এস এস সি চল তড়িৎ ১১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন(ক ও খ )

 

ভিডিও ক্লাস: এস এস সি  চল তড়িৎ ১১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন(ক ও খ ) 

একাদশ অধ্যায়

চল তড়িৎ

গুরুত্বপূর্ণ জ্ঞানমুলক

১। রোধক কাকে বলে?   

     উঃ পরিবাহির যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বিঘ্নিত হয় তাকে রোধ বলে।

২। ওহমের সুত্রটি লেখ? 

উঃ তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহির মধ্য যে তড়িৎপ্রবাহ চলে তা ওই পরিবাহির দুই প্রান্তের বিভর পার্থক্যের সমানুপাতিক।

৩। তড়িৎ প্রবাহ কাকে বলে?

 উঃ কোনো পরিবাহীর যেকোনো প্রস্থচ্ছেদেও মধ্য দিয়ে একক সময়ে যে পরিমান আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ ।

৪। তড়িৎ বর্তনী কী?  

উঃ তড়িৎপ্রবাহ চলার সম্পূর্ন পথকে তড়িৎ বর্তনী বলে।

৫। তড়িচ্চালক শক্তি কী?   

উঃএক কুলম্ব আধানকে কোষসমেতে কোন বর্তনীর এর বিন্দু থেকে সম্পূর্ণ বর্তনী ঘুরিযে আবার ঐ বিন্দুতে আনতে যে কাজ সম্পন্ন হয় তাকে ঐ কোষের তড়িচ্চলক শক্তি বলে।

৬।আপেক্ষিক রোধ কাকে বলে?

   উঃ নিদিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের  ক্ষেত্রফলবিশিষ্ট কোনো পরিবাহির রো ধকে আপেক্ষিক রোধ বলে।

৭।এক ভোল্ট কাকে বলে?  

উঃ অসীম থেকে এক কুলম্বওঈ ধন্নাতক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি এক জুল কাজ সম্পুন্ন হয়,তবে ঐ বিন্দুর  বিভবকে এক ভোল্ট  বলে। 

৮।তড়িৎ চম্বুক ক্রিয়া কী?   

উঃ কোনো পরিবাহির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে এর চারপাশে একটি চৈাম্বুকক্ষেত্রের সৃষ্টি হয়, এটায় তড়িৎ প্রবাহের চৈাম্বুক ক্রিয়া।   

এই প্রশ্নগুলোর ব্যাখ্যাসহ  ভিডিও ক্লাস পেতে চাপ দিন- এস এস সি  চল তড়িৎ ১১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন(ক ও খ ) 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url