পরিচ্ছে ১৯: সর্বনাম
SSC বাংলা ২য় পত্র Quiz সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ সমূহ
পরিচ্ছেদ -১৯➤ অধ্যায় কুইজ-১৯
১. বাক্যের মধ্যে বিশেষ্য পদের মতো ভূমিকা পালন করে-
ক সর্বনাম খ অব্যয়
গ বিশেষণ ঘ ক্রিয়া
উ: ক
২. বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত শব্দকে কী শব্দ বলে ?
ক সর্বনাম খ বিশেষণ
গ অনুসর্গ ঘ ক্রিয়া
উ: ক
এসএসসি আইসিটি এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
- অধ্যায় ১: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ
- অধ্যায় ২: কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা
- অধ্যায় ৩: আমার শিক্ষায় ইন্টারনেট
- অধ্যায়:৪ আমার হাতের লেখালেখি ও হিসাব
- অধ্যায়:৫ মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স
- অধ্যায়:৬ ডেটাবেজ ও তার ব্যবহার
৩. বিশেষ্যের মতো সর্বনামের সঙ্গেও কী যুক্ত হয় ?
ক বিভক্তি ও সমাস খ বিভক্তি ও নির্দেশক
গ নির্দেশক ও কারক ঘ কারক ও বচন
উ: খ
৪. সর্বনাম শব্দের সঙ্গে যোগ হয়-
ক কারক খ সমাস
গ বচন ঘ প্রত্যয়
উ: গ
আর পড়ুন:এসএসসি ইংরেজী ২য় পত্র সংক্ষিপ্ত সাজেশন-২০২৪
৫. সর্বনামকে কয়টি ভাগে ভাগ করা যায় ?
ক পাঁচ খ ছয়
গ নয় ঘ এগারো
উ: গ
৬. ব্যক্তিবাচক সর্বনাম কত ধরনের ?
ক ২ খ ৩
গ ৪ ঘ ৫
উ: খ
৭. বক্তাপক্ষের সর্বনামের উদাহরণ-
ক তোরা খ আপনি
গ আমাকে ঘ তুমি
উ: গ
আর পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২শর্টকাট টেকনিক সহ সমাধান(Part-14)
৮. নিচের কোনটি ব্যক্তিবাচক সর্বনাম ?
ক একজন খ উনি
গ স্বয়ং ঘ আমি
উ: ঘ
৯. ‘আমরা’ শব্দটি দ্বারা বোঝায়-
ক নির্দেশক খ বক্তা পক্ষ
গ অনির্দিষ্ট ঘ শ্রোতা পক্ষ
উ: খ
১০. অন্যপক্ষের উদাহরণ-
ক তুমি খ সে
গ আমি ঘ তোমরা
উ: খ
অন্যান্য বিষয় সমূহ:
১১. আত্নবাচক সর্বনামের উদাহরণ-
ক নিজে খ তুমি
গ সে ঘ ও
উ: ক
১২. কোন সর্বনাম নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে ?
ক সাপেক্ষ সর্বনাম খ অনির্দিষ্ট সর্বনাম
গ আত্নবাচক সর্বনাম ঘ নির্দেশক সর্বনাম
উ: ঘ
১৩. নির্দেশক সর্বনামের উদাহরণ কোনটি ?
ক এটা নয় ওটা আন । খ ন্যাকামিটা এখন রাখ ।
গ একখানা বই কিনে দাও । ঘ পোয়াটাক দুধ দাও ।
উ: ক
১৪. নিচের কোন উদাহরণটি দূর নির্দেশক ?
ক ওরা খ যারা-তারা
গ যে-সে ঘ তোকে
উ: ক
১৫. অনির্দিষ্ট বা পরিচয়হীন কিছু বোঝাতে যে সর্বনাম হয়-
ক নির্দেশক সর্বনাম খ সাপেক্ষ সর্বনাম
গ অনির্দিষ্ট সর্বনাম ঘ পারস্পরিক সর্বনাম
উ: গ
১৬. ‘কোথাও’ কোন সর্বনামের উদাহরণ ?
ক নির্দেশক খ আত্নবাচক
গ অনির্দিষ্ট ঘ সাপেক্ষ
উ: গ
১৭. নিজ ভিন্ন অন্য কোনো অনির্দিষ্ট ব্যক্তি বোঝাতে কোন সর্বনাম ব্যবহৃত হয় ?
ক অনির্দিষ্ট খ আত্নবাচক
গ অন্যবাচক ঘ সকলবাচক
উ: গ
১৮. অন্যবাচক সর্বনামের উদাহরণ-
ক আমি খ অন্য
গ উনি ঘ স্বয়ং
উ: খ
১৯. ‘অমুক’ কোন সর্বনাম ?
ক অন্যবাচক খ ব্যক্তিবাচক
গ আত্নবাচক ঘ নির্দেশক
উ: ক
২০. সাপেক্ষ সর্বনামের উদাহরণ কোনটি ?
ক অন্য খ এ
গ যে-সে ঘ পরস্পর
উ: গ
এই প্রশ্নগুলোর ব্যাখ্যাসহ ভিডিও ক্লাস পেতে চাপ দিন- এস এস সি বাংলা ২য় পত্র -সর্বনাম
আর পড়ুন: ভিডিও ক্লাস(Admission Physics)
আর পড়ুন :Admission ICT
- বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা ICTপ্রশ্ন ( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : ২০২১-২২( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ ( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (বাণিজ্য )
- HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (Commerce)
- এইচএস সি ICT ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস Admission Part-2
- এইচএস সি ICT ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস Admission Part-1
আরো পড়ুন: এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী
এই অধ্যায়ের উপর আরো পড়ুন :এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর
এই অধ্যায়ের উপর আরো পড়ুন:এইচএসসি সোনার তরী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url