পরিচ্ছেদ ৩৭ : উক্তি
SSC বাংলা ২য় পত্র Quiz সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ সমূহ
পরিচ্ছেদ -৩৭➤ অধ্যায় কুইজ-৩৭
১. ছেলেটি বসেছিল, “আজ আমি অনেক পড়েছি ।”- এই উক্তিটি-
ক বক্তার কথা খ উক্তি
গ প্রত্যক্ষ উক্তি ঘ পরোক্ষ উক্তি
উ: গ
২. যে উক্তিতে বক্তার কথা সরাসরি উদ্ধত করা হয় তাকে বলে-
ক বাচ্য খ পরোক্ষ উক্তি
গ প্রত্যক্ষ উক্তি ঘ উক্তি
উ: গ
৩. প্রত্যক্ষ উক্তি লেখার সময়ে কোন চিহৃ ব্যবহৃত হয় ?
ক কোলন খ উদ্ধারচিহৃ
গ সেমিকোলন ঘ কমা
উ: খ
৪. পরোক্ষ উক্তিতে কোন চিহৃ লোপ পায় ?
ক পূর্ণচ্ছেদ খ কমা
গ উদ্ধরণ চিহৃ ঘ কোলন
উ: গ
৫. প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তনের সময়ে কী ধরনের শব্দের বদল হয় ?
ক কালবাচক খ স্থানবাচক
গ ভাববাচক ঘ কালবাচক ও স্থানবাচক
উ: ঘ
৬. নেতা বললেন যে, তিনি জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে চান । - বাক্যটির প্রত্যক্ষ উক্তি-
ক নেতা বললেন যে, আমি জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে চাই
খ নেতা আনন্দের সঙ্গে বললেন যে, সে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে চায়
গ নেতা জনগণের কাছে প্রতিশ্রুতি দিলেন যে, তিনি জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করবেন
ঘ নেতা বললেন, “আমি জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে চায়
উ: ঘ
৭. অর্থের সংগতি রাখার জন্য উক্তি পরিবর্তনের সময়ে কোন পদের পরিবর্তন প্রয়োজন হয় ?
ক সর্বনাম খ বিশেষ্য
গ বিশেষণ ঘ অনুসর্গ
উ: ক
৮. অর্থসংগতি রক্ষার জন্য উক্তি পরিবর্তনের সময় বাক্যে ব্যবহৃত সর্বনামের কী প্রয়োজন হয় ?
ক পরিবর্তন খ সংযোজন
গ বিয়োজন ঘ সংকোচন
উ: ক
৯. কোনটি পরোক্ষ উক্তিতে ব্যবহৃত ?
ক সেদিন খ গতকাল
গ এখানে ঘ এখন
উ: ক
১০. পরোক্ষ উক্তিতে ক্রিয়ারুপের পরিবর্তন হয় কী অনুযায়ী ?
ক কর্তা খ কর্ম
গ উদ্দেশ্য ঘ বিধেয়
উ: ক
১১. প্রত্যক্ষ উক্তিতে চিরন্তন সত্যের উদ্ধতি থাকলে পরোক্ষ উক্তিতে পরিবর্তন হয় না -
ক উদ্ধারচিহেৃর খ ক্রিয়ার কালের
গ ভাব বিশেষ্যের ঘ নামবিভক্তির
উ: খ
১২. অনুজ্ঞাবাচক প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করতে কী অনুযায়ী ক্রিযার পরিবর্তন করতে হয় ?
ক কাল খ স্থান
গ ভাব ঘ সর্বনাম
উ: গ
১৩. ‘গতকল্য’ শব্দটির পরোক্ষ উক্তি কোনটি ?
ক আগামীকাল খ পূর্ব দিন
গ পরের দিন ঘ সেদিন
উ: খ
১৪. অর্থের সংগতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে কিসের পরিবর্তন করতে হয় ?
ক সর্বনাম ও বিশেষ্য পদের
খ ক্রিয়া ও র্সনাম পদের
গ কালের
ঘ অর্থের
উ: খ
১৫. রহমান বললেন, ‘আমি এখনই আসছি ।’-এটি পরোক্ষ উক্তিতে কী হবে ?
ক রহমান বলল যে, আমি তখনউ যাচ্ছি
খ রহমান বলল যে, সে তখনই আসছে
গ রহমান বলল যে, সে তখনই যাচ্ছে
ঘ রহমান বলল যে, আমি এখনই যাচ্ছি
উ: গ
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url