এস এস সি বাংলা ২য় পত্র পরিচ্চেদ ৮ : বর্ণের উচ্চারণ
SSC বাংলা ২য় পত্র Quiz সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ সমূহ
পরিচ্ছেদ -8➤ অধ্যায় কুইজ-8
১. বাংলা ভাষায় মূল ধ্বনি কয়টি ?
ক ৩৭টি খ ৩২টি
গ ২৬টি ঘ ১১টি
উ: ক
২. শব্দে কোন ধ্বনির দুই রকম উচ্চারণ পাওয়া যায় ?
ক অ ধ্বনি খ আ ধ্বনি
গ ই ধ্বনি ঘ ঐ ধ্বনি
উ: ক
৩. ‘অ’ বর্ণের দুই রকম উচ্চরণ হলো-
ক অ, ও খ আ, অ্যা
গ ই, ঈ ঘ এ , অ্যা
উ: ক
৪. ’অ’ বর্ণের ও-ধ্বনির মতো উচ্চারণ হয়েছে নিচের কোনটিতে ?
ক অতি খ কথা
গ অনাথা ঘ অনেক
উ; ক
৫. ‘অদ্য’ শব্দের উচ্চারণ -
ক ওদদো খ অদদো
গ অদ্দো ঘ ওইদ্দো
উ: ক
৬. ‘আহ্বান’ -এর প্রকৃত উচ্চারন হলো-
ক আহবান খ আহ্বান
গ আওভান ঘ আহবান
উ: গ
৭. ‘আ’ কখনো অ্যা-এর মতো উচ্চারণ হয়,যেমন-
ক রাত খ কাতুকুতু
গ জ্ঞান ঘ একা
উ: গ
৮. ‘উ’ ধ্বনির হ্রস্বতা ও দীর্ঘ তা বোঝাতে কোন দুটি ধ্বনি ব্যবহৃত হয় ?
ক ই, ঈ খ উ, ঊ
গ এ, অ্যা ঘ অ, অ্যা
উ: খ
৯. ‘ঋ’ বর্ণের উচ্চারণ কিসের মতো ?
ক ঋণ খ -ফলা
গ রি ঘ ড়ি
উ; গ
১০. ‘ঋণ’ -এর উচ্চারণ-
ক রিন খ রিণ
গ ঋন্ ঘ ঋণ
উ: ক
১১. পাশের ধ্বনির প্রভাবে ‘এ’ ধ্বনির উচ্চারণ হয়-
ক রি খ ও
গ অ্যা ঘ আ
উ: গ
১২. ’মৌমাছি’-এর সঠিক উচ্চারণ হলো-
ক মোওমাছি খ মৌউ্মাছি
গ মউমাছি ঘ মওমাছি
উ: খ
১৩. কোন বর্ণটির নিজস্ব কোনো ধ্বনি নেই?
ক ক্ষ খ গ
গ ৎ ঘ ঞ
উ; ঘ
১৪. ’ঞ’ বর্ণের নিজস্ব কোনো কী নেই ?
ক উচ্চারণ খ ধ্বনি
গ শব্দ ঘ বৈশিষ্ট্য
উ: খ
১৫. ব-ফলার উচ্চারণ নেই কোন শব্দে ?
ক অশ্ব খ পক্ক
গ বিশ্বাস ঘ শ্বশুর
উ: ঘ
১৬. শব্দের প্রথম বর্ণে ম-ফলা থাকলে ম-ফলা যুক্ত থাকলে ঐ বর্ণের উচ্চারণ হয়-
ক অ খ আ
গ অঁ ঘ অ্যা
উ: গ
১৭. শব্দের মধ্যে বা শেষে ব্যঞ্জনবর্ণের সঙ্গে ‘র-ফলা’ থাকলে উচ্চারিত হয়-
ক র-ফলা খ দ্বিত্বসহ র-ফলা
গ দ্বিত্ব ঘ পরিবর্তন হয় না
উ: খ
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url