এস এস সি খনিজ সম্পদ : ধাতু-অধাতু ১০ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন(ক ও খ )
ভিডিও ক্লাস: এস এস সি খনিজ সম্পদ : ধাতু-অধাতু ১০ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন(ক ও খ )
খনিজ সম্পদ : ধাতু-অধাতু
গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক
১। ক্যালামাইনের রাসায়নিক সংকেত লেখ।
উঃ ক্যালামাইনের রাসায়নিক সংকেত হলো ZnCO3
২। পাইচার্ট কী?
উঃ যে পাই চিত্রের মাধ্যমে কোনো তত্ত্ব-উপাত্তকে শতকরা হারের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে পাইচার্ট বলে।
৩। টুইয়ের কী?
উঃ বাত্যাচুল্লীর নিচের অংশে ও এর চারদিকে কয়েকটি শক্ত ও মোটা নল থাকে, এ নলগুলোকে টুইয়ের বলে।
৪। একটি গ্যসীয় খনিজের উদাহরণ দাও।
উঃ একটি গ্যাসীয় খনিজের উদাহরণ হলো প্রাকৃতিক গ্যাস।
৫। সংকর ধাতু কী?
উঃ দুই বা ততোধিক ধাতু গলিত অবস্থায় মিশিয়ে যে সমসত্ত¡ ধাতু মিশ্রণ পাওয়া যায় তাকে সংকর ধাতু বলে।
৬। অ্যালুমিনার সংকেত কী?
উঃ অ্যালুমিনার সংকেত হলো Al2O3
৭। ভূ-ত্বক কী? উঃ পৃথিবীর উপরিভাগে মাটির আবরণ হলো ভূ-ত্বক।
৮। কোনদুটির মৌল ভূত্বকের প্রধান উপাদান?
উঃ অক্রিজেন ও সিলিকন মৌল দুটির হলো ভূত্বকের প্রধান উপাদান।
৯। জিরকন কীসের আকরিত?
উঃ জিরকন হলো জিরকোনিয়ামের আকরিক।
১০। টাইটেনিয়ামের আকরিকের নাম কী?
উঃ টাইটেনিয়ামের আকরিকের নাম হলো রুটাইল। খনিজ সম্পদ- জীবাশ্ম
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url