বোধ খ মূর্খ
গ তুমুল কাণ্ড ঘ অন্ধ অনুকরণ
উ: ঘ
২৩. ‘সকলকে তুচ্ছ ভাবা’ অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য ?
ক ধরি মাছ, না ছুঁই পানি
খ ধরাকে সরা জ্ঞান করা
গ দুমুখো সাপ
ঘ ঠাট বজায় রাখা
উ: খ
২৪. ‘নয়-ছয়’ বাগধারাটির অর্থ হচ্ছে -
ক অপব্যবহার খ শ্রমবিমুখ
গ অহংকার করা ঘ সুসময়ের বন্ধু
উ: ক
২৫. ‘পটল তোলা’ - এর সমার্থক বাগধারা কোনটি ?
ক অক্কা পাওয়া খ তালকানা
গ ডুব মারা ঘ ভরাডুবি
উ: ক
২৬. ‘বিনা মেঘে বজ্রপাত’ বাগধারটির সঠিক অর্থ হচ্ছে-
ক অপ্রত্যাশিত বিপদ খ অসম্ভব বস্তু
গ নতুন আগমন ঘ প্রচণ্ড উওেজনা
উ: ক
২৭. ‘উপযুক্ত মিলন’ বোঝাতে কোন বাগধারাটি প্রযোজ্য ?
ক শাপে বর খ গুড়ে বালি
গ চাঁদের হাট ঘ মনিকাঞ্চন যোগ
উ: ঘ
২৮. ‘ইঁদুর কপালে’- এর বিপরীত বাগধারা হলো -
ক অদৃষ্টের পরিহাস খ একাদশে বৃহস্পতি
গ অন্ধকার দেখা ঘ কেউকেটা
উ: খ
২৯. মানিকজোড়- এর বিপরীতার্থক বাগধারা নিচের কোনটি ?
ক আদায়- কাঁচকলায় খ ইঁদুর কপালে
গ আঠারো মাসে বছর ঘ ইতরবিশেষ
উ: ক
৩০. কাঁঠালের আমসও্ব- কথাটির অর্থ কী ?
ক ঘোড়ারোগ খ দুর্লভ বস্তু
গ অসম্ভব বস্তু ঘ অমাবস্যার চাঁদ
উ: গ
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url