এসএসসি রসায়নের ধারণা ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন(ক ও খ )



ভিডিও ক্লাস:  এস এস সি  রসায়নের ধারণা  ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন(ক ও খ )

গুরুত্বপূর্ণ জ্ঞান মূলক

১। মরিচা কেমন? 

 উঃ মরিচা ভঙ্গুর প্রকৃতির।

২। পেট্রোলিয়ামের দহন কী? 

 উঃ পেট্রোলিয়ামের দহন হলো রাসায়নিক বিক্রিয়া ।

৩। কাঠ হলো কী?  

উঃ কাঠ হলো প্রধানত সেলুলোজ

৪। মিসরীয়রা স্বর্ণ কখন আহরন করেছিল?  

উঃ খ্রি. পূর্ব ২৬০০ বছর পূর্বে মিসরীয়রা স্বর্ণ আহরণ করেছিল।

৫। বিশুদ্ধ পানি কী দিয়ে গঠিত?  

উঃ বিশুদ্ধ পানি হাইড্রোজেন ও অক্রিজেন পরমাণু দ্বারা গঠিত।

৬।পরিবেশের জন্য মারাতœক ক্ষতিকর কী?  

উঃ পরিবেশের জন্য মারাত্নক  ক্ষতিকর কার্বন ডাইঅকা্রইড।

৭। কত সালে আন্তর্জাতিক রশ্নির ব্যবহার হয়েছিল?  

উঃ ১৯৪৬ সালে আন্তর্জাতিক রশ্নির ব্যবহার হয়েছিল।

৮। কোন গ্যাস নিঃশ্বাসে গেলে কষ্ট হতে পারে?  

উঃ ক্লোরিন গ্যাস নিঃশ্বাসে গেলে কষ্ট হতে পারে।

৯। মোম কী?  

উঃ মোম হলো কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ।

১০। রংয়ের ব্যবহার শুরু হয়েছিল কখন? 

 উঃ ভারতবর্ষে প্রায় ৫০০০ বছর পূর্বেই কাপড়কে আকর্ষণীয়  করে তুলতে রংয়ের ব্যবহার হয়েছিল।


এই প্রশ্নগুলোর ব্যাখ্যাসহ  ভিডিও ক্লাস পেতে চাপ দিন- এস এস সি  রসায়নের ধারণা  ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন(ক ও খ )


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url