অর্ধপরিবাহী মনে রাখার সহজ টেকনিক ”জাসি ক্যাগ্যা”
ভিডিও ক্লাস: এস এস সি অর্ধপরিবাহী মনে রাখার সহজ টেকনিক ”জাসি ক্যাগ্যা”
তড়িৎ পরিবাহীতার ধর্মের উপর ভিত্তি করে কঠিন পদার্থকে তিন শ্রেণিতে ভাগ করা যায়।
যথাঃ
(১) পরিবাহী
(২) অপরিবাহী এবং
(৩) অর্ধপরিবাহী।
পরিবাহী(Conductor)
যে সকল পদার্থের মধ্য দিয়ে খুব সহজেই তড়িৎ প্রবাহ চলতে পারে তাদেরকে পরিবাহী বলে। এ সকল পদার্থের মধ্য দিয়ে খুব সহজেই ইলেকট্রন মুক্তভাবে চলাচল করতে পারে।
যেমনঃ তামা, রূপা,অ্যালুমিনিয়াম ইত্যাদি সুপরিবাহী পদার্থ।
এসএসসি আইসিটি এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
- অধ্যায় ১: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ
- অধ্যায় ২: কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা
- অধ্যায় ৩: আমার শিক্ষায় ইন্টারনেট
- অধ্যায়:৪ আমার হাতের লেখালেখি ও হিসাব
- অধ্যায়:৫ মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স
- অধ্যায়:৬ ডেটাবেজ ও তার ব্যবহার
অপরিবাহী( Non-Conductor)
যে সকল পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চলতে পারে না তাদেরকে অপরিবাহী পদার্থ বলে। অর্থাৎ যে সকল পদার্থের মধ্য দিয়ে ইলেকট্রন চলাচল করতে পারে না সেগুলো হলো অপরিবাহী পদার্থ।
যেমনঃ প্লাস্টিক, রাবার, কাঠ, কাচ ইত্যাদি।
আর পড়ুন:এসএসসি ইংরেজী ১ম পত্র সংক্ষিপ্ত সাজেশন-২০২৪
আর পড়ুন:এসএসসি ইংরেজী ২য় পত্র সংক্ষিপ্ত সাজেশন-২০২৪
আর পড়ুন:SSC ইংরেজি ১ম পত্র100% সঠিক উত্তর করার ট্রিকস
অর্ধপরিবাহী (Semiconductor)
যে সকল পদার্থের তড়িৎ পরিবহণ ক্ষমতা সাধারণ তাপমাত্রায় পরিবাহী এবং অপরিবাহী পদার্থের মাঝামাঝি, সে সকল পদার্থকে অর্ধপরিবাহী বলে।
যেমনঃ জার্মেনিয়াম,সিলিকন,ক্যাডমিয়াম সালফাইড, গ্যালিয়াম আর্সেনাইড ইত্যাদি।
অর্ধপরিবাহী (Semiconductor) মনে রাখার উপায় ”জাসি ক্যাগ্যা”
জার্মেনিয়াম
সিলিকন
ক্যাডমিয়াম সালফাইড
গ্যালিয়াম আর্সেনাইড
এই গুলোর মধ্যে প্রায়ই পরিক্ষায় এসে (MCQ আকারে )থাকে।
অন্যান্য বিষয় সমূহ:
এই প্রশ্নগুলোর ব্যাখ্যাসহ ভিডিও ক্লাস পেতে চাপ দিন- অর্ধপরিবাহী মনে রাখার সহজ টেকনিক
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url