পরিচ্ছেদ ১০: উপসর্গ দিয়ে শব্দ গঠন
SSC বাংলা ২য় পত্র Quiz সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ সমূহ
পরিচ্ছেদ -10➤ অধ্যায় কুইজ-10
১.যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলো বলে-
ক উপসর্গ খ প্রত্যয়
গ সন্ধি ঘ বিভক্ত
উ: ক
২. ‘বিনির্মাণ’ শব্দে ‘মান’ শব্দের পূর্বে উপসর্গ বসেছে-
ক ৫টি খ ৪টি
গ ৩টি ঘ ২টি
উ: ঘ
৩.“নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলে ও , নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে”-কোনটির?
ক অনুসর্গের খ বিভক্তির
গ উপসর্গের ঘ পদাশ্রিত অব্যয়ের
উ: গ
৪.বাংলা ভাষায় উপসর্গের সংখ্যা---
ক শতাধিক খ অর্ধশতাধিক
গ সহস্রাধিক ঘ পাঁচ শতাধিক
উ: খ
৫.নিচের কোনটি উপসর্গযোগে গঠিত শব্দ ?
ক প্রবীণ খ ভিতারি
গ বাবুয়ানা ঘ সেলাই
উ: ক
৬.‘সম’ উপসর্গযোগে গঠিত ‘সম্পূর্ণ’ শব্দটিতে অর্থের কী ঘটেছে ?
ক সংকোচন খ বিয়োজন
গ সম্প্রসারণ ঘ সংযোজন
উ: গ
৭.‘অ’ উপসর্গযোগে গঠিত ‘অকাজ’ শব্দটি কী দ্যোতনা প্রকাশ করে ?
ক অল্প খ অনুচিত
গ বৃহৎ ঘ মধ্যে
উ: খ
৮. ‘অতি’ উপসর্গযোগে গঠিত ’অতিকায়’ শব্দটি দ্যোতনা প্রকাশ-
ক অল্প খ বৃহৎ
গ অতিরিক্ত ঘ কর্তৃত্ব
উ: খ
৯. ‘অধি’ উপসর্গযোগে গঠিত ‘অধিবাসী’ শব্দটি দ্যোতনা প্রকাশ করে -
ক অভাব খ অতিরিক্ত
গ বৃহৎ ঘ মধ্যে
উ: ঘ
১০. খাঁটি বাংলা উপসর্গ কয়টি?
ক ২০টি খ ২১টি
গ ২২টি ঘ ২৫টি
উ: খ
১১. বাংলা উপসর্গের মধ্যে কোন চারটি উপসর্গ সংস্কৃত উপসর্গেও পাওয়া যায় ?
ক অ, অঘা, অজ খ আ, সু, বি, নি
গ আ, উপ, অপ ঘ অনা, ইতি, কু
উ: খ
১২. ‘নি’ উপসর্গযোগে ’নিবৃওি’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক গতি অর্থে খ উওম অর্থে
গ নিষেধ অর্থে ঘ নিশ্চয় অর্থে
উ: গ
১৩. ‘অনুবাদ’ শব্দে অনু উপসর্গ কী অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক সাদৃশ্য খ সঙ্গে
গ নিশ্চয় ঘ সহজ
উ: ক
১৪.উৎ উপসর্গ দিয়ে ‘উৎক্ষেপণ শব্দটি কী অর্থদ্যোতনা সৃষ্টি করেছে ?
ক ঊর্ধ্বে খ উঠানো
গ তোলা ঘ প্রেরণ
উ: ক
১৫. ‘কু’ উপসর্গযোগে গঠিত ‘কুকাজ’ শব্দটি কী দ্যোতনা প্রকাশ করে ?
ক গৌণ খ নিকট
গ নিন্দনীয় ঘ উওম
উ: গ
১৬. ‘দুঃ’ উপসর্গযোগে গঠিত ‘দুষ্প্রাপ্য’ শব্দটি কী দ্যোতনা প্রকাশ করে ?
ক অল্প খ দুর্মূল্য
গ অধিক ঘ মন্দ
উ: ক
১৭. ‘পরীক্ষা’ শব্দের ‘পরি’ উপসর্গটি কী অর্থ প্রকাশ করছে ?
ক বিশেষ রূপ খ অতিক্রম
গ শেষ ঘ সম্যকরুপে
উ: ঘ
১৮.‘পাতি’ উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয় ?
ক ছোট খ বিপরীত
গ নিম্ন ঘ শূন্য
উ: ক
১৯. ‘সদৃশ্য’ অর্থে ’প্রতি’ উপসর্গটি যুক্ত হয়েছে কোন শব্দে ?
ক প্রতিমূর্তি খ প্রতিবাদি
গ প্রতিদিন ঘ প্রতিদ্বন্বী
উ: ক
২০.’প্রতি’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয় ?
ক আধিপত্য খ সম্যক
গ বিবোধ ঘ অতিক্রম
উ: গ
২১. ‘বে’ উপসর্গযোগে গঠিত ‘বেদখল’ শব্দটি দ্যোতনা প্রকাশ করে ---
গ ভিন্ন ঘ উগ্র
উ: খ
২২. আরবি উপসর্গ কোনটি ?
ক হর খ ফুল
খ ফি ঘ লা
উ: ঘ
২৩.নিচের কোন শব্দে অপূর্ণ অর্থে ‘না’ উপসর্গ ব্যবহৃত হয়েছে ?
ক নাহক খ নাজুক
গ নালায়েক ঘ নাদামি
উ: গ
২৪. ফুল, হাফ- কোন শব্দে অপূর্ণ অর্থে ‘না’ উপসর্গ ?
ক তৎসম খ ইংরেজি
গ ফারসি ঘ বাংলা
উ: খ
পরিচ্ছেদ ১১: প্রত্যয় দিয়ে শব্দ গঠন
২৫. শব্দ ও ধাতুর পরে কী ধরনের শব্দাংশ যুক্ত হয়ে প্রত্যয় হয় ?
ক পরিপূর্ণ খ সম্পূর্ন
গ অর্থহীন ঘ অথযুক্ত
উ: গ
২৬. ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় তাদের কী বলে ?
ক কৃৎ প্রত্যয় খ তদ্ধিত প্রত্যয়
গ কৃদন্ত শব্দ ঘ তদ্ধিতান্ত পদ
উ: ক
২৭. প্রত্যয়ের উদ্দেশ্য হলো -
ক অর্থহীন শব্দ তৈরি খ নতুন শব্দ গঠন
গ অর্থযুক্ত শব্দ গঠন ঘ শব্দের অর্থের পরির্বন সাধন
উ: খ
২৮. তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কী বলে ?
ক প্রত্যয় খ প্রকৃতি
গ মৌলিক শব্দ ঘ তন্ধিতান্ত শব্দ
উ: ঘ
২৯. ’বাঘা’ শব্দটির প্রকৃত-প্রত্যয় কোনটি ?
ক বাঘ + আ খ বা + ঘা
গ বাঘা + আ ঘ বাঘ + আহ
৩০. প্রত্যয়ের নিজস্ব কী নেই ?
ক অর্থ খ সংজ্ঞা
গ শব্দ গঠনের ক্ষমতা ঘ শব্দ বিশ্লেষণের ক্ষমতা
উ: ক
৩১. নিচের কোনটির নিজস্ব অর্থ আছে ?
ক প্রত্যয় খ উপসর্গ
গ শব্দ ঘ বচন
উ: গ
৩২. ‘কর্দম’ শব্দটির প্রকৃতি - প্রত্যয় নির্ণয় করলে হবে-
ক কাদা + ম খ কর্দ + অম
গ কর্দ + ম ঘ কর্দশ + অ
উ: খ
৩৩. বিশেষ্য গঠনে কোন প্রত্যয় যুক্ত হয় ?
ক আনি খ ইয়া
গ অন্ত ঘ তা
উ: ক
৩৪. নিচের কোনটি তন্ধিতান্ত শব্দের উদাহরণ ?
ক খেলনা খ নাগর
গ গমন ঘ পড়া
উ: খ
৩৫. আই-প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি ?
ক পাকড়াও খ ডুবন্ত
গ চড়াই ঘ শুনানি
উ: গ
৩৬. ‘ঘেরাও” শব্দটির সঠিক প্রকৃতি- প্রত্যয় কোনটি ?
ক ঘের + রাও খ ঘির্ + আও
গ ঘির + রাও ঘ ঘেরা + আও
উ: খ
৩৭. ক্রিয়া প্রকৃতি বলা হয়-
ক ক্রিয়ামূলকে খ ক্রিয়ার কালকে
গ ক্রিয়াপদকে ঘ কৃদন্ত পদকে
উ: ক
৩৮. ই ও ঈ এর স্থলে ‘ঐ’ হওয়াকে কী বলে ?
ক বৃদ্ধি খ গুণ
গ ইৎ ঘ উপধা
উ: ক
৩৯. যোগরূঢ় শব্দ কোনটি ?
ক গবেষণা খ মধুর
গ মহাযাএা ঘ কর্তব্য
উ: গ
৪০. ‘আধোয়া’ এর প্রকৃতি - প্রত্যয় হলো -
ক আদ +ওয়া খ আন - ধো + আ
গ আধ + উ +আ ঘ অ - √ ধু + আ
উ: ঘ
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url