পরিচ্চেদ ৪১ : প্রতিশব্দ
SSC বাংলা ২য় পত্র Quiz সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ সমূহ
পরিচ্ছেদ -৪১➤ অধ্যায় কুইজ-৪১
১. যেসব শব্দের অর্থ অভিন্ন সেসব শব্দকে বলে -
ক প্রতিশব্দ খ যোজক
গ বাগ্ধারা ঘ বিপরীত শব্দ
উ: ক
২. ‘নির্বাচন’ শব্দের প্রতিশব্দ হচ্ছে -
ক প্রার্থী খ বাছাই
গ নেতা ঘ মেয়র
উ: খ
৩. নিচের কোনটি ‘কথা’ শব্দের প্রতিশব্দ ?
ক বার্তা খ ঝগড়া
গ কাটাকাটি ঘ বাণী
উ: ঘ
৪. কিসের ওপর প্রতিশব্দের ব্যবহার নির্ভর করে ?
ক প্রসঙ্গের খ ব্যবহারের
গ বাক্যের ঘ শব্দের
উ: ক
৫. ‘অকস্মাৎ’ শব্দের প্রতিশব্দ কোনটি ?
ক অসময় খ অশুভ সময়
গ অতর্কিত ঘ তমসা
উ: গ
৬. নিচের কোনগুলো ‘অলস’ শব্দের প্রতিশব্দ ?
ক দৈন্য, দুরবস্থা খ বহু, প্রচুর
খ নিষ্ক্রিয়, নিষ্কর্মা ঘ হয়, ধারা
উ: গ
৭.’আইন’ শব্দের প্রতিশব্দ নিচের কোনটি ?
ক কানুন খ নিয়ম
গ বিধান ঘ শশী
উ: ঘ
৮. ‘আকাশ’ শব্দের প্রতিশব্দ কী ?
ক বিধান খ তুরঙ্গম
গ গগন ঘ লালিমা
উ: গ
৯. ‘অনল’ শব্দের সমার্থক -
ক বহিৃ খ অম্ব
গ অশ্ব ঘ ব্যোম
উ: ক
১০. নিচের কোনটি ‘কবুতর’ - এর প্রতিশব্দ ?
ক জবান খ কপোত
গ কড়া ঘ বাকবাকুম
উ: খ
১১. ‘পৃথিবী’ শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি ?
ক অবনী খ জননী
গ নীর ঘ জীবন
উ: ক
১২. ‘দুঃখ, ক্রেশ’ কোন শব্দের সমার্থক ?
ক অদৃষ্ট খ রোদন
গ আয়াস ঘ জটিল
উ: ক
১৩. নিচের কোনটি ‘গৃহ’ শব্দের প্রতিশব্দ নয় ?
ক নয়ন খ আলয়
গ ঘর ঘ বাড়ি
উ: ক
১৪. ‘চাঁদ’ শব্দের সমার্থক শব্দ কোনটি ?
ক ভানু খ ভূধর
গ সুধাংশ ঘ সবিতা
উ: গ
১৫. ‘সুধাংশু, সুধাকর, ইন্দু’- এই শব্দগুলোর সঠিক সমার্থক কোনটি ?
ক চাঁদ খ তালাশ
গ অগাধ ঘ গহন
উ: ক
১৬. ‘কেশ, কবরী’ কোন শব্দের সমার্থক শব্দ ?
ক গহন খ তালাশ
গ চুল ঘ বৃওান্ত
উ: গ
১৭. নিচের কোনটি ‘লোচন’ শব্দের সমার্থক শব্দ ?
ক অক্ষি খ সোম
গ বিধু ঘ সুধাকর
উ: ক
১৮. ‘উদ্ভব, সৃষ্টি’- শব্দ দুটির সমার্থক হচ্ছে -
ক ন্যায্য, ভালো খ ভূমিষ্ঠ, জনম
গ আধুনিক, অধুনা ঘ গঠন, গড়া
উ: খ
১৯. ‘সত্য’ শব্দের সমার্থক শব্দ নিচের কোনটি ?
ক উপযুক্ত খ তুফান
গ শ্লেষ ঘ অধুনা
উ: ক
২০. ‘দলিল’ শব্দের সমার্থক শব্দগুলো হচ্ছে -
ক অহ, বার খ নথি, দস্তাবেজ
গ উদ্ভব, সৃষ্টি ঘ অধুনা, আধুনিক
উ: খ
২১. ‘উৎপল, পঙ্কজ’ শব্দদ্বয়ের প্রতিশব্দ হচ্ছে -
ক উদক, অম্বু খ কুমুদ, শতদল
গ নিশি, নিশা ঘ সুত, তনয়
উ: খ
২২. ‘দামিনী, চপলা’ শব্দদ্বয়ের সমার্থক শব্দ-
ক কান্তার খ বিদ্যুৎ
গ পাদপ ঘ অম্বুবাহ
উ: খ
২৩. ‘বিবাহ’ শব্দের সঠিক প্রতিশব্দ কী হবে ?
ক অশনি খ পরান
গ অন্তর ঘ পরিণয়
উ: ঘ
২৪. ‘শাখী’ শব্দের সমার্থক হচ্ছে -
ক বৃক্ষ খ নীরদ
গ পবন ঘ অচল
উ: ক
২৫. ‘অম্বুবাহ’ কোন শব্দের প্রতিশব্দ ?
ক মরণ খ মেঘ
গ আশীাবষ ঘ উরগ
উ: খ
২৬. ‘সম্রাট, বাদশাহ’- এর সমার্থক শব্দগুলো ?
ক সুদর্শ ন, ললিত খ নৃপেনদ্র, ভূপতি
গ ঈশা খাঁ , আকবর ঘ সমর, রণ
উ: খ
২৭. ‘শর্বরী’ শব্দের সমার্থক হলো -
ক রত্নাকর খ নীলাম্বু
গ ভুজগ ঘ বিভাবরী
উ: ঘ
২৮. ‘সিন্ধু’ শব্দের প্রতিশব্দ কোনটি ?
ক প্রভঞ্জন খ হিমাদ্রি
গ সমুদ্র ঘ শর্বরী
উ: গ
২৯. ‘মৃগরাজ’ কোন শব্দের প্রতিশব্দ ?
ক সিংহ খ হয়
গ হস্তী ঘ অশ্ব
উ: ক
৩০. ‘কান্তিমান’ শব্দের সমার্থক শব্দ -
ক মনোরম খ শিল্পকলা
গ আরক্তিম ঘ অরুণ
উ: ক
৩১. আদিত্য, সবিত, রবি, দিবকির ইত্যাদি কোন শব্দের প্রতিশব্দ ?
ক অর্ণব খ সূর্য
গ নৃপ ঘ গিরি
উ: খ
৩২. ‘দয়িত’ শব্দের সমার্থক শব্দ কোনটি ?
ক সুত খ পঙ্কজ
গ পরভৃত ঘ স্বামী
উ: ঘ
৩৩. ‘কুঞ্জনর’ কার সমার্থক শব্দ ?
ক হাতি খ হরিণ
গ ভুজঙ্গ ঘ অশ্ব
উ: ক
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url