এস এস সি বাংলা ২য় পত্র পরিচ্ছেদ ৪ বাগযন্ত্র
SSC বাংলাদেশওবিশ্বপরিচয় Quiz সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ সমূহ
পরিচ্ছেদ -৪➤ অধ্যায় কুইজ-2
১। কোনটি বাগযন্ত্র ?
(ক) পাকস্থলি (খ) ফুসফুস (গ) পিত্তকোষ (ঘ) যকৃৎ
উত্তর: খ
২। ধ্বনি কিসের দ্বারা সৃষ্টি হয় ?
(ক) ফুসফুস (খ) জিহ্বা (গ) বাগযন্ত্র (ঘ) কন্ঠনালি
উত্তর: গ
৩। মূলত কিসের মাধ্যমে ধ্বনি উৎপন্ন হয় ?
(ক) শ্বাস ত্যাগের মাধ্যমে (খ) শ্বাস গ্রহণের মাধ্যমে
(গ) ফুসফুসের মাধ্যমে (ঘ) আলজিভের মাধ্যমে
উত্তর: ক
৪। ফুসফুস থেকে তৈরি বাতাস কিসের মাধ্যমে বের হয় ?
(ক) নাসারন্ধ্র (খ) মুখবিবর (গ তালু (ঘ) ক ও খ উভয়ই
উত্তর: ঘ
৫। স্বরযন্ত্রের অবস্থান-
(ক) শ্বাসনালির নিচের অংশে
(খ) শ্বাসনালির উপরের অংশ
(গ) শ্বাসনালির মধ্যাংশে
(ঘ) শ্বাসনালিতে
উত্তর: খ
৬। মুখগহ্বরের কোন অংশে জিভের অবস্থান ?
(ক) উপরের (খ) মাঝখানে (গ) নিচের (ঘ) সামনে
উত্তর: গ
৭। বাগযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রতাঙ্গ-
(ক) দাঁত (খ) মুখগহ্বর (গ) জিভ (ঘ) শ্বাসনালি
উত্তর: গ
৮। মুখ-গহ্বরের কোন অংশে তালুর অবস্থান ?
(ক) সামনে (খ) পিছনে (গ) উপরে (ঘ) নিচে
উত্তর: গ
৯। নাসিক্য ধ্বনি তৈরি হয় কীভাবে ?
(ক) আলজিভ নিচে নেমে এলে
(খ) জিভ তালুতে স্পর্শ করলে
(গ) ঠোঁটের ফাকা কম-বেশি হলে
(ঘ) জিভ মূর্ধায় স্পর্শ করলে
উত্তর: ক
১০। ওষ্ঠের মধ্যকার ফাঁকের কম-বেশির ভিত্তিতে স্বরধ্বনিকে কয়টি ভাগে ভাগ করা হয় ?
(ক) ২ (খ) ৩ (গ) ৪ (ঘ) ৫
উত্তর: ক
১১। ব্যন্জনধ্বনি উচ্চারণ করতে বাগযন্ত্রের কোন অংশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ?
(ক) জিহ্বা (খ) দাঁত (গ) ওষ্ঠ (ঘ) তালু
উত্তর: গ
১২। মুখ গহ্বরের পাশাপাশি কী দিয়ে বাতাস বের হয়েও ধ্বনি উৎপন্ন করে ?
(ক) দন্ত (খ) সাসিকা বা নাক (গ) মুর্ধা (ঘ) তালু
উত্তর: খ
(ক) পাকস্থলি (খ) ফুসফুস (গ) পিত্তকোষ (ঘ) যকৃৎ
উত্তর: খ
২। ধ্বনি কিসের দ্বারা সৃষ্টি হয় ?
(ক) ফুসফুস (খ) জিহ্বা (গ) বাগযন্ত্র (ঘ) কন্ঠনালি
উত্তর: গ
৩। মূলত কিসের মাধ্যমে ধ্বনি উৎপন্ন হয় ?
(ক) শ্বাস ত্যাগের মাধ্যমে (খ) শ্বাস গ্রহণের মাধ্যমে
(গ) ফুসফুসের মাধ্যমে (ঘ) আলজিভের মাধ্যমে
উত্তর: ক
৪। ফুসফুস থেকে তৈরি বাতাস কিসের মাধ্যমে বের হয় ?
(ক) নাসারন্ধ্র (খ) মুখবিবর (গ তালু (ঘ) ক ও খ উভয়ই
উত্তর: ঘ
৫। স্বরযন্ত্রের অবস্থান-
(ক) শ্বাসনালির নিচের অংশে
(খ) শ্বাসনালির উপরের অংশ
(গ) শ্বাসনালির মধ্যাংশে
(ঘ) শ্বাসনালিতে
উত্তর: খ
৬। মুখগহ্বরের কোন অংশে জিভের অবস্থান ?
(ক) উপরের (খ) মাঝখানে (গ) নিচের (ঘ) সামনে
উত্তর: গ
৭। বাগযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রতাঙ্গ-
(ক) দাঁত (খ) মুখগহ্বর (গ) জিভ (ঘ) শ্বাসনালি
উত্তর: গ
৮। মুখ-গহ্বরের কোন অংশে তালুর অবস্থান ?
(ক) সামনে (খ) পিছনে (গ) উপরে (ঘ) নিচে
উত্তর: গ
৯। নাসিক্য ধ্বনি তৈরি হয় কীভাবে ?
(ক) আলজিভ নিচে নেমে এলে
(খ) জিভ তালুতে স্পর্শ করলে
(গ) ঠোঁটের ফাকা কম-বেশি হলে
(ঘ) জিভ মূর্ধায় স্পর্শ করলে
উত্তর: ক
১০। ওষ্ঠের মধ্যকার ফাঁকের কম-বেশির ভিত্তিতে স্বরধ্বনিকে কয়টি ভাগে ভাগ করা হয় ?
(ক) ২ (খ) ৩ (গ) ৪ (ঘ) ৫
উত্তর: ক
১১। ব্যন্জনধ্বনি উচ্চারণ করতে বাগযন্ত্রের কোন অংশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ?
(ক) জিহ্বা (খ) দাঁত (গ) ওষ্ঠ (ঘ) তালু
উত্তর: গ
১২। মুখ গহ্বরের পাশাপাশি কী দিয়ে বাতাস বের হয়েও ধ্বনি উৎপন্ন করে ?
(ক) দন্ত (খ) সাসিকা বা নাক (গ) মুর্ধা (ঘ) তালু
উত্তর: খ
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url