পরিচ্ছেদ ২১: ক্রিয়া
SSC বাংলা ২য় পত্র Quiz সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ সমূহ
পরিচ্ছেদ -২১➤ অধ্যায় কুইজ-২১
১. বাক্যের উদ্দেশ্য বা কর্তা কী করে বা কর্তার কী ঘটে বা হয় তা কোন পদের দ্বারা নির্দেশিত হয় ?
ক বিশেষ্য খ বিশেষণ
গ ক্রিয়া ঘ যোজক
উ: গ
২. বৃষ্টি হতে পারে ।- এই বাক্যে ‘হতে পারে’ কোন পদের উদাহরণ ?
ক বিশেষ্য খ সর্বনাম
গ ক্রিয়া ঘ অব্যয়
উ: গ
৩. ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে বিভক্ত যুক্ত হয়ে গঠিত হয়-
ক বিশেষ্য খ ক্রিয়া
গ সর্বনাম ঘ বিশেষণ
উ: খ
৪. আজিজ পড়বে । এই বাক্যে ‘পড়বে’ উদাহরণটি-
ক ক্রিয়ার খ বিশেষ্যের
গ সর্বনামের ঘ অব্যয়ের
উ: ক
৫. ক্রিয়ার রূপ পরিবর্তিত হয়-
ক পুরুষ ভেদে খ কাল ভেদে
গ বচন ভেদে ঘ ক ও খ উভয়ই
উ: ঘ
৬. ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়া কয় প্রকার ?
ক ৫ খ ৪
গ ৩ ঘ ২
উ: ঘ
৭. কোনটি অসমাপিক ক্রিয়ার ধরন ?
ক শর্ত খ ভূত
গ ভাবী ঘ সবগুলোই
উ: ঘ
৮. বাক্যের মধ্যে কর্মের উপস্থিতির ভিওিতে ক্রিয়া-
ক ৩ প্রকার খ ৪ প্রকার
গ ৫ প্রকার ঘ ৬ প্রকার
উ: ক
৯. অন্যকে দিয়ে করা বোঝালে কোন ক্রিয়া হয় ?
ক সরল ক্রিয়া খ প্রযোজক ক্রিয়া
খ নাম ক্রিয়া ঘ যৌগিক ক্রিয়া
উ: খ
১০. কোনটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত ?
ক সাপুড়ে সাপ খেলায় খ এখন যেতে পার
গ ছেলেটা কথা শোনে ঘ বেশ এক ঘুম ঘুমিয়েছি
উ: ক
১১. কোন বাক্যটি প্রয়োজক ক্রিয়া দ্বারা গঠিত ?
ক চুপ করে থাক খ রূপকতার গল্প শোনে
গ আমাকে বইটা দাও ঘ শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন
উ: ঘ
১২. মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন- এটি কোন ক্রিয়ার উদাহরণ ?
ক মুখ্য ক্রিয়ার খ যৌগিক ক্রিয়ার
গ প্রযোজক ক্রিয়ার ঘ দ্বির্কম ক্রিয়ার
উ: গ
১৩. সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যে ক্রিয়া গঠন করে তাকে কী বলে ?
ক সংযোগ ক্রিয়া খ নাম ক্রিয়া
গ সরল ক্রিয়া ঘ যৌগিক ক্রিয়া
উ: ঘ
১৪. বিশেষ্য, বিশেষণ বা ধন্যাত্মক শব্দের শেষে ’মারা’ ক্রিয়া যোগে গঠিত সংযোগ ক্রিয়া নিচের কোনটি ?
ক সাঁতার কাটা খ ম্যাও ধরা
গ পকেট মারা ঘ পকেট কাটা
উ: গ
১৫. ‘ঝম্ ঝম্ করে বৃষ্টি পড়ছে’- এটি কোন ক্রিয়ার উদাহরণ ?
ক যৌগিক ক্রিয়া খ মিশ্র ক্রিয়া
গ প্রযোজক ক্রিয়া ঘ অকর্মক ক্রিয়া
উ: খ
১৬. ‘নিরন্তরতা’ অর্থে যৌগিক ক্রিয়ার ব্যবহার হয়েছে কোনটিতে ?
ক সাইরেন বেজে উঠল । খ তিনি বলতে লাগলেন ।
গ ঘটনাটা শুনে রাখ। ঘ ছেলেমেয়েরা শুয়ে পড়ল ।
উ: খ
১৭. সংবাদটি শোনামাত্র সে কেঁদে ফেলল ।- এখানে ‘কেঁদে ফেলল’ ক্রিয়ার রূপ-
ক মিশ্র ক্রিয়া খ প্রযোজক ক্রিয়া
গ সমধাতুজ ক্রিয়া ঘ যৌগিক ক্রিয়া
উ: ঘ
১৮. ধন্যাত্মক নামক্রিয়ার উদাহরণ আছে কোন বাক্যে ?
ক চিঠিটা ওকে দিয়ে লেখাতে হবে
খ পাখিটা ছটফটাচ্ছে
গ ঘণ্টা বেজে উঠল
ঘ মা শিশুকে চাঁত দেখাচ্ছেন
উ: খ
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url