পরিচ্ছেদ ১১: প্রত্যয় দিয়ে শব্দ গঠন
SSC বাংলা ২য় পত্র Quiz সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ সমূহ
পরিচ্ছেদ -11➤ অধ্যায় কুইজ-11
১. শব্দ ও ধাতুর পরে কী ধরনের শব্দাংশ যুক্ত হয়ে প্রত্যয় হয় ?
ক পরিপূর্ণ খ সম্পূর্ন
গ অর্থহীন ঘ অথযুক্ত
উ: গ
২. ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় তাদের কী বলে ?
ক কৃৎ প্রত্যয় খ তদ্ধিত প্রত্যয়
গ কৃদন্ত শব্দ ঘ তদ্ধিতান্ত পদ
উ: ক
৩. প্রত্যয়ের উদ্দেশ্য হলো -
ক অর্থহীন শব্দ তৈরি খ নতুন শব্দ গঠন
গ অর্থযুক্ত শব্দ গঠন ঘ শব্দের অর্থের পরির্বন সাধন
উ: খ
৪. তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কী বলে ?
ক প্রত্যয় খ প্রকৃতি
গ মৌলিক শব্দ ঘ তন্ধিতান্ত শব্দ
উ: ঘ
৫. ’বাঘা’ শব্দটির প্রকৃত-প্রত্যয় কোনটি ?
ক বাঘ + আ খ বা + ঘা
গ বাঘা + আ ঘ বাঘ + আহ
উ: ক
৬. প্রত্যয়ের নিজস্ব কী নেই ?
ক অর্থ খ সংজ্ঞা
গ শব্দ গঠনের ক্ষমতা ঘ শব্দ বিশ্লেষণের ক্ষমতা
উ: ক
৭. নিচের কোনটির নিজস্ব অর্থ আছে ?
ক প্রত্যয় খ উপসর্গ
গ শব্দ ঘ বচন
উ: গ
৮. ‘কর্দম’ শব্দটির প্রকৃতি - প্রত্যয় নির্ণয় করলে হবে-
ক কাদা + ম খ কর্দ + অম
গ কর্দ + ম ঘ কর্দশ + অ
উ: খ
৯. বিশেষ্য গঠনে কোন প্রত্যয় যুক্ত হয় ?
ক আনি খ ইয়া
গ অন্ত ঘ তা
উ: ক
১০. নিচের কোনটি তন্ধিতান্ত শব্দের উদাহরণ ?
ক খেলনা খ নাগর
গ গমন ঘ পড়া
উ: খ
১১. আই-প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি ?
ক পাকড়াও খ ডুবন্ত
গ চড়াই ঘ শুনানি
উ: গ
১২. ‘ঘেরাও” শব্দটির সঠিক প্রকৃতি- প্রত্যয় কোনটি ?
ক ঘের + রাও খ ঘির্ + আও
গ ঘির + রাও ঘ ঘেরা + আও
উ: খ
১৩. ক্রিয়া প্রকৃতি বলা হয়-
ক ক্রিয়ামূলকে খ ক্রিয়ার কালকে
গ ক্রিয়াপদকে ঘ কৃদন্ত পদকে
উ: ক
১৪. ই ও ঈ এর স্থলে ‘ঐ’ হওয়াকে কী বলে ?
ক বৃদ্ধি খ গুণ
গ ইৎ ঘ উপধা
উ: ক
১৫. যোগরূঢ় শব্দ কোনটি ?
ক গবেষণা খ মধুর
গ মহাযাএা ঘ কর্তব্য
উ: গ
১৬. ‘আধোয়া’ এর প্রকৃতি - প্রত্যয় হলো -
ক আদ +ওয়া খ আন - ধো + আ
গ আধ + উ +আ ঘ অ - √ ধু + আ
উ: ঘ
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url