পরিচ্ছেদ ৩৪ : সরল, জটিল ও যৌগিক বাক্য
SSC বাংলা ২য় পত্র Quiz সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ সমূহ
পরিচ্ছেদ -৩৪➤ অধ্যায় কুইজ-৩৪
১. যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে, তাকে কী বাক্য বলে ?
ক মিশ্র খ সরল
গ জটিল ঘ যৌগিক
উ: খ
২। নিচের কোনটি সরল বাক্য ?
ক. পরিশ্রমিরা জীবনে সাফল্য লাভ করে
খ. সে এখানে এলে এবং বসে পরল।
গ. লোকটি নিরক্ষর কিন্তু অভদ্র নয় ?
ঘ.বিপদ ্ও দুঃখ একসঙ্গে আসে ।
উ:ক.
৩। পাখি গুলো আকাসে উড়ছে ।‘-- গঠন বৈশিষ্ট্য অনুযায়ী বাক্যটি হলো-
ক. সরল খ. মিশ্র গ. যৈগিক ঘ.জটিল
উ: ক.
৪। কোন বাক্যে অনেক সময় ক্রিয়া অনুপস্থিত থাকে ?
ক. সরল খ. মিশ্র গ. জটিল ঘ. যৈগিক
উ: ক.
৫। কেনটি সরল বাক্যের উদহারন ?
ক. যে পরিশ্রম করে, সে-ই সুখ লাভ করে ।
খ. পুকুরে পদ্মা ফুল ফোটে ।
গ যে ভিক্ষা দান করে তাকে ভিক্ষা দান কর ।
ঘ. উদায়স্ত পরিশ্রম করব, তথাপি অন্যের দ্বারস্থ হব না ।
উ:খ.
৬। সাপেক্ষ যোজক দিয়ে যখন অধীত বাক্য গুলো যুক্ত থাকে তখন তাকে কোন বাক্য বলে ?
ক. সরল খ. জটিল গ. যৈগিক ঘ. না-বোধক বাক্য
উ:খ.
৭। যে ছেলেটি এখানে এসেছিল , সে অামার ভাই।,--বাক্যটি গঠন -বৈশিষ্ট্য অনুযায়ী--
ক. সরল বাক্য খ. যৈগিক বাক্য গ. জটিল বাক্য ঘ. প্রশ্নবোধক বাক্য
উ:গ.
৮। গঠনবৈশিষ্ট্য অনুযায়ী নিচের কোনটি জটিল বাক্যের উদহারণ ?
ক. যদি তুমি যা্ও,তবে তার দেখা পাবে ।
খ. আমরা তিন ভাই ।
গ. তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন ।
ঘ.পাখি গুলো নীল আকাশে উড়ছে।
উ: ক.
৯। সময় বোঝাতে জটিল বাক্যে যোজকের কোন জোড় ব্যবহার করা হয় ?
ক.আমাকে বই দা্ও
খ .যদি সে যেত , আমি আসতাম
গ. শিক্ষক মহোদয় বাংলা পড়াচ্ছেন
ঘ. হামিদকে দেখে খুশি হলাম
উ:
১০। যৌগিক বাক্যে একাধিক কোন ক্রিয়ার প্রয়োজন হয় ?
ক. অসমাপিকা খ.যৌগিক গ. প্রযোজক ঘ. সমাপিকা
উ: ঘ.
১১। একাধিক সমাপিকা ক্রিয়া কী দিয়ে যুক্ত হলে যৌগিক বাক্য তৈরি হয় ?
ক.বিশেষ্য খ .বিশেষণ গ. যোজক ঘ. অনুসর্গ
উ:গ
১২। যৌগিক বাক্যের যোজক --
ক.যে,সে খ . যারা-- তারা গ.যা--তা ঘ . কোলন ্ও ড্যাশ
উ:ঘ.
১৩।হামিদ বই পড়ছে আর সীমা রান্না করছে ।-- এটি কোন বাক্যের উদহারণ ?
ক. যৌগিক খ . জটিল গ. বিবৃতি মুলক ঘ. সরল
উ : ক.
১৪। যৌগিক বাক্যের উদহারণ কোনটি ?
ক. ভিক্ষুককে দান কর ।
খ . আমি বহু কষ্টে শিক্ষা লাভ করছি ।
গ . তার বয়স হলে বুদ্ধি হয়নি ।
ঘ. বিপদ এবং দুঃখ এক সময়ে আসে ।
উ: ঘ .
১৫। তুমি চেষ্টা করনি , তাই ব্যর্থ হয়েছ ।-এটি কোন বাক্যের উদহারণ ?
ক. সরল বাক্য খ.যৌগিক বাক্য গ. মিশ্র বাক্য ঘ. আদেশমূলক বাক্য
উ:খ .
১৬ দুর্জন লোক পরিত্যাজ্য‘--বাক্যটিকে জটিল বাক্যে পরিনত করলে হবে -
ক.যেসব লোক দুর্জন ,তারা পরিত্যাজ্য ।
খ. যে দুর্জন সে পরিত্যাজ্য ।
গ. দুর্জন লোক মাত্রই পরিত্যাজ্য।
ঘ.দুর্জন লোককে সকলেই পরিত্যাগ করে ।
উ:ক.
১৭।লোকটি অশিক্ষত ,কিন্তু অভদ্র নয় ।,- গঠন অনুযায়ী বাক্যটি --
ক.জোটিল খ. যৌগিক গ.সরল ঘ. বিস্ন য়সূচক
উ:খ.
১৮। বিপদ ্ও দুঃখ ্একসঙ্গে আসে ।, বাক্যটি হচ্ছে --
ক. সরল খ . মিশ্র গ.যৌগিক ঘ . বিবৃতিমূলক
উ: ক.
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url