এস এস সি পর্যায় রাসায়নিক বন্ধন ৫ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন(ক ও খ )
ভিডিও ক্লাস: এস এস সি রাসায়নিক বন্ধন ৫ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন(ক ও খ )
১। ধাতব বন্ধন কাকে বলে?
উঃ ধাতব পরমাণুসমূহ যে আকর্ষণ বল দ্বারা পরস্পরের সাথে আবদ্ধ থাকে তাকে ধাতব বন্ধন বলে।
২। সমযোজী বন্ধন কাকে বলে?
উঃ সর্বশেষ শক্তিস্থরে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের জন্য ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয়, তাকে সমযোজী বন্ধন বলে।
৩। অ্যানায়ন কাকে বলে?
উঃ ঋণাত্মক চার্জযুক্ত পরমাণুকে অ্যানায়ন বলে।
৪। রাসয়নিক বন্ধন কাকে বলে?
উঃ যে বন্ধন বা শক্তির কারণে অণুতে অংশ গ্রহণকারী পরমাণুগুলো পরস্পরের সাথে আবদ্ধ থাকে তাকে রাসয়নিক বন্ধন বলে।
৫। আয়নিক বন্ধন কাকে বলে?
উঃ ইলেকট্রন আদান-প্রদানের মাধ্যমে গঠিত ক্যাটায়ন এবং অ্যানায়নসমূহ যে আকর্ষণ বল দ্বারা যৌগের অণুতে আবদ্ধ থাকেতাকে আয়নিক বন্ধন বলে ।
৬। পানি কী যৌগ এবং সংকেত লিখ।
উঃ পানি একটি সমযোজী যৌগএবং পানির সংকেত হলো H2O
৭। সোডিয়াম ক্লোরাইডের সংকেত কী?
উঃ সোডিয়াম ক্লোরাইডের সংকেত NaCl.
৮। রাসায়নিক বিক্রিয়া কাকে বলে?
উঃ যে প্রক্রিয়ায় এক বা একাধিক বস্তু এক বা একাধিক নতুন বস্তুতে রূপান্তরিত হয় তাকে রাসায়নিক বিক্রিয়া বলে।
৯। পানি কী নিয়ে গঠিত?
উঃ পানির একটি অণু যা দুটি হাইড্রোজেন ও একটি অক্রিজেন পরমাণু নিয়ে গঠিত।
১০। যোজ্যতা ইলেকট্রন কাকে বলে?
উঃ কোনো মৌলের সর্বশেষ প্রধান শক্তিস্তরের মোট ইলেকট্রন সংখ্যাকে সেই মৌলের যোজ্যতা ইলেকট্রন বলে।
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url