পরিচ্ছেদ ২৩: অনুসর্গ
SSC বাংলা ২য় পত্র Quiz সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ সমূহ
পরিচ্ছেদ -23➤ অধ্যায় কুইজ-23
১. যেসব শব্দ কোনো শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে সেগুলোকে বলে-
ক অনুসর্গ খ উপসর্গ
গ বিভক্তি ঘ প্রত্যয়
উ: ক
২. অনুসর্গকে কত ভাগে ভাগ করা যায় ?
ক দুই খ তিন
গ চার ঘ পাঁচ
উ: ক
৩. ‘অপেক্ষার প্রহর কাটে না সহজে ।’ এই বাক্যে অনুসর্গ হচ্ছে-
ক প্রহর খ সহজে
গ অপেক্ষা ঘ কাটে না
উ: গ
৪. সাধারণ অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোনটিতে?
ক মাথার উপরে নীল আকাশ ।
খ ভালো করে খেয়ে নাও ।
গ মন দিয়ে লেখাপড়া করো ।
ঘ বহুদিন ধরে অপেক্ষা করে আছি ।
উ: ক
৫. অনুসর্গ কোনগুলো ?
ক অবধি, হেতু খ সই, বাজ
গ আন, আনি ঘ আম, খাস
উ: ক
৬. ‘কারণ ছাড়া কার্য হয় না ।’- এ বাক্যে অনুসর্গ হচ্ছে-
ক ছাড়া খ কার্য
গ হয় ঘ কারণ
উ: ক
৭. নিচের কোনটিতে ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে ?
ক এমন কাজ তোমার দ্বারা হবে না ।
খ কার কাছে গেলে জানা যাবে ?
গ সবার সামনে থাকবে ।
ঘ তুমি আসবে বলে দাঁড়িয়ে আছি ।
উ: ঘ
৮. এদেশের মধ্যে একদিন সব ছিল ।- এ বাক্যে অনুসর্গ হলো-
ক সব খ মধ্যে
গ ছিল ঘ একদিন
উ: খ
৯. নিচের কোনটি অনুসর্গ উদাহরণ ?
ক সম্মুখে খ সমরে
গ পড়ি ঘ বীর
উ: ক
১০. কোনটি অনুসর্গের উদাহরণ ?
ক আপন, তুমি খ বলে, কয়ে
গ অভিমুখে, কাছে ঘ জোরে, আস্তে
উ: গ
১১. যেসব শব্দের পরে অনুসর্গ বসে, সেসব শব্দের সঙ্গে কী কী বিভক্তি যুক্ত হয় ?
ক কে, র খ হইতে, থেকে
গ দ্বারা, দিয়ে ঘ রা, এরা
উ: ক
১২. ‘আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা ।’- এ বাক্যে ‘বনাম’ কোন অনুসর্গ-
ক ক্রিয়াজাত খ সাধারণ
গ বিভক্তিজাত ঘ অব্যয়জাত
উ: খ
১৩. যেসব অনুসর্গ ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে সেগুলোকে বলে-
ক সাধারণ অনুসর্গ খ ক্রিয়াজাত অনুসর্গ
গ অব্যয়জাত অনুসর্গ ঘ বিভক্তিজাত অনুসর্গ
উ: খ
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url