এস এস সি পর্যায় সারণি ৪র্থ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন(ক ও খ )




ভিডিও ক্লাস: এস এস সি পর্যায় সারণি ৪র্থ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন(ক ও খ )

গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক

১। মুদ্রা ধাতু কী? 

উঃ পর্যায় সারণির গ্রুপ- 11 (Cu, Ag ,Au) তে অবস্তিত যেসব ধাতু মুদ্রা তৈরিতে ব্যবহৃত হয়, সেগুলোকে মুদ্রা ধাতু বলে।

২। ম্যান্ডেলিফের পর্যায় সূত্র কী? 

উঃ যদি মৌলসমূহকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজানো হয়, তবে এদের ভৌত ও রাসায়নিক ধর্মাবলি পর্যায় ক্রমে  আবর্তিত হয়।

৩। আধুনিক পর্যায় সূত্রটি কী? 

উঃ আধুনিক পর্যায় সূত্রটি হলো মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলি তাদের পারমানবিক সংখ্যা বৃদ্ধিও সাথে  পর্যায় ক্রমে  আবর্তিত হয়।

৪। পর্যায় সারণি কী? 

উঃ একই ধরনের ধর্মবিশিষ্ট মৌলসমূহকে একই শ্রেণিভুক্ত করে আবিষ্কৃত সব মৌলকে স্থান দিয়ে মৌলসমূহের যে সারণি  প্রচলিত তাকে পর্যায় সারণি বলে।

৫। পর্যায় কাকে বলে? 

উঃ পর্যায় সারণি আনুভুমিক (horizontal)সারিগুলোকে পর্যায় বা  period বলে।

৬। পর্যায় সারণির ভিত্তি কী? 

 উঃ পর্যায় সারণির মূল ভিত্তি হলো মৌলের ইলেকট্রন বিন্যাস।

৭। পর্যায় বৃত্ত বলতে কী বোঝ?  

উঃ পর্যায় সারণিতে একই পর্যায়ভুক্ত মৌলসমূহের পারমাণবিক সংখ্যা বৃদ্ধিও সাথে সাথে তাদের যে সকল ধর্ম  ধারাবাহিক ভাবে পরিবর্তিত হয়   সেই ধর্মসমূহকে মৌলের পর্যায়বৃত্ত বলে।

৮। তড়িৎ ঋণাত্মকতা কী?

 উঃ সমযোজী বন্ধন দ্বারা যুক্ত কোন পরমাণুর নিজের দিকে শেয়ারকৃত ইলেকট্রন জোড়কে আকর্ষণ করার ক্ষমতাকে সংশ্লিষ্ট মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলে।

৯। নিষ্ক্রিয় গ্যাস কী?  

উঃ পর্যায় সারণিতে গ্রুপ -১৮ তে অবস্থিত ৬টি মৌল He, Ne, Ar, Kr, Xe, Rn- কে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়।

১০। ক্ষারধাতু কী? 

 উঃ পর্যায় সারণিতে গ্রুপ-১ এ অবস্থিত মৌলসমূহ যেমন  -- Li, Na, K, Rb, Cs,Fr -কে ক্ষারধাতু বলে। 

১১। অষ্টকতত্ত্বের প্রবর্তক কে?   

 উঃ  জন নিউল্যান্ড 

১২। পর্যায় সারণির সত্যিকার মূল ভিত্তি কী?   

 উঃ  ইলেকট্রন বিন্যাস  

১৩। হ্যালোজেন শব্দের অর্থ কি? 

 উঃ  হ্যালোজেন শব্দের অর্থ হল-(salt maker)।  

১৪। হ্যালোজেন কি?

 উ: গ্রুপ- ১৭ তে অবস্থিত মৌল- F, Cl, Br, I ও এবং Atএই ৫টি মৌলকে একত্রে হ্যালোজেন (halogen)

১৫। অভিজাত ধাতু  কি?  

উ: সোনা, রুপা যাদেরকে অভিজাত ধাতু (noble metals) বলে

১৬। IUPAC কি?

উ:International Union of Pure and Applied Chemistry.  

১৭। ২০১২ সাল পর্যন্ত সর্বমোট কতটি  মৌল শনাক্ত হয়েছে?

উ:১১৮টি 

১৮। ত্রয়ী সূত্রটি লিখ। 

উ: পর্যায় সারণির দুটি মৌলের পারমাণবিক ভরের গড় অন্য একটি মৌলের পারমাণবিক ভরের প্রায় সমান এবং মৌল তিনটির ধর্ম একইরকম।

 এই তিনটি মৌলকে পারমাণবিক ভর অনুসারে সাজালে প্রথম এবং তৃতীয় মৌলের ভরের গড় দ্বিতীয় মৌলের ভরের সমান হয়।  মৌল তিনটিকে 'ডােবেরাইনার ত্রয়ী' বলে।

এই প্রশ্নগুলোর ব্যাখ্যাসহ  ভিডিও ক্লাস পেতে চাপ দিন- এস এস সি  পর্যায় সারণি ৪র্থ অধ্যায়  জ্ঞানমূলক প্রশ্ন(ক ও খ )




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url