পরিচ্ছেদ ৩৯ : বাগর্থ
SSC বাংলা ২য় পত্র Quiz সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ সমূহ
পরিচ্ছেদ -৩৯➤ অধ্যায় কুইজ-৩৯
১. ভাষা ব্যবহারের প্রধান উদ্দেশ্য কী ?
ক মনের ভাব প্রকাশ করা
খ বৈচিত্র্যময় শব্দ সৃষ্টি করা
গ প্রাণিজগতের সঙ্গে তাল মেলানো
ঘ বিচিত্র প্রাণীর সঙ্গে তাল মেলানো
উ: ক
২. মনের ভাব প্রকাশ করতে মানুষ ব্যবহার করে-
ক শিক্ষা খ সংস্কৃতি
গ শব্দ ও শব্দগুচ্ছ ঘ ব্যাকরণ
উ: গ
৩. শব্দ ও শব্দগুচ্ছ ব্যবহার করে বক্তা ও শ্রোতার মধ্যে কী ঘটানো হয় ?
ক সংযোগ খ বিয়োজন
গ সম্প্রীতি ঘ বিচ্ছেদ
উ: ক
৪. শব্দের বৈচিত্র্যময় অর্থকে বলে -
ক সমার্থক শব্দ খ বিপরীত শব্দ
গ বাগধারা ঘ বাগর্থ
উ: ঘ
৫. একটি শব্দ শোনার সাথে সাথে আমাদের মনে যে ছবি বা বোধ জেগে ওঠে তাকে কী বলে ?
ক শব্দার্থ খ লক্ষ্যার্থ
গ বাচ্যার্থ ঘ বাগর্থ
উ: গ
৬. ‘বাচ্যার্থ’ শব্দের কোন ধরনের অর্থ প্রকাশ করে ?
ক মুখ্য খ গৌণ
গ প্রত্যক্ষ ঘ পরোক্ষ
উ: ক
৭. শব্দের মুখ্য অর্থের নাম-
ক লক্ষ্যার্থ খ বাচ্যার্থ
গ বাগর্থ ঘ বাগধারা
উ: খ
৮. যে সকল শব্দ তাদের আভিধানিক অর্থে ব্যবহৃত না হয়ে অন্য অর্থে ব্যবহৃত হয় তাদের কী বলে ?
ক বাচ্যার্থ খ লক্ষ্যার্থ
গ মৌলিক অর্থ ঘ বাগধারা
উ: খ
৯. বক্তার উদ্দেশ্য অনুযায়ী বাচ্যার্থকে উপেক্ষা করে শব্দের আলাদা অর্থ তৈরি করলে, তা হয়-
ক লক্ষ্যার্থ খ আক্ষরিক অর্থ
গ গাঠনিক অর্থ ঘ বাগর্থ
উ: ক
আর পড়ুন: ভিডিও ক্লাস(Admission Physics)
আর পড়ুন :Admission ICT
- বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা ICTপ্রশ্ন ( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : ২০২১-২২( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ ( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (বাণিজ্য )
- HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (Commerce)
- এইচএস সি ICT ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস Admission Part-2
- এইচএস সি ICT ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস Admission Part-1
আরো পড়ুন: এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী
এই অধ্যায়ের উপর আরো পড়ুন :এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর
এই অধ্যায়ের উপর আরো পড়ুন:এইচএসসি সোনার তরী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ
১০. শব্দের অর্থ কখনো প্রসারিত বা সংকুচিত হয় ভাষার কোন প্রক্রিয়ায় ?
ক স্বাভাবিক প্রক্রিয়ায়
খ স্বাভাবিক বিবর্তন প্রক্রিয়ায়
গ বিশেষ প্রক্রিয়ায়
ঘ বিবর্তন প্রক্রিয়ায়
উ: খ
১১. ‘বর্ষ’ শব্দের প্রসারিত অর্থ কোনটি ?
ক বর্ষা খ বর্ষাকাল
গ বার্ষিক ঘ বছর
উ: ঘ
১২. অর্থসংকোচের ফলে একটি শব্দের পূর্ববর্তী অর্থের কী কমে যায় ?
ক গ্রহণযোগ্যতা খ বাস্তবতা
গ ব্যাপ্তি ঘ অপপ্রয়োগ
উ: গ
১৩. ‘মৃগয়া’ শব্দের অর্থ কোনটি ?
ক হরিণ শিকার খ বানর শিকার
গ পশু শিকার ঘ বাঘ শিকার
উ: গ
১৪. মৃগয়া শব্দের দ্বারা হরিণ বোঝালে অর্থের কী ধরনের পরিবর্তন হয় ?
ক অর্থপ্রশার খ অর্থসংকোচন
গ অর্থ- বদল ঘ অর্থের উন্নতি
উ: খ
১৫. ‘অপরূপ’ শব্দটি পূর্বে কী অর্থ নির্দেশ করত ?
ক অপূর্ব খ অসাধারণ সুন্দর
গ শ্রীহীনতা ঘ সুশ্রী
উ: গ
১৬. ‘পাষণ্ড’ শব্দের অর্থ আগে কী ছিল ?
ক ধর্মসম্প্রদায় খ ধর্মগুরু
গ ধর্মের ষাঁড় ঘ ধর্মের সহায়
উ: ক
১৭. ‘পাষণ্ড’ শব্দের অর্থ পরিবর্তিত হয়ে এখন দাঁড়িয়েছে-
ক ধর্মসম্প্রদায় খ ধর্মগুরু
গ ধর্মদ্রোহী ঘ ধর্মের সহায়
উ: গ
১৮. শব্দের অর্থগত পরিবর্তন কেবল কিসের মধ্যে সীমিত থাকে না ?
ক রূপমূলের অর্থের খ ক্রিয়ামূলের অর্থের
গ বাগর্থ অর্থের ঘ অর্থের অবনতির
উ: ক
১৯. তিনি আমাদের গ্রামের মাথা । এ বাক্যে ‘মাথা’ শব্দের অর্থ কী ?
ক অঙ্গবিশেষ খ শরীরের গুরুত্বপূর্ণ অংশ
গ মোড়ল ঘ স্বার্থপর ব্যক্তি
উ: গ
২০. সে আমাদের রক্ষাকর্তা ।
হ্যাঁহ, সে আমাদের রক্ষা কর্তা বটে,
উদাহরণ-১ এবং উদাহরণ -২ এ অর্থের ভিন্নতার কারণ কী ?
ক বাকভঙ্গি খ বিপরীত শব্দ
গ ভিন্নার্থক শব্দ ঘ পারিভাষিক শব্দ
উ: ক
২১. ‘বড্ড শুকিয়ে গেছিস রে ।’- এই বাগভঙ্গির সাহায্যে কী প্রকাশ পেয়েছে ?
ক বিস্ময় খ আদর
গ হতাশা ঘ দুঃখ
উ: খ
এই প্রশ্নগুলোর ব্যাখ্যাসহ ভিডিও ক্লাস পেতে চাপ দিন- এস এস সি বাংলা ২য় পত্র -বাগর্থ
এসএসসি রাজশাহী বোর্ড-২০২৩ বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ সমাধান
এস এস সি রাজশাহী বোর্ড-২০২৩ উচ্চতর গণিত MCQ সমাধান
এস এস সি রাজশাহী বোর্ড-২০২৩ বিজ্ঞান MCQ সমাধান
এসএসসি উচ্চতর গণিত ১০০% কমন সাজেশন-২০২৩
এস এস সি রাজশাহী বোর্ড-২০২৩ অর্থনীতি MCQ সমাধান
এস এস সি রাজশাহী বোর্ড-২০২৩ জীববিজ্ঞান MCQ সমাধান
এস এস সি রাজশাহী বোর্ড-২০২৩ পদার্থবিজ্ঞান MCQ সমাধান
এস এস সি রাজশাহী বোর্ড-২০২৩ বাংলাদেশ ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ সমাধান
মাসি-পিসি মানিক বন্দ্যোপাধ্যায় বোর্ড পরীক্ষার প্রশ্ন(MCQ)-QUIZ-1
তাহারেই পড়ে মনে কবিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তর সটকাট টেকনিকসহ
আরও পড়ুন:HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (Commerce)
অন্যান্য বিষয় সমূহ:
এইচএস সি ICT বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের Admission Part-3 গুরুত্বপূর্ণ MCQ সমূহ (নিজেকে যাচাই করি পরিক্ষা দেই,পুরুষ্কার নেই-- )
১ম অধ্যায় ➤ ১ম অধ্যায় কুইজ-১
আরো পড়ুন: মাসি-পিসি
এই অধ্যায়ের উপর আরো পড়ুন: মাসি-পিসি মানিক বন্দ্যোপাধ্যায় বোর্ড পরীক্ষার প্রশ্ন(MCQ)
এই অধ্যায়ের উপর আরো পড়ুন :এইচএসসি মাসি-পিসি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ
এই অধ্যায়ের উপর আরো পড়ুন:মাসি-পিসি সাজেশন
এই অধ্যায়ের উপর আরো পড়ুন: এইচ এস সি বাংলা ১ম পত্র মাসিপিসি মানিক বন্দ্যোপাধ্যায়(মূল কথা)
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url