এসএস সি জীববিজ্ঞান ১২তম অধ্যায়: জীবের বংশগতি ও বিবর্তন
SSC ICT Quiz সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ সমূহ
১২তম অধ্যায় ➤ ১২তম অধ্যায় কুইজ-12
১। কোনটি বংশগতি বস্তু ?
(ক) নিউক্লিওপ্লাজম (খ) নিউক্লিওয়াস (গ) ক্রোমোজোম (ঘ) সেন্ট্রোজোম
উত্তর: গ
২। বংশগতিবিদ্যার জনক কে ?
(ক) লিনিয়াস (খ) ডারউইন (গ) ওয়াটসন (ঘ) মেন্ডেল
উত্তর: ঘ
৩। নিচের কোনটিকে বংশগতির ভৌত ভিত্তি বলে আখ্যিায়িত করা যায় ?
(ক) ক্রোমোজোম (খ) DNA (গ) RNA (ঘ) জিন
উত্তর: ক
আর পড়ুন: ভিডিও ক্লাস(Admission Physics)
আর পড়ুন :Admission ICT
- বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা ICTপ্রশ্ন ( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : ২০২১-২২( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ ( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (বাণিজ্য )
- HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (Commerce)
- এইচএস সি ICT ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস Admission Part-2
- এইচএস সি ICT ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস Admission Part-1
৪। কোনটি মানুষের চোখের রং চামড়ার গঠন বৈশিষ্ট্য বহন করে ?
(ক) রাইবোজোম (খ) সেন্ট্রিওল (গ) ক্রোমোজোম (ঘ) নিউক্লিওয়াস
উত্তর: গ
৫। DNA-এর ডাবল হেরিক্সের ব্রাস কত A^০ ?
(ক) ২০ (খ) ২১ (গ) ২২ (ঘ) ২৩
উত্তর: ক
- আর পড়ুন:এসএসসি ইংরেজী ১ম পত্র সংক্ষিপ্ত সাজেশন-২০২৪
- আর পড়ুন:এসএসসি ইংরেজী ২য় পত্র সংক্ষিপ্ত সাজেশন-২০২৪
- আর পড়ুন:SSC ইংরেজি ১ম পত্র100% সঠিক উত্তর করার ট্রিকস
- আর পড়ুন:SSC ইংরেজি ২য়পত্র100% সঠিক উত্তর করার ট্রিকস
৬। ক্রোমোজোমের প্রধান উপাদান কোনটি ?
(ক) DNA (খ) RNA (গ) Gene (ঘ) GMO
উত্তর: ক
৭। কোনটি পিউরিন ?
(ক) A ও T (খ) C ও G (গ) C ও T (ঘ) A ও G
উত্তর: ঘ
৮। DNA গঠনে পার্শ্ববর্তী দুইটি নিউক্লিওটাইডের দূরত্ব কত ?
(ক) ২.৪ A^0
(খ) ৩.৪ A^0
(গ) ৪.৪ A^0
(ঘ) ৫.৪ A^0
উত্তর: খ
আরো পড়ুন: এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী
এই অধ্যায়ের উপর আরো পড়ুন :এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর
এই অধ্যায়ের উপর আরো পড়ুন:এইচএসসি সোনার তরী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ
৯। কোনটি DNA-তে অনুপস্থিত ?
(ক) এডিনিন
(খ) গুয়ানিন
(গ) সাইটোসিন
(ঘ) ইউরাসিল
উত্তর: ঘ
সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
- অধ্যায় -১ বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার বিকাশ সাজেশন
- অধ্যায় -২ বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি সাজেশন
- অধ্যায়-৩ প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতা সাজেশন
- অধ্যায় -৪ বাংলাদেশের নৃগোষ্ঠীর জীবনধারা সাজেশন
- অধ্যায় -৫বাংলাদেশের অভ্যুদয়ে সামাজিক প্রেক্ষাপট সাজেশন
- অধ্যায়-৬ বাংলাদেশের গ্রামীণ ও শহুরে সমাজ সাজেশন
- অধ্যায়:৭ বাংলাদেশে বিবাহ, পরিবার ও জ্ঞাতিসম্পর্ক সাজেশন
- অধ্যায়:৮ বাংলাদেশের সামাজিক পরিবর্তন সাজেশন
- অধ্যায়:৯ বাংলাদেশের সমস্যা ও প্রতিকারের উপায় সাজেশন
- অধ্যায়:১০ বাংলাদেশের সামাজিক উন্নয়ন সাজেশন
১০। কোনগুলো DNA ও RNA উভয়টিতে উপস্থিত ?
(ক) অ্যাডেনিন ও থায়ামিন
(খ) সাইটোসিন ও থায়ামিন
(গ) গুয়ানিন ও ইউরাসিল
(ঘ) সাইটোসিন ও গুয়ানিন
উত্তর: খ
১১। DNA -এর পূর্ণরূপ হলো?
(ক) Double Nucleic Acid
(খ) Deoxy-ribo Nucleic Acid
(গ) Dexo-Nucleic Acid
(ঘ) Deoxy-ribo Nitric Acid
উত্তর: খ
আর পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২শর্টকাট টেকনিক সহ সমাধান(Part-14)
১২। পিউরিন কোন দুইটি বেস এর সমন্বয়ে গঠিত হয় ?
(ক) এডিনিন ও সাইটোসিন (খ) এডিনিন ও গুয়ানিন
(গ) সাইটোমিন ও গুয়ানিন (ঘ) গুয়ানিন ও থায়ামিন
উত্তর: খ
সমাজবিজ্ঞান ১ম পত্র এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
- ১ম অধ্যায় : সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ সাজেশন
- অধ্যায়-২ সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা সাজেশন
- অধ্যায়-৩ সামাজবিজ্ঞানীদের মতবাদ ও অবদান সাজেশন
- অধ্যায়-৪ সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয় সাজেশন
- অধ্যায়-৫সামাজিক প্রতিষ্ঠান সাজেশন
- অধ্যায়-৬ সমাজজীবনে প্রভাব বিস্তারকারী উপাদান সাজেশন
- অধ্যায়-৭ সামাজিকরণ প্রক্রিয়া সাজেশন
- অধ্যায়-৮ সামাজিক স্তরবিন্যাস ও অসমতা সাজেশন
- অধ্যায়-৯ সামাজিক ব্যবস্থা সাজেশন
- অধ্যায়-১o বিচ্যুতিমূলক আচরণ এবং অপরাধ সাজেশন
- অধ্যায়-১১ সামাজিক পরিবর্তন সাজেশন
১৩। সাইটোসিন ও গুয়ানিনের মধ্যে হাইড্রোজেন বন্ধন কয়টি থাকে ?
(ক) ২ (খ) ৩ (গ) ৪ (ঘ) ৫
উত্তর: খ
১৪। নাইট্রোজেনঘটিত বেস হলো-
(i) এডিনিন
(ii) গুয়ানিন
(iii) সাইটোসিন
নিচের কোনটি সঠিক ?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i , ii ও iii
উত্তর: ঘ
IHT & MATS এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
- IHT&MATS এর বাংলা ২য় পত্র ১০০% কমন সাজেশন
- IHT&MATS এর পদার্থবিজ্ঞান ১০০% কমন সাজেশন
- IHT&MATS এর রসায়ন ১০০% কমন সাজেশন
- IHT & MATS এর জীববিজ্ঞান ১০০% কমন সাজেশন
- IHT&MATS ভর্তি পরিক্ষা ২০১৯-২০২০ব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ MCQ
- IHTভালো নাকি MATS ভালো (ডিপ্লোমা নার্সিং)কোনটি পড়া উচিত?
১৫। TMV তে নিউক্লিক এসিড হিসেবে কোনটি থাকে ?
(ক) DNA (খ) RNA (গ) অজৈব ফসফেট (ঘ) গ্লুকোজ
উত্তর: খ
১৬। RNA তে কোনটির পরিবর্তে ইউরাসিল থাকে ?
(ক) এডিনিন (খ) গুয়ানিন (গ) থায়ামিন (ঘ) সাইটোসিন
উত্তর: গ
১৭। ইউরাসিল কোথায় পাওয়া যায় ?
(ক) জিন (খ) ডি এন এ (গ) আরএনএ (ঘ) লোকাস
উত্তর: গ
এসএসসি আইসিটি এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
- অধ্যায় ১: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ
- অধ্যায় ২: কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা
- অধ্যায় ৩: আমার শিক্ষায় ইন্টারনেট
- অধ্যায়:৪ আমার হাতের লেখালেখি ও হিসাব
- অধ্যায়:৫ মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স
- অধ্যায়:৬ ডেটাবেজ ও তার ব্যবহার
১৮। কোনটি TMV এর বংশগতির উপাদান ?
(ক) DNA (খ) প্রোটিন (গ) RNA (ঘ) শর্করা
উত্তর: গ
১৯। কোনটি TMV তে N-বেসগুলো হলো-
(i) A=T
(ii) C=G
(iii) A=U
নিচের কোনটি সঠিক ?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i , ii ও iii
উত্তর: গ
আরও পড়ুন:HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (Commerce)
২০। জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের নাম কী ?
(ক) ক্রোমোজোম (খ) ডি. এন. এ (গ) আর.এন. এ (ঘ) জিন
উত্তর: ঘ
২১।জীবের বংশগতির বৈশিষ্ট্য সঞ্চারিত হয় কোনটির মাধ্যমে ?
(ক) খাদ্য
(খ) রক্ত
(গ) জিন
(ঘ) শ্বাস-প্রশ্বাস
উত্তর: গ
২২। সাধারণত শতকরা কতজন পুরুষ কালার ব্লাইন্ড ?
(ক) ১ (খ) ৫ (গ) ১০ (ঘ) ১৫
উত্তর: গ
২৩। রক্তের DNA পরিক্ষার মাধ্যমে নির্ণয় করা হয-
(i) সন্তানের পিতৃত্ব
(ii) সন্তানের মাতৃত্ব
(iii) অপরাধী শনাক্তকরণ
নিচের কোনটি সঠিক ?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i , ii ও iii
উত্তর: ঘ
২৪। মানুষের জাইগোটে কত জোড়া ক্রোমজোম বিদ্যামান ?
(ক) ২১ (খ) ২২ (গ) ২৩ (ঘ) ২৪
উত্তর: খ
অন্যান্য বিষয় সমূহ:
২৫। সেক্স ক্রোমেজোম মানবদেহে কতটি আছে ?
(ক) ২টি (খ) ৩টি (গ) ৪টি (ঘ) ৫টি
উত্তর: ক
এই প্রশ্নগুলোর ব্যাখ্যাসহ ভিডিও ক্লাস পেতে চাপ দিন- জীবের বংশগতি ও বিবর্তন
আরো পড়ুন: মাসি-পিসি
এই অধ্যায়ের উপর আরো পড়ুন: মাসি-পিসি মানিক বন্দ্যোপাধ্যায় বোর্ড পরীক্ষার প্রশ্ন(MCQ)
এই অধ্যায়ের উপর আরো পড়ুন :এইচএসসি মাসি-পিসি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ
এই অধ্যায়ের উপর আরো পড়ুন:মাসি-পিসি সাজেশন
এই অধ্যায়ের উপর আরো পড়ুন: এইচ এস সি বাংলা ১ম পত্র মাসিপিসি মানিক বন্দ্যোপাধ্যায়(মূল কথা)
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url