পরিচ্ছেদ ১৮: বিশেষ্য
SSC বাংলা ২য় পত্র Quiz সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ সমূহ
পরিচ্ছেদ -১৮➤ অধ্যায় কুইজ-১৮
১. যেসব শব্দ দিয়ে ব্যক্তি, প্রাণী, স্থান, বস্তু, ধারণা ও গুণের নাম বোঝায় সেগুলোকে বলে-
ক বিশেষ্য খ সর্বনাম
গ অনুসর্গ ঘ যোজক
উ: ক
২. যেসব শব্দ দিয়ে কোনো কিছুর নাম বোঝায় তাকে কী বলে ?
ক বিশেষ্য খ অনুসর্গ
গ যোজক ঘ সর্বনাম
উ: ক
৩. নিচের কোনটি নাম বিশেষ্যের উদাহরণ ?
ক গরু খ মানুষ
গ নজরুল ঘ লবন
উ: গ
৪. বিশেষ্য কয় প্রকার ?
ক চার খ পাঁচ
গ ছয় ঘ দশ
উ: গ
৫. দেশ, কাল, সৃষ্টি প্রকৃতির সুনির্দিষ্ট নামকে বলে -
ক জাতি-বিশেষ্য খ বস্তু-বিশেষ্য
গ নাম-বিশেষ্য ঘ গুণ-বিশেষ্য
উ: গ
৬. ‘বাংলাদেশ’ শব্দটি কোন বিশেষ্যের উদাহরণ ?
ক ক্রিয়া খ স্থান
গ জাতি ঘ নাম
উ: ঘ
৭. ‘পদ্দ’ কোন জাতীর নাম -বিশেষ্য ?
ক সৃষ্টিনাম খ কালনাম
গ স্থাননাম ঘ ব্যক্তিনাম
উ: গ
৮. ‘তিতাস একটি নদীর নাম ।’ বাক্যে ‘নদী’ কোন প্রকার বিশেষ্য ?
ক নামবাচক খ বস্তুবাচক
গ জাতিবাচক ঘ সমষ্টিবাচক
উ: ক
৯. জাতি-বিশেষ্যের উদাহরণ কোনটি ?
ক আকাশ খ নদী
গ পদ্দা ঘ হিমালয়
উ: খ
১০. ‘বৈশাখ’ শব্দটি নাম-বিশেষ্যের-
ক স্থাননাম খ ব্যক্তিনাম
গ কালনাম ঘ সৃষ্টিনাম
উ: গ
১১. সৃষ্টিনামের উদাহরণ-
ক রমজান খ সঞ্চিতা
গ হিমালয় ঘ ঢাকা
উ: খ
১২. ‘নদী ও পর্বত’ কোন ধরনের বিশেষ্য পদ ?
ক সংঙ্গাবাচক খ বস্তুবাচক
গ জাতিবাচক ঘ সমষ্টিবাচক
উ: গ
১৩. নিচের কোনগুলি সমষ্টি-বিশেষ্যের উদাহরণ ?
ক পরিবার ও মিছিল খ নদী ও সাগর
গ সঞ্চিতা ও ইত্তেফাক ঘ আকাশ ও বই
উ: ক
১৪. নিচের কোনটি গুণবাচক বিশষ্যে ?
ক দর্শন খ ভোজন
গ সমিতি ঘ মধুরতা
উ: ঘ
১৫. ‘দুঃখ’ কোন বিশেষ্য পদ ?
ক জাতিবাচক খ দ্রব্যবাচক
গ ভাববাচক ঘ গুণবাচক
উ: ঘ
১৬. ‘তিক্তাতা’ কোন পদের উদাহরণ ?
ক ক্রিয়া খ অব্যয়
গ গুণবাচক বিশেষ্য ঘ ভাববাচক বিশেষ্য
উ: গ
১৭. গুণ-বিশেষ্য কোনটি ?
ক সাগর খ সততা
গ ভোজন ঘ বাহিনী
উ: খ
১৮. “এ এক বিরাট সত্য”- এখানে ‘সত্য’ পদরূপে ব্যবহৃত হয়েছে-
ক বিশেষ্য খ বিশেষণ
গ অব্যয় ঘ বিশেষণের বিশেষণ
উ: ক
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url