পরিচ্ছেদ ২০: বিশেষণ
SSC বাংলা ২য় পত্র Quiz সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ সমূহ
পরিচ্ছেদ -২০➤ অধ্যায় কুইজ-২০
১.বিশেষণ কার দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করে ?
ক বিশেষ্য ও বিশেষণ ক বিশেষ্য ও সর্বনাম
গ বিশেষণ ও ক্রিয়াবিশেষণ ঘ বিশেষণ ও অনুসর্গ
উ: খ
২.যে শব্দ দিয়ে বিশেষ্য ও সর্বনামের দোষ, গুণ, সংখ্যা ইত্যাদি বোঝায় তাকে বলে-
ক অব্যয় খ বিশেষণ
গ ক্রিয়াবিশেষণ ঘ বিশেষ্যের বিশেষণ
উ: খ
এসএসসি আইসিটি এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
- অধ্যায় ১: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ
- অধ্যায় ২: কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা
- অধ্যায় ৩: আমার শিক্ষায় ইন্টারনেট
- অধ্যায়:৪ আমার হাতের লেখালেখি ও হিসাব
- অধ্যায়:৫ মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স
- অধ্যায়:৬ ডেটাবেজ ও তার ব্যবহার
৩. ‘সুন্দর ফুল’- বাক্যটিতে ‘সুন্দর’ কোন পদ ?
ক বিশেষণ খ বিশেষ্য
গ সর্বনাম ঘ অব্যয়
৪. ‘পঞ্চাশ টাকা’- বাক্যটিতে পঞ্চাশ হলো-
ক বিশেষ্য খ বিশেষণ
গ সর্বনাম ঘ অব্যয়
উ: খ
৫. ‘তাজা মাছ’-
ক বিশেষ্য খ বিশেষণ
গ অব্যয় ঘ ক্রিয়া
উ: খ
৬. কী অনুযায়ী বিশেষণকে আলাদা করা যায় ?
ক কোন শ্রেণির শব্দের আশ্রয়ে নির্মিত
খ কোন শ্রেণির শব্দকে বিশেষিত করে
গ কোন শ্রেণির শব্দের প্রভাবে তৈরি
ঘ কোন শ্রেণির বাক্যকে বিশেষিত করে
উ: খ
৭. ‘সবুজ মাঠের পরে আমাদের গ্রাম’- বাক্যটিতে বিশেষণ পদ কোনটি ?
ক মাঠের খ আমাদের
গ সবুজ ঘ পরে
উ: গ
৮. গুণবাচক বিশেষণের উদাহরণ-
ক সবুজ মাঠ খ লাল ফিতা
গ নীল আকাশ ঘ ঠান্ডা পানি
উ: ঘ
৯. বর্ণবাচক বিশেষণের উদাহরণ কোনটি ?
ক লাল খ আধা
গ পাথুরে ঘ এক
উ: ক
১০. ‘চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ো না’- বাক্যটিতে ‘চলন্ত’ কোন জাতীয় বিশেষণ ?
ক অবস্থাবাচক খ উপাদানবাচক
গ গুণবাচক ঘ ভাববাচক
উ: ক
১১. ‘চলন্ত ট্রেন’ বাক্যটির ‘চলন্ত’ শব্দটি কোন বিশেষণ ?
ক অবস্থাবাচক খ গুণবাচক
গ উপাদানবাচক ঘ ক্রমবাচক
উ: ক
১২. ক্রমবাচক বিশেষণ হলো-
ক চলন্ত ট্রেন খ তরল পদার্থ
গ চালাক ছেলে ঘ আট দিন
উ: ঘ
১৩. ‘তৃতীয় প্রজন্ম’ কোন বিশেষণের উদাহরণ ?
ক পূরণবাচক খ ভাববাচক
গ ব্যক্তিবাচক ঘ অবস্থাবাচক
উ: ক
১৪. ‘তৃতীয়’ কোন জাতীয় বিশেষণ ?
ক পূরণবাচক খ পরিমাণবাচক
গ ক্রমবাচক ঘ গুণবাচক
উ: ক
১৫. যে বিশেষণ দিয়ে পরিমাণ বা আয়তন বোঝায় তাকে বলে-
ক পরিমাণবাচক বিশেষণ খ ক্রমবাচক বিশেষণ
গ পূরণবাচক বিশেষণ ঘ গুণবাচক বিশেষণ
উ: ক
১৬. কোনটি অংশবাচক বিশেষণ ?
ক সবুজ মাঠ খ দশ দশা
গ সিকি পথ ঘ সেই ছেলে
উ: গ
১৭. ‘বেলে মাটি, মেটে কলসি’ কোন ধরনের নাম বিশেষণ ?
ক ক্রমবাচক খ অংশবাচক
গ উপাদানবাচক ঘ গুণবাচক
উ: গ
১৮. ‘কতক্ষণ সময়?’ কোন বিশেষণের উদাহরণ ?
ক প্রশ্নবাচক খ পরিমাণবাচক
গ উপাদানবাচক ঘ অবস্থাবাচক
উ: ক
১৯. ‘এই দিনে’ কোন বিশেষণ ?
ক প্রশ্নবাচক খ উপাদানবাচক
গ পরিমাণবাচক ঘ নির্দিষ্টতাবাচক
উ: ঘ
২০. ভাব বিশেষণ কয় প্রকার ?
ক দুই খ তিন
গ চার ঘ পাঁচ
উ: গ
২১. নিচের কোন উদাহরণে ভাববাচক বিশেষণ রয়েছে ?
ক খুব ভালো খবর খ লোকটা পাগল
গ আধা কেজি চাল ঘ কতক্ষণ সময়
উ: ক
২২. কৃদন্ত বিশেষণের উদাহরণ কোনটি ?
ক অতীত কাল খ মেটো পথ
গ স্বীয় সম্পওি ঘ জাতীয় সম্পদ
উ: ক
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url