পরিচ্ছেদ ১২: সমাস প্রক্রিয়ায় শব্দ গঠন
SSC বাংলা ২য় পত্র Quiz সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ সমূহ
পরিচ্ছেদ -12➤ অধ্যায় কুইজ-12
১. অর্থসংগতি বিশিষ্ট একাধিক পদের এক পদে পরিণত হওয়ার নাম -
ক সমাস খ কারক
গ বাচ্য ঘ বচন
উ: ক
২. সমাসের মাধ্যমে গঠিত হয় -
ক নতুন শব্দ খ নতুন বাক্য
গ নতুন বর্ণ ঘ নতুন ধ্বনি
উ: ক
এসএসসি আইসিটি এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
- অধ্যায় ১: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ
- অধ্যায় ২: কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা
- অধ্যায় ৩: আমার শিক্ষায় ইন্টারনেট
- অধ্যায়:৪ আমার হাতের লেখালেখি ও হিসাব
- অধ্যায়:৫ মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স
- অধ্যায়:৬ ডেটাবেজ ও তার ব্যবহার
৩. ‘সময়সূচি’ শব্দের ব্যাসবাক্য হলো-
ক সময়ের সূচি খ সময় সংক্রান্ত সূচি
গ সময় বিষয়ক সূচি ঘ সময় দেখার সূচি
উ: খ
৪. সমাসবদ্ধ পদকে বলে-
ক সমস্তপদ খ সমস্যমান পদ
গ পূর্বপদ ঘ পরপদ
উ: ক
৫. সমাসের রীতি বাংলায় এসেছে কোন ভাষা থেকে ?
ক আরবি খ ফারসি
গ সংস্কৃত ঘ ইংরেজি
উ: গ
আর পড়ুন:এসএসসি ইংরেজী ২য় পত্র সংক্ষিপ্ত সাজেশন-২০২৪
৬. ‘পরীক্ষা নিয়ন্রক পরীক্ষার সময়সূচি স্কুল- কলেজে পাঠানোর নির্দেশ দিয়েছেন’-এই বাক্যে সময়সূচি কোন পদ ?
ক সমস্তপদ খ সমস্যমান পদ
গ পূর্বপদ ঘ পরপদ
উ: ক
৭. অর্থ প্রাধান্যের ভিওিতে বাংলা সমাস কত প্রকার ?
ক দুই খ তিন
গ চার ঘ পাঁচ
উ: গ
৮. যে সমাসে প্রতিটি সমস্যমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে বলা হয়-
ক দ্বন্দ্ব খ নিত্য সমাস
গ প্রাদি সমাস ঘ অলুক সমাস
উ: ক
আর পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২শর্টকাট টেকনিক সহ সমাধান(Part-14)
৯. দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রেসমজাতীয় বা অনুরূপ শব্দের কী ঘটে ?
ক সংযোগ খ সংকচোন
গ বিয়োজন ঘ সম্প্রসারণ
উ: ক
১০. নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ ?
ক নয়-ছয় খ খাসজমি
গ কনকচাঁপা ঘ ত্রিফলা
উ: ক
১১. সমস্যমান পদ কখনো কখনো দুইয়ের বেশি হতে পারে েএরকম দ্বন্দ্ব সমাস হলো-
ক মিলনার্থক দ্বন্দ্ব খ বিরোধার্থক দ্বন্দ্ব
গ অলুক দ্বন্দ্ব ঘ বহুপদী দ্বন্দ্ব
উ: ঘ
১২. কর্মধারয় সমাসের কোন পদ প্রধান ?
ক অন্যপদ খ উভয় পদ
গ পূর্বপদ ঘ পরপদ
উ: ঘ
১৩. ‘চিতসাঁতার’ সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য -
ক চিৎ যে সাঁতার খ চিত হয়ে যে সাঁতার
গ চিত যে সাঁতার ঘ চিত ও সাঁতার
উ: গ
১৪. ‘কনকচাঁপা’ শব্দটির সঠিক ব্যাসবাক্য-
ক কনক যে চাঁপা খ চাঁপা যে কনক
গ কনক ও চাঁপা ঘ চাঁপা ও কনক
উ: ক
১৫. কোনটি প্রাদি সমাসের উদাহরণ ?
ক অনুতাপ খ গ্রামান্তর
গ নাহক ঘ দ্বীপ
উ: ক
১৬: ‘শান্তশিষ্ট’ শব্দটির সঠিক ব্যাসবাক্য-
ক যা শান্ত তা শিষ্ট খ যে শান্ত সে শিষ্ট
গ শান্ত ও শিষ্ট ঘ আগে শান্ত পরে শিষ্ট
উ: খ
১৭. মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি ?
ক দোয়াত কলম খ সাহেব বিবি
গ সাহিত্যসভা ঘ মনগড়া
উ: গ
১৮. নিচের কোনটির ব্যাসবাক্যে ‘যে’ যোজক রয়েছে ?
ক বেগুনভাজা খ ত্রিফলা
গ ঘরজামাই ঘ হাতঘড়ি
উ: ঘ
১৯. উপমেয় পদের সাথে উপমানের সমাস হসে তাকে কোন কর্মধারয় বলে ?
ক উপমিত খ উপমান
গ রূপক ঘ মধ্যপদলোপী
উ: ক
অন্যান্য বিষয় সমূহ:
২০. ‘নীল যে পদ্দ = নীলপদ্দ’ হলো-
ক দ্বিগু সমাস খ প্রাদি সমাস
গ বহুব্রীহি সমাস ঘ কর্মধারয় সমাস
উ: ঘ
২১. মহাকীর্তি- এর সঠিক ব্যাসবাক্য কোনটি ?
ক মহান কীর্তি যার খ মহা যে কীর্তি
গ মহতী যে কীর্তি ঘ মহান যে কীর্তি
উ: গ
২২.‘সিংহাসন’ সমস্তপদটি কোন কর্মধারয় সমাসের উদাহরণ ?
ক রূপক খ মধ্যপদলোপী
গ উপমিত ঘ উপমান
উ: খ
২৩. উপমান কর্মধারায় সমাস কোনটি ?
ক চন্দ্রমূখ খ ক্রোধানল
গ অরুণরাঙা ঘ স্মৃতিসৌধ
উ: গ
২৪. ‘মুখচন্দ্র’ - এর ব্যাসবাক্য-
ক মুখ চন্দ্রের ন্যায় খ চন্দ্র মুখের ন্যায়
গ চন্দ্রের ন্যায় মুখ ঘ মুখের ন্যায় চন্দ্র
উ: ক
২৫. নিচের কোনটি রূপক কর্মধারয় সমাসের উদাহরণ ?
ক মনমরা খ মনগড়া
গ মনমাঝি ঘ পরাণপ্রিয়
উ:গ
২৬. নিচের কোনটিতে উপমেয় পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা করা হয়েছে ?
ক কাজলকালো খ মনমাঝি
গ তুষারশুভ্র ঘ চৌরাস্তা
উ: খ
২৭. কোন কর্মধারায় সমাসে পূর্বপদ ও পরপদ বিশেষ্য হয় ?
ক রূপক খ উপমিত
গ উপমান ঘ মধ্যপদলোপী
উ: খ
২৮. পূর্বপদে বিভক্ত লোপ পেয়ে কোন সমাস হয় ?
ক অব্যয়ীভাব খ তৎপুরুষ
গ কর্মধারায় ঘ দ্বিগু
উ: খ
২৯. ‘রাজপুত্র’ কোন তৎপুরুষ সমাস?
ক দ্বিতীয় খ তৃতীয়
গ পঞ্চমী ঘ ষষ্ঠী
উ: ঘ
৩০. ‘অকালমৃত্যু’ শব্দটি কোন সমাসের উদাহরণ ?
ক তৎপুরুষ খ দ্বন্দ্ব
গ বহুব্রীহি ঘ কর্মধারয়
উ: ক
৩১. সন্নিহিত অনুসর্গ লোপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ নিচের কোনটি ?
ক মধুমাখা খ ধানখেত
গ গাছপাকা ঘ গরুরগাড়ী
উ: ক
৩২. নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ ?
ক গ্রামছাড়া খ গাছপাকা
গ ধানক্ষেত ঘ গরুরগাড়ী
উ: ঘ
৩৩. যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনটির অর্থ না বুঝিয়ে অন্য কিছূ বুঝায়ম তাকে বলে -
ক তৎপুরুষ সমাস খ বহুব্রীহি সমাস
গ কর্মধারয় সমাস ঘ দ্বন্দ্ব সমাস
উ: খ
৩৪. দ্বন্দ্ব সমাসের বিপরীত অর্থপ্রাধান্য সমাস হলো-
ক কর্মধারয় সমাস খ বহুব্রীহি সমাস
গ দ্বিগু সমাস ঘ তৎপুরুষ সমাস
উ: খ
৩৫. ‘লালপেড়ে’ সমস্তপদটির ব্যাসবাক্য-
ক লাল পাড় য়ার খ লালপেড়ে যে শাড়ি
গ লাল পাড় যে শাড়ির ঘ লাল পাড় শাড়ি
উ: গ
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url