এস এস সি মোলের ধারণা ও রাসায়নিক গণনা ৬ষ্ঠ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন(ক ও খ )



ভিডিও ক্লাস: এস এস সি   মোলের ধারণা ও রাসায়নিক গণনা  ৬ষ্ঠ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন(ক ও খ ) 

গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক

১। মোলার আয়তন কাকে বলে?

  উঃ এক মোল পদার্থের আয়তনকে সে পদার্থের আয়তন বলা হয়।

২। অ্যানালার কাকে বলে? 

উঃ সবচেয়ে বিশুদ্ধ রাসায়নিক পদার্থকে অ্যানালক বলে।

৩। আণবিক সংকেত কাকে বলে?

 উঃ পদার্থের যে সংকেত অণুতে বিদ্যামান বিভিন্ন মৌলের পরমাণুর প্রকৃত সংখ্যা প্রকাশ করে তাকে সেই পদার্থের আণবিক সংকেত বলা হয়

৪। মোল কাকে বলে?

 উঃ কোনো রাসায়নিক পদার্থের যে পরিমানে অ্যাভোগেড্রো সংখ্যক অণু, পরমানু বা আয়ন থাকে তাকে পদার্থের মোল বলে।

৫। রাসায়নিক সমীকরণ কাকে বলে? 

উঃ একটি রাসায়নিক বিক্রিয়ায় যা ঘটে তা সংশ্লিষ্ট বস্তুসমূহের সংকেত ও অন্যান্য সংকেতের মাধ্যমে সংক্ষিপ্ত আকারে প্রকাশের পদ্ধতিকে ঐ বিক্রিয়ার রাসায়নিক সমীকরণ বলে।

৬। মোলার দ্রবণ কাকে বলে? 

উঃ নিদিষ্ট তাপমাত্রায় ১ লিটার দ্রবনে ১ মোল দ্রব দ্রবীভূত থাকলে সে দ্রবণকে ঐ দ্রবের মোলার দ্রবণ বলে।

৭।শতকরা সংযুক্তি কী?

 উঃ কোনো যৌগের 100 gm  এ বিদ্যামান মৌলসমূহের পরিমাণকে শতকরা সংযুক্তি বলা হয়।

৮। Stoichiometry  কী? 

 উঃ রসায়নে যে শাখায় বিক্রিয়ায়কৃত  বিক্রিয়াক এবং উৎপাদকের পরিমান হিসেব করা হয় তাকে Stoichiometry বলা হয়।

৯।  অ্যানালার বিশুদ্ধতার পরিমান কত?

 উঃ অ্যানালার রাসায়নিক পদার্থসমূহের প্রায় ৯৫.৫% বিশুদ্ধ।

১০। দ্রব কাকে বলে?

 উঃ দ্রাবকে যে পদার্থ দ্রবীভৃত করে দ্রবণ প্রস্তুত করা হয় তাকে দ্রব বলে। 






এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url