এসএসসি গণিত ৭ম অধ্যায়: ব্যবহারিক জ্যামিতি
১. নিচের কোন তিনটি বাহুর ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব ?
ক ৫ সে.মি., ৬ সেমি. ও ১৮সে.মি.
খ ৬ সে.মি., ৭ সে.মি. ও ১৮ সে.মি.
গ ৭ সে.মি., ৯ সে.মি. ও ১৭ সে.মি.
ঘ ৬ সে.মি., ৯ সে.মি. ও ১৩ সে.মি.
উ: ঘ
এসএসসি আইসিটি এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
- অধ্যায় ১: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ
- অধ্যায় ২: কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা
- অধ্যায় ৩: আমার শিক্ষায় ইন্টারনেট
- অধ্যায়:৪ আমার হাতের লেখালেখি ও হিসাব
- অধ্যায়:৫ মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স
- অধ্যায়:৬ ডেটাবেজ ও তার ব্যবহার
২. নিম্নে সে.মি. এককে তিনটি রেখাংশের দৈর্ঘ্য দেওয়া আছে । কোন ক্ষেত্রে একটি ত্রিভুজ আঁকা সম্ভব ?
ক 2, 3, 5 খ 6, 7, 8
গ 4, 5, 10 ঘ 7, 5, 2
উ: খ
৩.একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৪ একক ও ৬ একক । তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত একক হলে ত্রিভুজটি আঁকা যাবে ?
ক 11 একক খ 7 একক
গ 2 একক ঘ 1 একক
উ: খ
আরও পড়ুন:HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (Commerce)
৪.তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে । নিচের কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব ?
ক 3 cm, 5 cm, 7 cm খ 5 cm, 7 cm, 9 cm
গ 4 cm, 5 cm, 8 cm ঘ 6 cm, 8 cm, 10 cm
উ: ঘ
৫.স্থুলকোণী ত্রিভুজের স্থুলকোণ ছাড়া বাকি কোণ দুটি কত হলে ত্রিভুজ অঙ্কন সম্ভব ?
ক 30 ও 60 খ 40 ও 50
গ 45 ও 45 ঘ 50 ও 30
উ: ঘ
অন্যান্য বিষয় সমূহ:
৬.সমকোণী ত্রিভুজের সূক্ষ্ণকোণদ্বয়ের পার্থক্য 5 হলে ক্ষুদ্রতম কোণটির মান কত ?
ক 41.5 খ 42. 5
গ 47.5 ঘ 48.5
উ: খ
৭.নিচের কোন তথ্য দেওয়া থাকলে একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা সম্ভব নয় ?
ক তিনটি বাহু এবং দুইটি কর্ণ
খ চারটি বাহু এবং একটি কর্ণ
গ তিনটি বাহু এবং যেকোনো দুইটি কোণ
ঘ দুইটি বাহু এবং যেকোনো তিনটি কোণ
উ: গ
৮.Δ PQR আঁকার জন্য নিচের কোন তথ্যগুলো প্রযোজ্য হবে ?
ক <P = 60, <Q = 50 , <R = 70
খ <P = 50, <Q = 50, <R = 80
গ PQ = 4 সে.মি., QR= 7 সে.মি., PR= 11 সে.মি.
ঘ PQ = 6 সে.মি., QR = 9 সে.মি., PR= 12 সে.মি.
উ: ঘ
আর পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২শর্টকাট টেকনিক সহ সমাধান(Part-14)
৯.ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সে. মি. এককে দেওয়া হলো । নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা যায় ?
ক ৫, ৬, ১৮ খ ৬, ৭, ১৯
গ ৭, ৮, ১৭ ঘ ৯, ৬, ১৩
উ: ঘ
১০.নিচে তিনটি রেখাংশের দৈর্ঘ্য দেওয়া হলো । কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয় ?
ক 3 সে.মি., 4 সে.মি., 5 সে.মি.
খ 4 সে.মি., 5 সে.মি., 10 সে.মি.
গ 5 সে.মি., 6 সে.মি., 8 সে.মি
ঘ 8 সে.মি., 3 সে.মি., 9 সে.মি.
উ: খ
কৃষিশিক্ষা দ্বিতীয় পত্র এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
- অধ্যায়-১ মাৎস্য চাষ সাজেশন
- অধ্যায়-২ পোল্ট্রি পালন সাজেশন
- অধ্যায়-৩ পশু পালন সাজেশন
- অধ্যায়-৪ বনায়ন সাজেশন
- অধ্যায়-৫কৃষি অর্থনীতি ও সমবায় সাজেশন
১১. নিচের কোণ তথ্য দেয়া থাকলে সামান্তরিক আঁকা যাবে ?
ক চারটি বাহু ও একটি কোণ
খ চারটি বাহু ও একটি কর্ণ
গ একটি বাহু ও দুইটি কোণ
ঘ দুইটি বাহু ও তিনটি কোণ
উ: গ
১২.নির্দিষ্ট ত্রিভুজ আঁকার জন্য কয়টি স্বতন্ত্র উপাও প্রয়োজন ?
ক 1 খ 2
গ 3 ঘ 4
উ: গ
কৃষিশিক্ষা ১ম পত্র এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
- অধ্যায় ১: বাংলাদেশের কৃষি সাজেশন
- অধ্যায় ২: ভূমি সম্পদ ও কৃষি প্রযুক্তি সাজেশন
- অধ্যায় ৩: বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি সাজেশন
- অধ্যায়:৪ কৃষি জলবায়ু সাজেশন
- অধ্যায়-৫ মাঠ ও উদ্যান ফসল উৎপাদন সাজেশন
- অধ্যায়-৬ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ সাজেশন
১৩. একটি মাত্র বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে কোন ত্রিভুজ আঁকা সম্ভব ?
ক সমকোণী খ সমদ্বিবাহু
গ সমবাহু ঘ স্থুলকোণী
উ: গ
১৪.একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 2: 3: 5 হলে ত্রিভুজটি কী ধরণের হবে ?
ক সমকোণী খ সমবাহু
গ সূক্ষ্ণকোণী ঘ স্থুলকোণী
উ: ক
১৫.ত্রিভূজের কোণগুলোর অনুপাত 5:5:5 হলে কোন ধরনের ত্রিভুজ অংকন করা সম্ভব ?
ক সমকোণী খ সমবাহু
গ স্থুলকোণী ঘ সমদ্বিবাহু
উ: খ
১৬.একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয়ের প্রত্যেকটি শিরঃকোণের দ্বিগুণ হলে, শিরঃকোণের পরিমাণ কত ?
ক 30 খ 35
গ 36 ঘ 38
উ: গ
১৭. ত্রিভুজ ABC এ <B = 2x, <C = x এবং <A = <B+ <C হলে x এর মান কত ?
ক 30 খ 45
গ 60 ঘ 90
উ: ক
১৮.শুধুমাত্র দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা সম্ভব ?
ক রম্বস খ আয়তক্ষেত্র
গ সামান্তরিক ঘ ট্রাপিজিয়াম
উ: খ
১৯.নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টি স্বতন্র উপাও প্রয়োজন ?
ক 5 টি খ 4 টি
গ 3 টি ঘ 2 টি
উ: ক
২০. কয়টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে বর্গ অঙ্কন করা যায় ?
ক একটি খ দুইটি
গ তিনটি ঘ চারটি
উ: ক
২১.শুধু পরিসীমা দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা সম্ভব ?
ক রম্বস খ ট্রাপিজিয়াম
গ বর্গ ঘ আয়তক্ষেত্র
উ: গ
২২. পরিসীমা ও একটি কোণের মান জানা প্রয়োজন কোনটি আঁকতে ?
ক বর্গ খ রম্বস
গ আয়তক্ষেত্র ঘ সামান্তরিক
উ: খ
২৩. নিচের কোন তথ্য দেওয়া থাকলে রম্বস অঙ্কন করা সম্ভব ?
ক রম্বসের পরিসীমা খ একটি কর্ণ ও বাহুর দৈর্ঘ্য
গ একটি কর্ণের দৈর্ঘ্য ঘ বাহুর দৈর্ঘ্য
উ: খ
২৪. একটি কোণ ও একটি বাহু দেওয়া থাকলে কোনটি আঁকা যায় ?
ক আযতক্ষেত্র খ রম্বস
গ বর্গক্ষেত্র ঘ সামান্তরিক
উ: খ
২৫. ট্রাপিজিয়াম অঙ্কন করতে কয়টি উপাও প্রয়োজন ?
ক 2 টি খ 3 টি
গ 4 টি ঘ 5 টি
উ: গ
আরো পড়ুন: মাসি-পিসি
এই অধ্যায়ের উপর আরো পড়ুন: মাসি-পিসি মানিক বন্দ্যোপাধ্যায় বোর্ড পরীক্ষার প্রশ্ন(MCQ)
এই অধ্যায়ের উপর আরো পড়ুন :এইচএসসি মাসি-পিসি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ
এই অধ্যায়ের উপর আরো পড়ুন:মাসি-পিসি সাজেশন
এই অধ্যায়ের উপর আরো পড়ুন: এইচ এস সি বাংলা ১ম পত্র মাসিপিসি মানিক বন্দ্যোপাধ্যায়(মূল কথা)
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url