এস এস সি জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান ১৪তম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন(ক ও খ )


ভিডিও ক্লাস: এস এস সি   জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান ১৪তম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন(ক ও খ ) 

১।এম আর আই-এর পূর্ণরূপ কী?   

    উঃ এম আর আই-এর পূর্ণরূপ  Magnetic Resonance Imaging |

২।ইসিজি কী?

    উঃ ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রাম একটি রোগ নির্ণয় পদ্ধতি যার সাহায্যে নিয়মিতভাবে কোনো ব্যক্তির হৃৎপিন্ডের বৈদ্যুতিক এবং পেশিজনিত কার্যকলাপ পর্যবেক্ষণ করা যায়।

৩। CT Scan-এর পূর্ণরূপ কী?      

 উঃ CT Scan- শব্দটি পূর্ণরূপ হলো- Computed Tomography Scan.

৪।ETT এর পূর্ণরূপ কী?

উঃETTএর পূর্ণরূপ হলো- Exercise ToIerence Test.

৫।টমোগ্রাফি কাকে বলে?

উঃ যে প্রক্রিয়ায় কোনো ত্রিমাত্রিক বস্তুও কোনো ফালি বা অংশের দ্বিমাত্রিক প্রতিবিম্ব তৈরি করা সে প্রক্রিয়াকে টমোগ্রাফি বলে।

৬।এনজিওপ্লাস্টি কী?  

উঃযে কৌশলে বা প্রক্রিয়ায় নেজিওগ্রাম করার সময় ধমনির বলক মুক্ত করা হয় তাকে এনওপ্রাস্টি বলে।

৭। ডাইকী?  

উঃ এনজিওগ্রাম করার সময় চিকিৎসক রোগীর দেহে যে তরল পদার্থ একটি সরু ও নমনী নলের মধ্য দিয়ে প্রবেশ করিয়ে দেন, সেই তরল পদার্থ  টিকে ‘ডাই’বলে।

৮। এক্সরে কী ? 

উ:এক্সরে হল এক ধরনের তাড়িত চৌম্বক বিকিরণ। 

এই প্রশ্নগুলোর ব্যাখ্যাসহ  ভিডিও ক্লাস পেতে চাপ দিন- এস এস সি   জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান ১৪তম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন(ক ও খ ) 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url