পরিচ্ছেদ ২২: ক্রিয়াবিশেষণ
SSC বাংলা ২য় পত্র Quiz সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ সমূহ
পরিচ্ছেদ -২২➤ অধ্যায় কুইজ-২২
১. ক্রিয়াকে বিশেষিত করে যে শব্দ তাকে বলে-
ক বিশেষ্য খ বিশেষণ
গ ক্রিয়াবিশেষণ ঘ বিশেষ্যের বিশেষণ
উ: গ
২. মেয়েটি গুনগুনিয়ে গান করছে । এই বাক্যে ‘গুনগুনিয়ে’-
ক বিশেষণ খ বিশেষ্য
গ অব্যয়ের বিশেষণ ঘ ক্রিয়াবিশেষণ
উ: ঘ
৩. কোনটি কালবাচক ক্রিয়াবিশেষণ ?
ক তিনি এখানে এসেছিলেন ।
খ ছেলেটি দ্রুত দৌড়ায় ।
গ গতকাল তিনি ঘুরে গিয়েছেন ।
ঘ একটু ঘুরে আসুন না !
উ: গ
৪. নিচের কোন বাক্যে নেতিবাচক ক্রিয়াবিশেষণ বিদ্যমান ?
ক তিনি বেড়াতে যাননি ।
খ যথাসময়ে সে হাজির হয় ।
গ টিপটিপ বৃষ্টি পড়ছে ।
ঘ মিছিলটি সামনে এগিয়ে যায় ।
উ: ক
৫. ‘মিছিলটি সামনে এগিয়ে যায়’- বাক্যটিতে কোন ধরনের ক্রিয়াবিশেষণ ব্যবহৃত হয়েছে ?
ক ধরণবাচক খ কালবাচক
গ স্থানবাচক ঘ পদাণু
উ: গ
৬. বাক্যে পদাণু ক্রিয়াবিশেষণ হিসেবে ভূমিকা পালণ করে-
ক কি, যে, বা খ ই, ঈ, নি
গ অ, ই, এ ঘ আ, উ, ও
উ: ক
৭. “আমি কি যাব?” এই বাক্যে কোন ক্রিয়াবিশেষণ রয়েছে ?
ক ধরনবাচক খ স্থানবাচক
গ পদাণু ঘ কালবাচক
উ: গ
৮. ‘কি’, ‘যে’, ‘বা’, ‘তো’, প্রভৃতি কোন ধরনের ক্রিয়াবিশেষণ ?
ক পদাণু খ কালবাচক
গ স্থানবাচক ঘ ধরনবাচক
উ: ক
৯. ‘ধীরে ধীরে বায়ু বয়’- বাক্যটিতে যে বিশেষণ ব্যবহৃত হয়েছে তা-
ক নাম বিশেষণ খ ক্রিয়াবিশেষণ
গ বিশেষণের বিশেষণ ঘ বাক্যের বিশেষণ
উ: খ
১০. গঠন বিবেচনায় ক্রিয়াবিশেষণের প্রকারভেদ হলো-
ক ধরনবাচক পদাণু খ স্থানবাচক ও কালবাচক
গ একপদী ও বহুপদী ঘ নেতিবাচক ও পদাণু
উ: গ
১১. নিচের কোনটি একপদী ক্রিয়াবিশেষণের উদাহরণ ?
ক জোরে খ ভয়ে ভয়ে
গ মরতে মরতে ঘ যায় যায়
উ: ক
১২. ‘জোরে’ শব্দটি যে ক্রিয়াবিশেষণের উদাহরণ-
ক বহুপদী খ ধরনবাচক
গ কালবাচক ঘ একপদী
উ: ঘ
১৩. নিচের কোন শব্দটি একপদী ক্রিয়াবিশেষণের উদাহরণ ?
ক জয় খ পরাজয়
গ ভালোভাবে ঘ ভয়ে ভয়ে
উ: গ
১৪. ‘চিকচিক করে বালি কোথা নাই কাদা’- এখানে দ্বিরুক্ত শব্দটি কোন পদরূপে ব্যবহৃত হয়েছে ?
ক বিশেষ্য খ ক্রিয়াবিশেষণ
গ ক্রিয়া ঘ বিশেষণ
উ: খ
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url