এস এস সি বাংলা ২য় পত্র পরিচ্ছেদ ৫- ধ্বনি ও বর্ণ


SSC  বাংলা ২য় পত্র  Quiz সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ সমূহ

 পরিচ্ছেদ -৫➤   অধ্যায় কুইজ-3

১। ভাষার মূল উপাদান কী ?

(ক) অক্ষর   (খ) ধ্বনি   (গ) বর্ণ   (ঘ) শব্দ 

উত্তর: খ

২। ভাষার ক্ষুদ্রতম একককে বলে -

(ক) ধ্বনি   (খ) বর্ণ   (গ) শব্দ   (ঘ) বাক্য  

উত্তর:ক

৩। কোনো ভাষার বাক্প্রবাহকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে আমরা কতকগুলো কী পাই ?

(ক) বর্ণ   (খ) ধ্বনি   (গ) মৌলিক ধ্বনি   (ঘ) মৌলিক বর্ণ  

উত্তর:গ

৪। বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কতটি ?

(ক) ৩২   (খ) ৩৫   (গ) ৩৭   (ঘ) ৩৯  

উত্তর:গ

৫। বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি ?

(ক) ৬   (খ) ৭   (গ) ১০   (ঘ) ১১ 

উত্তর: খ

৬। ধ্বনির প্রতিককে বলা হয় -

(ক) শব্দ   (খ) বাক্য   (গ) বর্ণ   (ঘ) ভাষা  

উত্তর: গ

৭। ভাষার সবগুলো বর্ণকে একত্রে কী বলে ?

(ক) বর্ণসমষ্টি   (খ) বর্ণমালা   (গ) ব্যাঞ্জনধ্বনি   (ঘ) স্বরধ্বনি  

উত্তর: খ

৮। বাংলা ভাষায় অসংযুক্ত বর্ণের সংখ্যা -

(ক) ১১ টি   (খ) ২৫ টি   (গ) ৪০ টি   (ঘ) ৫০ টি  

উত্তর: ঘ

৯। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি ?

(ক) বিশ   (খ) বাইশ   (গ) পঁচিশ   (ঘ) ছাব্বিশ 

উত্তর: গ

১০। মাত্রাহীন , অর্ধমাত্রা এবং পূর্ণমাত্রা বর্ণের সংখ্যা যথাক্রমে -

(ক) ৮,১০,৩২   (খ) ৮,১২,৩০   (গ) ১০,৮,৩২   (ঘ) ১২,৮,৩০

উত্তর: ক

১১। বাংলা ব্যঞ্জনবর্ণের ফলা কয়টি ?

(ক) পাঁচ   (খ) ছয়   (গ) সাত   (ঘ) আট  

উত্তর:খ

১২। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ?

(ক) কারবর্ণ   (খ) অনুবর্ণ   (গ) ফলা   (ঘ) রেফ  

উত্তর:ক

১৩। ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপের নাম কি ?

(ক) কারবর্ণ   (খ) অনুবর্ণ   (গ) ফলা   (ঘ) রেফ  

উত্তর: খ

১৪। সঠিক সংযুক্ত বর্ণ বিশ্লেষণ হলো -

(ক) জ্ঞ= জ্ + ঞ   (খ) জ্ঞ= ঞ্ + জ   (গ) জ্ঞ=ঞ্+চ   (ঘ) জ্ঞ=ঙ্+গ 

উত্তর: ক

১৫। ‘ভ্রূ’ এ যুক্তবর্ণটি গঠিত হয়েছে -

(ক) ভ্+র  (খ) ভ্+উ   (গ) ভ্+র্+উ   (ঘ) ভ্+উ+র

উত্তর: গ 

১৬। যুক্ত বর্ণ কয় রকম হয় ?

(ক) দুই  (খ) তিন   (গ) চার   (ঘ) পাঁচ 

উত্তর: ক

১৭। ‘দ্ম’ এটি কোন ধরনের যুক্তবর্ণ ?

(ক) অস্বচ্ছ   (খ) স্বচ্ছ   (গ) বর্ণ সংক্ষেপ   (ঘ) যুগ্মবর্ণ  

উত্তর: খ

১৮। একাধিক বর্ণ যুক্ত হয়ে তৈরি হয়-

(ক) যুক্তক্ষর   (খ) অযুক্তবর্ণ    (গ) যুক্তবর্ণ    (ঘ) যুগ্মবর্ণ  

উত্তর: গ

১৯। ‘র’ এর একটি অনুবর্ণ হলো -

(ক) র-ফলা   (খ) য-ফলা   (গ) রেফ   (ঘ) ম-ফলা  

উত্তর: গ

২০। বর্ণসংক্ষেপ , অথচ বাংলা বর্ণমালায় স্বতন্ত্র বর্ণ হিসেবে চিহ্নিত সেটি কী ?

(ক) ৎ   (খ) ং   (গ) ঃ   (ঘ) ঁ 

উত্তর: ক 

এই প্রশ্নগুলোর ব্যাখ্যাসহ  ভিডিও ক্লাস পেতে চাপ দিন- এস এস সি বাংলা ২য় পত্র ধ্বনি ও বর্ণ 







এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url