এইচ এস সি পদার্থবিজ্ঞান অধ্যায় ৫ : কাজ,ক্ষমতা ও শক্তি

HSC Physics Quiz সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ সমূহ

৫ম অধ্যায় ➤  ৫ম অধ্যায় কুইজ-5

বহুনির্বাচনী প্রশ্ন (Multiple Choice Questions)

 ১।  10 N বল প্রয়োগে একটি গাড়িকে  100 m  সারাতে কত কাজ করতে হবে ? বল ও সরণের মধ্যবর্তি কোন 60०. 
[বুয়েট ১৩-১৪ ]
A. 100 joule  B. 1000 Joule  C. 500 Joule  D. 50 Joule  
Ans: C
২। 100 kg ভরের একটি বস্তুকে স্প্রিং থেকে ঝুলানো হল যার স্প্রিং ধ্রুবক  200 N/m স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি
(স্প্রিং এর এক প্রান্ত আটকানো আছে ) হবে-
[বুয়েট ১৩-১৪ ]
A. 0.05 m   B. 20.0 m   C. 2.4 m  D.  0.49 m
Ans: D
৩। নিম্নের বস্তুসমহের মধ্যে কোনটির গতিশক্তি বেশি ?
[বুয়েট ১২-১৩ ]
A. ভর 3M এবং বেগ V  B. ভর 3M এবং বেগ 2V   
C. ভর 2M এবং বেগ 3V  D. ভর M এবং বেগ 4V
Ans: C
৪। একটি পাম্প ঘন্টায় 25x10^6 kg পানি  50m গভির কুয়া থেকে তুলতে পারে।পাম্পের ক্ষমতা 70%
কার্যকর হলে প্রকৃত ক্ষমতা কত ?
[বুয়েট ১৪-১৫ ]
A. 4.06 MW   B. 4.86 MW   C. 2.38 MW   
D.  420 MW   E. 238 MW
Ans: B
৫। 10 m উপর থেকে  10kg ভরের একটি মুক্তভাবে পড়ন্ত বস্তুর মাটি থেকে  5 mউপরে মোট শক্তি হবে-
[বুয়েট ১০-১১ ]
A. 490 J  B. 100 J   C. 735 J   D. 980 J 
Ans: D
৬। 80 মি. উচ্চতা থেকে যদি একটি বল মেঝেতে পড়ে এবং বলটির  20% শক্তি মেঝের সাথে প্রতিঘাতে হ্রাস পায়, তবে বলটি মেঝেতে বাড়ি খেয়ে যে উচ্চতায় উঠবে-
[বুয়েট ১১-১২ ]
A. 60 m   B. 64 m   C. 68   D.  72 m
Ans: C
৭। কোনো বস্তুর গতিশক্তি 300% বৃদ্ধি করা হলে, উক্ত বস্তুর ভরবেগ বাড়বে-
[বুয়েট ০৮-০৯ ]
A. 100%   B. 150%   C. 200%   D.  400% 
Ans: A
৮। 6000 ওয়াটের একটি মোটর  10 সেকেন্ড কী পরিমাণ কাজ করে ?
[বুয়েট ০৯-১০ ]
A. 6.0x10^1 joule   B. 6.0x10^3 joule   
C. 6.0x10^2 joule   D. 6.0x10^4 joule 
Ans: D
৯। নিচের বস্তুসমূহের মধ্যে কোনটির গতিশক্তি বেশি ?
[বুয়েট ১২-১৩ ]
A. ভর 3M এবং বেগ V   B.ভর 3M এবং বেগ 2V  
C.ভর 2M এবং বেগ 3V D. ভর M এবং বেগ  4V
Ans: C
১০। একটি ইন্জিন 5 মিনিটে কুয়া থেকে 10,000 লিটার পানি 10m গড় উচ্চতায় তুলতে পারে। ইন্জিনটির ক্ষমতা 70% কার্যকর হলে এর অশ্ব ক্ষমতা কোনটি ?
[কুয়েট ১৮-১৯ ]
A. 3.35 H.P   B. 3.07 H.P   C. 3.65 H.P   
D. 4.38 H.P  E. 6.25 H.P 
Ans: E
১১। একটি কুয়া থেকে ইন্জিনের সাহায্যে প্রতি ঘন্টায় 25x10^6kg পানি 50m উচ্চতায় উঠানো হয়। 
70% ক্ষমতা ক্ষয় হলে এর অশ্বক্ষমতা নির্ণয় করো।
[কুয়েট ১৭-১৮ ]
A. 4.8x10^6 H.P   B. 6516 H.P   C. 5.7x10^3 H.P   
D.  3649 H.P   E. 6251 H.P
Ans: B
১২। 60kg ভরের একজন লোক প্রতিটি 15cm উঁচু 50টি সিঁড়ি  20sec এ উঠতে পারে। লোকটির অশ্বক্ষমতা কত ?
[কুয়েট ১৪-১৫ ]
A. 0.396 HP   B. 0.496 HP   C. 0.596 HP  
D.  0.296 HP  E. None
Ans: D
১৩। 100m গভির একটি কুপ থেকে ইন্জিনের সাহায্যে প্রতি মিনিটে  1000 kg পানি উঠানো হয়। যদি ইন্জিনটির ক্ষতার 20% নষ্ট হয়, তবে এর অশ্বক্ষমতা কত ?
[কুয়েট ০৭-০৮ ]
A. 2.73 H.P   B. 27.37 H.P   C. 272 H.P  D. 27 H.P 
Ans: B
১৪। কাজের পরিমান সবচেয়ে বেশি হবে যখন প্রযুক্ত বল ও সরণের কোণের মান থাকে-
[কুয়েট ০৬-০৭ ]
A. 30૦ B. 45૦  C. 90૦ D.  0૦
Ans: D
১৫। 200mg ভরের একটি বস্তু 10 উচ্চতা থেকে নিচে পড়ছে। ভূ-পৃষ্টকে স্পর্শ করার পূবূ মুহূর্তে  এর গতিশক্তি কত হবে ?
[কুয়েট ০৮-০৯ ]
A. 196 J   B. 19.6 J   C. 19.6x10^3 J   D.  19.6x10^-3  
Ans: D
১৬। কোন বিদ্যুৎ কেন্দ্রের সরবরাহকৃত বিদ্যুৎ শক্তি দ্বারা প্রতি সেকেন্ড 5x10^6 Joule কাজ করা যায়। বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা কত ?
[কুয়েট ০৪-০৫]
A. 500MW   B. 100MW   C. 500MW   D.  5MW
Ans: D
১৭। 50kg  ভরের এক ব্যক্তি 5sec  এ কোন সিঁড়ি বেয়ে 20 ধাপ উপরে উঠল প্রতি ধাপের উচ্চতা 10cm লোকটি কত ক্ষমতা ব্যবহার করল ?
[চুয়েট ১৫-১৬]
A. 1.9x10^4 watt  B. 490 watt   
C. 196 watt  D.  None of them
Ans: C
১৮। 25N বল কোন স্প্রিংকে টেনে 10cm বৃদ্ধি করে। স্প্রিংকে 8cm প্রসারিত করলে কত কাজ 
সম্পন্ন হয় ?
[চুয়েট ১৩-১৪]
A. 08 J   B. 0./8N-m   C. Both A & B   D.  None
Ans: C
১৯। 60kg ভরের একজন লোক প্রতিটি 15cm উঁচু 50টি সিঁড়ি 20sec এ উঠতে পারে। লোকটির অস্বক্ষমতা কত ?
[রুয়েট ১৪-১৫]
A. 0.396 HP   B. 0.496 HP  C. 0.596 HP  D. 0.296 HP   E.  None    
Ans: D
২০। 80m উচ্চতা থেকে যদি একটি বল মেঝেতে পড়ে এবং বলটি 20% শক্তি মেঝের সাথে প্রতিঘাতে হ্রাস পায়, তবে বলটি মেঝেতে বাড়ি খেয়ে কত উচ্চতায় উঠবে ?
[রুয়েট ১৩-১৪]
A. 20 m   B. 56 m C. 61 m   D. 64 m   E. None
Ans: D
২১। বল ও সরণের মধ্যবর্তী কোনের মান কত হলে কাজের মান শূন্য হবে ?
[রুয়েট ১০-১১]
A. 0   B. 90૦  C. 360০  D. 60০
Ans: C
২২। এক জুল কত কিলোওয়াট ঘন্টার সমান ?
[রুয়েট ১২-১৩]
A. 8.78x10-7 kWh  B.  0.78x10-7kWh    C. 1.78x10-7kWh   
D. 2.78x10-7 kWg   E. 7.78x10-7 kWh
Ans: D 
২৩। 100m  গভীর কুয়া থেকে একটি পাম্প ঘন্টায়  7000kg পানি উত্তলন করতে পারে। পাম্পটির ক্ষমতা নির্ণয় কর।=  72%;g=9.8m/sec^2]
[রুয়েট /কুয়েট/ চুয়েট২০-২১]
A. 2646.6W    B. 1372 W    C. 82320 W  D. 1905 W  E. None of them
Ans: A
২৪। এক (1)  অশ্বশক্তি (Horse Power) সমান কত ওয়াট  ?
[মেডিকেল ১৯-২০]
A. 746    B. 756   C. 766    D. 776
Ans: A
২৫। পানির কোন ধর্মকে কাজে লাগিয়ে পানি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় ?
[মেডিকেল ১৬-১৭]
A. সান্দ্রতা    B. পৃষ্ঠটান   C.  বিভব শক্তি   D. স্থিতিশক্তি 
Ans: D




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url