এস এস সি আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স ১৩তম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন(ক ও খ )
ভিডিও ক্লাস: এস এস সি আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স ১৩তম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন(ক ও খ )
গুরুত্বপূর্ণ জ্ঞানমুলক
১।এনালগ সংকেত কাকে বলে?
উঃ নিরবচ্ছিন্নভাবে পরিবর্তনশীল ভোল্টেজ বা কারেন্টকে এনালগ সংকেত বলে। এটা মূলত একটি সাইন তরঙ্গ।
২। আইসোটোপ কী?
উঃ যেসব মৌলের প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা বিভিন্ন হয় তাকে আইসোটোপ বলে।
৩। তেজস্ক্রিয়তা কী?
উঃ কোনো মৌল থেকে তেজস্ক্রিয় কণা বা রশ্নি নির্গমনের ঘটনাকে তেজস্ক্রিয়তা বলে।
৪। মডুলেশন কী?
উঃ নিম্ন কম্পাঙ্গবিশিষ্ট তরঙ্গ ও উচ্চ কম্পাঙ্গবিশিষ্ট তরঙ্গের মিশ্রণের প্রক্রিয়াকে বলা হয় মডুলেশন।
৫। p-n জংশন ডায়োড কী?
উঃ p- টাইপ পদার্থের সাথে n- টাইপ পদার্থ জোড়া লাগিয়ে যে ডিভাইস তৈরি করা হয় তাকে p-n জংশন ডায়োড বলে।
৬। ট্রানজিস্টার কী?
উঃ দুটি n-টাইপ অর্ধপরিবাহীর মাঝে একটি p -টাইপ অর্ধপরিবাহীর স্যান্ডউইচের মতো জোড়া লাগিয়ে যে ডিভাইস তৈরি করা হয় তাকে ট্রানজিস্টর বলে।
৭। I.C কী?
উঃ I.C বা ইন্টিগ্রেটেড সার্কিট হলো সিলিকনের মতো অর্ধপরিবাহী ব্যবহার করে তৈরি এমন একটি নির্মাণ যাতে আমাদের আঙুলের নখের সমান জায়গায় লক্ষ লক্ষ আণুবীক্ষণিক তড়িৎ বর্তনী সংযুক্ত থাকে।
৮। অর্ধায়ু কি?
উ:অর্ধায়ুঃ যে সময়ে কোনো তেজস্ক্রিয় পদার্থের মোট পরমাণুর ঠিক অর্ধেক পরিমাণ ক্ষয়প্রাপ্ত হয় তাকে ঐ পদার্থের অর্ধায়ু বলে।
৯। LED কি?
উ: LED =Light Emitting Diode
১০। VLSI কি?
উ:একটি ছোট চিপের ভিতর বিলিওন ট্রানজিস্টর ঢোকানোর এই প্রক্রিয়াকে বলা হয় VLSI বা Very Large Scale Integration.
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url