এস এস সি এসিড-ক্ষার সমতা ৯ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন(ক ও খ )



ভিডিও ক্লাস: এস এস সি   এসিড-ক্ষার সমতা  ৯ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন(ক ও খ )  

গুরুত্বপূর্ণ জ্ঞান মূলক

১। তেঁতুলে কোন এসিড থাকে?  

উঃ তেঁতুলে টারটারিক এসিড থাকে।

২। ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম লেখ? 

উঃ ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম ক্যালসিয়াম হাইপোক্লোরাইট।

৩। হাইড্রোক্লোরিক এসিড কী?

 উঃ পানিতে দ্রবী ভূত হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের দ্রবণই হাইড্রোক্লোরিক এসিড।

৪। আয়নীকরণ অর্থ কী?

 উঃ জলীয় দ্রবণে এসিডের হাইড্রোজেন আয়ন দেওয়ার অর্থই আয়নীকরণ।

৫।সবল এসিড কাকে বলে? 

 উঃ জরীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয়ে হাইড্রোজেন আয়নদানকারী এসিডকে সবল এসিড বলে।

৬। অ্যামোনিয়া দ্রবনে কোন আয়নটি উপস্থিত থাকে? 

উঃ অ্যামোনিয়া দ্রবনে অ্যামোনিয়াম আয়ন উপস্থিত থাকে। 

৭। কলিচুন এর সংকেত কী?

 উঃ Ca(OH)2

৮। কস্টিক অর্থ কী? 

উঃ কস্টিক অর্থ পোড়ানো।

৯। কীসের উপস্থিতি পানিকে অস্থায়ী ভাবে খর করে? 

উঃ ধাতুর বাই কার্বনেটের উপস্থিতি পানিকে অস্থায়ীভাবে খর পানিতে পরিণত করে।

১০। কয়েকটি বিষাক্ত পদার্থের নাম লেখ।

  উঃ ম্যাজ্ঞানিজ, ক্যাডমিয়াম ইত্যাদি।

এই প্রশ্নগুলোর ব্যাখ্যাসহ  ভিডিও ক্লাস পেতে চাপ দিন- এস এস সি   এসিড-ক্ষার সমতা  ৯ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন(ক ও খ )  



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url