এস এস সি স্থির তড়িৎ১০ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন(ক ও খ )
ভিডিও ক্লাস: এস এস সি স্থির তড়িৎ১০ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন(ক ও খ )
স্থির তড়িৎ
গুরুত্বপূর্ণ জ্ঞানমুলক
১।তড়িৎ আবেশ কী?
উঃ একটি আহিত বস্তর কাছে এনে স্পর্শ না করে শুধুমাত্র এর উপস্থিতিতে কোনো অনাহিত বস্তুকে আহিত করার পদ্ধতিই তড়িৎ আবেশ।
২।তড়িৎক্ষেত্র কাকে বলে?
উঃ আহিত বস্তুর চারিদিকে যে অঞ্চল জুড়ে তড়িতের প্রভাব বিদ্যমান থাকে সেই অঞ্চলকে উক্ত বস্তুটির তড়িৎ ক্ষেত্র বেলে।
৩। তড়িৎবীক্ষণ যন্ত্র কী?
উঃ যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুতে আধানের অস্তিত্ব ও প্রকৃতি নির্নয় করা যায়, তাই তড়িৎবীক্ষণ যন্ত্র।
৪।বিভব পার্থক্য কাকে বলে?
উঃ অসীম দূরত্ব থেকে প্রতি একক ধনান্তক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে পরিমান কাজ সম্পন্ন্ হয়
তাকে ঐ বিন্দুর তড়িৎ বিভব বলে।
৫।আবিষ্ট আধান কী?
উঃতড়িৎ আবেশের সময় যে আধান অনাহিত বস্তুতে সঞ্চারিত হয় তাকে আবিষ্ট আধান বলে।
৬। বিভব পার্থক্য কি?
উ:প্রতি একক ধনাত্নক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে সম্পন্ন কাজের পরিমাণকে এই দুই বিন্দুর বিভব পার্থক্য বলে।
৭। তড়িৎ তীব্রতা কি?
উ:তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্নক আধান স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তাকে ঐ বিন্দুর তড়িৎ তীব্রতা বলে।
৮। কুলম্বের সূত্র লিখ।
উ: “নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধানদ্বয়ের গুনফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তপানুপাতিক এবং এই বল এদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে।”
৯। আধান বলতে কি বুঝ ?
উ:মৌলিক কণাসমূহের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মকে আধান বা চার্জ বলে।
১০। পৃথিবীর বিভব কত?
উ: পৃথিবীর বিভব শূন্য।
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url