এসএস সি উচ্চতর গণিত ১১তম অধ্যায়: স্থানাঙ্ক জ্যামিতি


SSC Higher math Quiz সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ সমূহ

  ১১তম অধ্যায় ➤  ১১ তম অধ্যায় কুইজ-11

১। P(3,4)বিন্দু থেকে x-অক্ষের দূরত্ব একক ?

[য.বো.২২]

(ক) 3 একক   (খ) 4 একক   (গ) 5 একক   (ঘ) 7 একক 

উত্তর: খ

২। x অক্ষ এবং (-5,-7) বিন্দু থেকে (4,K) বিন্দুটির দূরত্ব সমান হলে , K=কত ?

(ক) 65/7   (খ) -65/7   (গ) 7/65   (ঘ) -7/65 

উত্তর: খ

৩। একটি সরলরেখার সমীকরণ নির্ণয় , যার ঢাল 3 এবং y ছেদক 5.

[ম.বো.২২]

(ক) y=3x+5   (খ) y=5x-3   (গ) y=3x-5   (ঘ) y=5x+3 

উত্তর: ক

৪। 3x+4y=12 এবং x+4y=5 রেখাদ্বয়ের ঢালদ্বয়ের গুনফল কত ?

[য.বো.২০]

(ক) 3/16   (খ) 1/3   (গ) 3   (ঘ) 16/3 

উত্তর: ক

৫। ঢাল ঋণাত্মক হলে রেখা দ্বারা x অক্ষের সাথে রেখাটি কত কোণ উৎপন্ন করে ?

[রা.বো.২১]

(ক) সূক্ষকোণ   (খ) স্থূলকোণ   (গ) সমকোণ   (ঘ) পুরক কোণ 

উত্তর: খ

৬। (1,3) ও (-1,4) বিন্দুর সংযোগকারী সরলরেখার ঢাল কত ?

[ম.বো.২২]

(ক) -1/2   (খ) -1   (গ) 1/2   (ঘ) 1 

উত্তর: ক

৭। ∆ABC এর শীর্ষত্রয় A(-2,1), B(3,t) এবং C(-1,5) ঘড়ির কাঁটার বিপরীতে আবর্তিত । ত্রিভুজটির ক্ষেত্রফল 10 বর্গ একক হলে, t এর মান কত ?

[ব.বো.২২]

(ক) 10   (খ) 5   (গ) 3   (ঘ) 1 

উত্তর: ঘ

৮। একটি সরলরেখার ঢাল 1/√3 হলে, x অক্ষের সাথে রেখাটির কত কোণ উৎপন্ন করে ?

[য.বো.২১]

(ক) 90૦   (খ) 60૦   (গ) 45૦   (ঘ) 30૦ 

উত্তর: ঘ

৯। ((2,-3), (3,0), (0,1) এবং (-1,-2) বিন্দুগুলোর কার শীর্ষবিন্দু ?

(ক) বর্গ   (খ) আয়তক্ষেত্র   (গ) সামান্তরিক   (ঘ) রম্বস 

উত্তর: ক

১০। x -অক্ষের সমীকরণ কোনটি ?

[য.বো.২১]

(ক) x=0   (খ) y=0   (গ) x+y=0   (ঘ) x=y 

উত্তর: খ

১১। y=2 এবং x=2y-1 সরলরেখা দুটির ছেদ বিন্দুর স্থানাঙ্ক কোনটি ?

[ব.বো.২১]

(ক) (1,2)   (খ) (4,2)   (গ) (5,2)   (ঘ) (3,2) 

উত্তর: ঘ

১২। (-3,0) এবং (0.-3) বিন্দুর সংযোগকারী সরলরেখার সমীকরণ কোনটি ?

[ম.বো.২২]

(ক) x+y=3   (খ) x+y+3=0   (গ) x-y=3   (ঘ) x-y+3=0 

উত্তর: খ

১৩।নিচের কোনটি মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ ?

[দি.বো.২২]

(ক) 5x-7y=0   (খ) 7x+5y-3=0   (গ) x+3=0   (ঘ) y-5=0 

উত্তর: ক

১৪। 5x+3y-15=0 সরলরেখাটি x অক্ষের কোন বিন্দুতে ছেদ করে ?

[ঢা.বো.২১]

(ক) (5,0)   (খ) (3,0)   (গ) (0,3)   (ঘ) (0,5) 

উত্তর: খ

১৫। 2x-y=-7 এবং 3x+ky=5 রেখাদ্বয় পরস্পর লম্ব হলে, k এর মান কত ?

[য.বো.২২]

(ক) 1/4   (খ) 1/6   (গ) 6   (ঘ) 12 

উত্তর: গ 

১৬। y+x=0 সরলরেখাটি x-অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে ?

[য.বো.২১]

(ক) 90૦   (খ) 60૦   (গ) 135૦   (ঘ) 45૦  

উত্তর: ক

১৭। x=0, y=0 এবং y=2x+4 সরলরেখা দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ একক ?

(ক) 2   (খ) 4   (গ) 8   (ঘ) -18 

উত্তর: খ

১৯। x+y+2=0 সরল রেখাটির-

[কু.বো.২২]

i. ঢাল -1

ii. অক্ষের ছেদক -2 একক

iii. উপরস্থ একটি বিন্দু (1,-1)

নিচের কোনটি সঠিক ?

(ক)  i ও ii  (খ)  i ও iii  (গ) ii ও iii  (ঘ) i , ii ও iii

উত্তর: ক

২০। (2,-2) বিন্দুটি নিচের কোন রেখাটির উপর অবস্থিত ?

[কু.বো.২২]

(ক) x-2y-6=0   (খ) x+2y-6=0   (গ) x-2y+6=0   (ঘ) x+2y+6=0 

উত্তর: ক

২১। অক্ষদ্বয় দ্বারা (-2,0) ও (0,2) বিন্দুগামী রেখার খন্ডিত অংশের দৈর্ঘ্য কত ?

[য.বো.২১]

(ক) 0   (খ) 2√2   (গ) 4√2   (ঘ) 4 

উত্তর: খ

২২। n এর মান কত হলে, (n^2,2), (n,1) ও (0,0) বিন্দুদ্বয় সমরেখা হবে ?

[সি.বো.২১]

(ক) 2,2   (খ) 0,-1   (গ) 0,2   (ঘ) 0,-2 

উত্তর: গ 

২৩। (12,8), (-2,6), ও (6,0) বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজটি কোন ধরনের ?

(ক) সমবাহু   (খ) সমদ্বিবাহু   (গ) সমকোণী   (ঘ) সমকোণী সমদ্বিবাহু 

উত্তর: ঘ

২৪। 4y-14x=0 সরলরেখা-

i. যা মূল বিন্দুগামী 

ii. ঢাল 7/2

iii. Y-অক্ষের ছেদাংশ 0

নিচের কোনটি সঠিক ?

(ক)  i ও ii  (খ)  i ও iii  (গ) ii ও iii  (ঘ) i , ii ও iii

উত্তর: ঘ

২৫। x-3y-12=0 একটি সরলরেখার সমীকরণ । রেখাটির y অক্ষের ছেদাংশ কত ?

[রা.বো.২২]

(ক) 4   (খ) 1/3   (গ) -3   (ঘ) -4 

উত্তর: ঘ

এই প্রশ্নগুলোর ব্যাখ্যাসহ  ভিডিও ক্লাস পেতে চাপ দিন-স্থানাঙ্ক জ্যামিতি



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url