পরিচ্ছেদ ২৯: ক্রিয়াবিভক্তি
SSC বাংলা ২য় পত্র Quiz সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ সমূহ
পরিচ্ছেদ -২৯➤ অধ্যায় কুইজ-২৯
১. ক্রিয়ার প্রথম অংশকে কী বলে ?
ক শব্দ খ শব্দমূল
গ ধাতু ঘ ক্রিয়াবিভক্তি
সঠিক উত্তর: গ
২. ক্রিয়াপদের মূল অংশকে বলা হয়-
ক যতি খ ধাতু
গ উক্তি ঘ প্রকৃতি
সঠিক উত্তর: খ
৩. নিচের কোনটি মৌলিক ধাতু ?
ক পড় খ দেখা
গ ঘুমা ঘ হারা
সঠিক উত্তর: ক
৪. কোন ধাতুটির ক্রিয়াপদ বাক্যে ঊহ্য বা অনুক্ত থাকতে পারে ?
ক থাক্ খ রাখ্
গ আছ্ ঘ ধর্
সঠিক উত্তর: গ
৫. ক্রিয়াপদের দ্বিতীয় অংশে যুক্ত হয়-
ক ক্রিয়াপ্রকৃতি খ প্রকৃতি
গ ক্রিয়াবিভক্তি ঘ ধাতু
সঠিক উত্তর: গ
৬. ক্রিয়ামূলের সঙ্গে যেসব লগ্নক যুক্ত হয়ে ক্রিয়ার কাল ও পক্ষ
নির্দেশিত হয় সেগুলো হলো-
ক ক্রিয়াবিভক্তি খ শব্দবিভক্তি
গ প্রকৃতি ঘ ক্রিয়াপ্রকৃত
সঠিক উত্তর: ক
৭. ‘পড়বেন’ ক্রিয়াপদটি কোন কালের ক্রিয়াকে বোঝায় ?
ক সাধারণ বর্তমান খ ঘটমান বর্তমান
গ সাধারণ ভবিষ্যৎ ঘ ঘটমান ভবিষ্যৎ
সঠিক উত্তর: গ
৮. ‘কর্’ ধাতুর মধ্যম পুরুষ ঘটমান অতীতের প্রমিত ভাষঅর রূপ কোনটি ?
ক করছিলাম খ করছিলে
গ করছিলি ঘ করছিল
সঠিক উত্তর: খ
৯. সাধারণ ক্রিয়ার বর্তমান কালে বক্তা পক্ষের ক্রিয়াবিভক্তি কোনটি ?
ক -ই (করি) খ -আহ(করাই)
গ -লে (করলে) ঘ -এন (করেন)
সঠিক উত্তর: ক
১০. ‘কর’ ধাতুর মধ্যম পুরুষ তুচ্ছার্থে নিত্যবৃও অতীতের চলিত
ভাষার রূপ কোনটি ?
ক করতে খ করতি
গ করত ঘ করতেন
সঠিক উত্তর: খ
১১. প্রযোজক ক্রিয়ার সাধারণত বর্তমান কালে বক্তা পক্ষের
ক্রিয়াবিভক্তি কোনটি ?
ক -আও (করাও) খ -আস (করাস)
গ - আয় (করায়) ঘ - আই ( করাই)
সঠিক উত্তর: ঘ
১২. ‘কর’ ধাতুর প্রযোজক ক্রিয়ার উওম পুরুষ ঘটমান বর্তমান
কালের সন্দ্রমাত্নক ক্রিয়াবিভক্তির উদাহরণ-
ক -আন খ - ইয়েছেন
গ - আচ্ছেন ঘ - আলেন
সঠিক উত্তর: গ
১৩. প্রযোজক ক্রিয়ার সাধারণ অতীত কালে শ্রোতা পক্ষের মানী
ক্রিয়াবিভক্তি কোনটি ?
ক -তি (করাতি) খ -আলাম (করালাম)
খ -ইয়েছি (করিয়েছি ঘ -আরেন ( করালেন)
সঠিক উত্তর: ঘ
১৪. ‘কর্’ ধাতুর প্রযোজক ক্রিয়ার উওম পুরুষ পুরাঘটিত অতীতের
সন্দ্রমাত্মক ক্রিয়াবিভক্তির উদাহরণ-
ক - ইয়েছিল খ - ইয়েছিলেন
গ - আরেন ঘ - ইয়েছেন
সঠিক উত্তর: খ
১৫. সাধারণ ক্রিয়ার নিত্য অতীত কালে শ্রোতা পক্ষের ঘনিষ্ঠ ক্রিয়াবিভক্তি কোনটি ?
ক -ব (করব) খ -তি (করতি)
গ -বে (করবে) ঘ - এন (করেন)
সঠিক উত্তর: খ
১৬. নিচের কোনটি ভূত অসমাপিকা ক্রিয়ার বিভক্তি ?
ক -ইয়ে খ - আতে
গ - আলে ঘ - তে
সঠিক উত্তর: ক
১৬. নিচের কোনটি ভূত অসমাপিকা ক্রিয়ার বিভক্তি ?
ক -ইয়ে খ - আতে
গ - আলে ঘ - তে
সঠিক উত্তর: ক
১৭. ভাবী অসমাপিকা ক্রিয়াবিভক্তি উদাহরণ হচ্ছে -
ক - ইয়ে খ - আতে
গ - আলে ঘ - লে
সঠিক উত্তর: খ
১৮. নিচের কোনটি প্রযোজক ক্রিয়ার ভাবী সমাপিকা ক্রিয়াবিভক্তি ?
ক - আনো (করোনা) খ -ইয়ে (করিয়ে)
গ - আতে (করাতে) ঘ -আলে (করারে)
সঠিক উত্তর: গ
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url