এস এস সি রাসায়নিক বিক্রিয়া ৭ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন(ক ও খ )

 


ভিডিও ক্লাস: এস এস সি  রাসায়নিক বিক্রিয়া ৭ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন(ক ও খ ) 

গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক

১। বিক্রিয়া তাপ কাকে বলে? 

উঃ বিক্রিয়ায় যে পরিমাণ তাপ শোষিত বা নির্গত হয় তাকে ঐ বিক্রিয়ার বিক্রিয়া তাপ বলে।

২। সমানু কী?

 উঃ একই আণবিক সংকেত বিশিষ্ট দুটি যৌগের ধর্ম ভিন্ন হলে তাদেরকে পরস্পরের সমানু বলে।

৩। তাপ উৎপাদী  বিক্রিয়া কাকে বলে? 

উঃ  বিক্রিয়ায়ক থেকে উৎপাদক উৎপন্ন হওয়ার সময় তাপশক্তি উৎপন্ন হলে তাকে তাপোৎপাদী  বিক্রিয়া বলে।

৪। বিজারক কাকে বলে? 

উঃ যেসব মৌল , মূলক বা আয়ন বিক্রিয়াকালে ইলেকট্রন বর্জন করে তাদেরকে বিজারক বলে।

৫। মনোমার কী? 

উঃ যে সকল পুনরাবৃত্ত একক নিয়ে পলিমার গঠিত তাদেরকে মনোমার বলে।

৬। দর্শক আয়ন কাকে বলে?

 উঃ জলীয় দ্রবণে যে সকল আয়ন সরাসরি  রাসায়নিক বিক্রিয়ায় অংশ গ্রহণ করে না তাদেরকে দর্শক আয়ন বলে।

৭। তাপহারী বিক্রিয়া কী? 

উঃ বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হওয়ার সময় যেসব  বিক্রিয়ায় তাপশক্তি শোষিত হয় তাদেরকে তাপহারী বিক্রিয়া বলে।

৮। গ্যালভানাইজিং কী?  

উঃ তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় লোহার ওপর জিঙ্ক এর প্রলেপ সৃষ্টি করাকে গ্যালভানাইজিং বলে।

৯। বিযোজন বিক্রিয়া কাকে বলে? 

উঃ যে বিক্রিয়ায় কোনো যৌগ তার সরল উপাদানসমূহে বিভক্ত হয় তাকে বিযোজন বিক্রিয়া বলা হয়।

১০। জারক কাকে বলে? 

উঃ  যে বস্তু  অন্য কোনো বস্তুর জারণ ঘটায় এবং নিজে বিজারিত হয় তাকে জারক বলে।     

১১। SON  কী? 

    উ: SON হল: Standard oxidation number.

১২। তড়িৎ প্রলেপন (electroplating) কি?

 উ:একটি ধাতুর উপর জিংক ধাতুর প্রলেপ দেওয়াকে গ্যালভানাইজিং (galvanizing), টিনের প্রলেপ দেওয়াকে টিন (tin-plating) এবং তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে

    অন্য ধাতুর প্রলেপ দেওয়াকে তড়িৎ প্রলেপন (electroplating) বলে।

১৩।KMnO4 এ Mn -এর জারণ সংখ্যা নির্ণয় কর। 

 উ:

শর্তমতে,  KMnO4 = ০

সুতরাং(+1) + x + (-2) x4 = 0

+1 + x - 8 = 0

x – 7 = 0

x = 7,

 অর্থাৎ KMnO4  এ Mn -এর জারণ সংখ্যা  =+ 7,

অনুরুপভাবে পরিক্ষায় আসে- যৌগ বা আয়নসমূহের নিম্নরুপ দাগাঙ্কিত মৌলের জারণ সংখ্যা নির্ণয় কর: 

       H2SO4   MnO2, K2Cr2O7, NO3 -, H2SO4, MnO4 - , CuSO4, NaOH


এই প্রশ্নগুলোর ব্যাখ্যাসহ  ভিডিও ক্লাস পেতে চাপ দিন- এস এস সি  রাসায়নিক বিক্রিয়া ৭ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন(ক ও খ ) 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url