পরিচ্ছেদ ২৫: আবেগ
SSC বাংলা ২য় পত্র Quiz সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ সমূহ
পরিচ্ছেদ -২৫➤ অধ্যায় কুইজ-২৫
১. মনের ভাব বা আবেগকে প্রকাশ করা হয় যে শব্দ দিয়ে তাকে বলে-
ক আবেগ শব্দ খ অব্যয়জাত শব্দ
গ অনুকার অব্যয় ঘ ক্রিয়াজাত বিশেষন
উ: ক
২. কোন ধরনের শব্দ বাক্যের অন্য শব্দগুলোর সাথে সরাসরি সম্পর্কিত না হয়ে আলগাভাবে বা স্বাধীনভাবে ব্যবহৃত হয় ?
ক অনুসর্গ খ যোজক
গ বিশেষণ ঘ আবেগ
উ: ঘ
এসএসসি আইসিটি এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
- অধ্যায় ১: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ
- অধ্যায় ২: কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা
- অধ্যায় ৩: আমার শিক্ষায় ইন্টারনেট
- অধ্যায়:৪ আমার হাতের লেখালেখি ও হিসাব
- অধ্যায়:৫ মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স
- অধ্যায়:৬ ডেটাবেজ ও তার ব্যবহার
৩. নিচের কোনটি আবেগ শব্দের উদাহরণ ?
ক এবং খ ও
গ আর ঘ ছি ছি
উ: ঘ
৪. ‘আহা’ কী ধরনের শব্দ ?
ক যোজক খ বিশেষণ
গ আবেগ ঘ অব্যয়
উ: গ
৫. আবেগ শব্দ-
ক সুতরাং খ বাহ্
গ অথবা ঘ কিন্তু
উ: খ
কৃষিশিক্ষা দ্বিতীয় পত্র এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
- অধ্যায়-১ মাৎস্য চাষ সাজেশন
- অধ্যায়-২ পোল্ট্রি পালন সাজেশন
- অধ্যায়-৩ পশু পালন সাজেশন
- অধ্যায়-৪ বনায়ন সাজেশন
- অধ্যায়-৫কৃষি অর্থনীতি ও সমবায় সাজেশন
আর পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২শর্টকাট টেকনিক সহ সমাধান(Part-14)
৬. ‘শাবাশ’ কোন শব্দের উদাহরণ ?
ক আবেগ খ অব্যয়
গ যোজক ঘ বিশেষণ
উ: ক
৭. আবেগ শব্দ কত ধরনের হয় ?
ক ৪ খ ৫
গ ৬ ঘ ৮
উ: ঘ
কৃষিশিক্ষা ১ম পত্র এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
- অধ্যায় ১: বাংলাদেশের কৃষি সাজেশন
- অধ্যায় ২: ভূমি সম্পদ ও কৃষি প্রযুক্তি সাজেশন
- অধ্যায় ৩: বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি সাজেশন
- অধ্যায়:৪ কৃষি জলবায়ু সাজেশন
- অধ্যায়-৫ মাঠ ও উদ্যান ফসল উৎপাদন সাজেশন
- অধ্যায়-৬ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ সাজেশন
৮. অনুমোদন, সম্মতি ও সমর্থন প্রকাশ পায় কোন জাতীয় আবেগ শব্দে ?
ক সিদ্ধান্ত আবেগ খ অলংকার আবেগ
গ বিস্ময় আবেগ ঘ সম্বোধন আবেগ
উ: ক
৯. নিচের কোনটি সঠিক ?
ক হ্যাঁ- সিদ্ধান্ত আবেগ
খ শাবাশ- আতঙ্ক আবেগ
গ আরে- করুণা আবেগ
ঘ আহা- বিস্ময় আবেগ
উ: ক
১০. যে শব্দের সাহায্যে অনুমোদন, সম্মতি, সমর্থন ইত্যাদি ভাব প্রকাশ করা হয় তাকে বলে-
ক প্রশংসা আবেগ খ সিদ্ধান্ত আবেগ
গ বিরক্তি আবেগ ঘ আতঙ্ক আবেগ
উ: খ
১১. নিচের কোনটিতে সিদ্ধান্ত আবেগ রয়েছে ?
ক বেশ, তবে যাওয়াই যাক ।
খ বাহ, চমৎকার লিখেছ ।
গ উহ, কী বিপদে পড়া গেল !
ঘ আহ, কী চমৎকার দৃশ্য !
উ: ক
১২. যে শব্দ সম্বোধন বা আহ্বান করার ক্ষেত্রে ব্যবহৃত হয় তাকে বলে-
ক অলংকার আবেগ খ সম্বোধন আবেগ
গ বিরক্তি আবেগ ঘ করুণা আবেগ
উ: খ
১৩. সম্বোধন আবেগ আছে কোন বাক্যে ?
ক ওহে, কী বলেছি, শুনেছ ?
খ নাহ্, ওকে নিয়ে আর পারি না ।
গ আরে ! তুমি আবার কখনে এলে ?
ঘ দূর ! ওসব কথা আমি বলিনি ।
উ: ক
১৪. নিচের কোনটি অলংকার আবেগ ?
ক হে বন্ধু, তোমাকে অভিনন্দন
খ আহা ! বেচারার এত কষ্ট !
গ উহ্ ! কী বিপদে পড়া গেল ।
ঘ দূর পাগল ! এ কথা কি বলতে আছে ?
উ: ঘ
এই প্রশ্নগুলোর ব্যাখ্যাসহ ভিডিও ক্লাস পেতে চাপ দিন- এস এস সি বাংলা ২য় পত্র - আবেগ
আরও পড়ুন:HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (Commerce)
অন্যান্য বিষয় সমূহ:
এইচএস সি ICT বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের Admission Part-3 গুরুত্বপূর্ণ MCQ সমূহ (নিজেকে যাচাই করি পরিক্ষা দেই,পুরুষ্কার নেই-- )
১ম অধ্যায় ➤ ১ম অধ্যায় কুইজ-১
আরো পড়ুন: মাসি-পিসি
এই অধ্যায়ের উপর আরো পড়ুন: মাসি-পিসি মানিক বন্দ্যোপাধ্যায় বোর্ড পরীক্ষার প্রশ্ন(MCQ)
এই অধ্যায়ের উপর আরো পড়ুন :এইচএসসি মাসি-পিসি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ
এই অধ্যায়ের উপর আরো পড়ুন:মাসি-পিসি সাজেশন
এই অধ্যায়ের উপর আরো পড়ুন: এইচ এস সি বাংলা ১ম পত্র মাসিপিসি মানিক বন্দ্যোপাধ্যায়(মূল কথা)
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url