পরিচ্ছেদ ১৭: শব্দের শ্রেণীবিভাগ
SSC বাংলা ২য় পত্র Quiz সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ সমূহ
পরিচ্ছেদ -১৭➤ অধ্যায় কুইজ-১৭
১. বাংলা শব্দভাণ্ডারকে বিভিন্ন বিবেচনায় কয়টি ভাগে ভাগ করা যায় ?
ক ৩ খ ৪
গ ৫ ঘ ৬
উ: ক
২. উৎস বা উৎপওি অনুসারে বাংলা ভাষায় শব্দসমূহকে কয়টি ভাগে ভাগ করা যায় ?
ক তিনটি খ চারটি
গ পাঁচটি ঘ ছয়টি
উ: খ
৩. বাংলা শব্দভাণ্ডারের আগন্তুক উৎসের শব্দ কোনগুলো ?
ক তৎসম ও তদ্ভব খ তৎসম ও দেশি
গ তদ্ভব ও বিদেশি ঘ দেশি ও বিদেশি
উ: ঘ
৪. কোন শ্রেণির বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃতের অনুরূপ ?
ক তৎসম খ তদ্ভব
গ দেশি ঘ বিদেশি
উ: ক
৫. ’মনুষ্য’ কোন শব্দের উদাহরণ ?
ক তদ্ভব শব্দ খ অর্ধ-তৎসম শব্দ
গ তৎসম শব্দ ঘ বিদেশি শব্দ
উ: গ
৬. ‘গণপ্রজাতত্রী’ শব্দটি যে শ্রেণির শব্দের উদাহরণ-
ক তদ্ভব খ দেশি
গ পারিভাষিক ঘ তৎসম
উ: গ
৭. আরবি ভাষার শব্দ নিচের কোনটি ?
ক দরবার খ দৌলত
গ দোয়াত ঘ দফতর
উ: গ
৮. ফারসি শব্দের উদাহরণ কোনগুলো ?
ক নামায, রোযা খ হজ্ব, যাকাত
গ নামায, আলেম ঘ জান্নাত, দোয়াত
উ: ক
৯. নিচের কোনটি দেশি শব্দ ?
ক চন্দ্র খ ডাব
গ হরতাল ঘ চিনি
উ: খ
১০. বিদেশি অব্যয় শব্দ কোনটি ?
ক আবার খ হঠাৎ
গ আলবত ঘ বরং
উ: গ
১১. কোন কারণে বিদেশি শব্দগুলো বাংলা ভাষায় স্থান করে নিয়েছে ?
ক ধর্মীয় খ ঐতিহাসিক
গ ব্যবসায়িক ঘ রাজনৈতিক
উ: খ
১২. কোনটি তুর্কি শব্দ ?
ক রিক্সা খ চাহিদা
গ দারোগা ঘ খদ্দর
উ: গ
১৩. ‘ঈদ’ কোন ভাষার শব্দ ?
ক ফরাসি খ ইংরেজি
গ আরবি ঘ পর্তুগিজ
উ: গ
১৪. ‘বাকি’ কোন ভাষার শব্দ ?
ক ফরাসি খ আরবি
গ ফারসি ঘ হিন্দি
উ: খ
১৫. ‘জানোয়ার’ কোন ভাষার শব্দ ?
ক আরবি শব্দ খ উর্দু শব্দ
গ ফরাসি শব্দ ঘ ফারসি শব্দ
উ: ঘ
১৬. দারোগা = তুর্কি হলে, ‘ধোলিই’ কোন ভাষার শব্দ ?
ক হিন্দি খ তামিল
গ ওলন্দাস ঘ ফারসি
উ: ক
১৭. পাঞ্জাবি ভাষার শব্দ ?
ক কার্তুজ , রেস্তোরাঁ খ চাহিদা, শিখ
গ কুপন, ডিপো ঘ রিক্সা, হারিকিরি
উ: খ
১৮. গঠন বিবেচনায় শব্দ দুই ভাগে বিভক্ত, যথা-
ক প্রত্যয় ও বিভক্তি খ ধ্বনি ও বর্ণ
গ মৌলিক ও সাধিত ঘ তৎসম ও তদ্ভব
উ: গ
১৯. যে শব্দকে বিশ্লেষণ করলে কোনো অর্থপূর্ণ অংশ থাকে না তাকে বলে-
ক মৌলিক শব্দ খ সাধিত শব্দ
গ আবেগ, শব্দ ঘ যোজক শব্দ
উ: ক
২০. ‘পরিচালিক’ কোন শ্রেণির শব্দ ?
ক সাধিত খ মৌলিক
গ তদ্ভব ঘ তৎসম
উ: ক
২১. বাক্যে ব্যবহৃত বিভক্তি যুক্ত শব্দ ও ধাতুকে কী বলে ?
ক বিভক্তি খ শব্দ
গ প্রত্যয় ঘ পদ
উ: ঘ
২২. বাক্যে প্রয়োগের উপরে শব্দশ্রেণির বিভাজন কত রকম ?
ক ৮ খ ৫
গ ৩ ঘ ২
উ: ক
২৩. ‘লাল থেকে নীল ভালো ।’ - এই বাক্যে ‘লাল’ হলো-
ক বিশেষণ খ বিশেষ্য
গ ক্রিয়াবিশেষণ ঘ পদাণু
উ: খ
২৪. কোনটি পদের নাম নয় ?
ক আবেগ খ অনুসর্গ
গ যোজক ঘ পদাণু
উ: ঘ
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url