বাংলাদেশওবিশ্বপরিচয় ; অধ্যায় ১: পূূূূূূব বাংলার আন্দোলন জাতীয়তাবাদের উত্থান( ১৯৪৭ খ্রি.-১৯৭০ খ্রি.)
ভিডিও ক্লাস: এসএস সি বাংলাদেশওবিশ্বপরিচয় ১ম অধ্যায়: পূূূূূূব বাংলার আন্দোলন জাতীয়তাবাদের উত্থান( ১৯৪৭ খ্রি.-১৯৭০ খ্রি.) MCQ Part-1
SSC বাংলাদেশওবিশ্বপরিচয় Quiz সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ সমূহ
১ম অধ্যায় ➤ ১ম অধ্যায় কুইজ-1
১. পাকিস্তান সরকার কেন ১৪৪ ধারা জারি ?
(ক) সংগ্রাম বন্ধ করতে?
(খ) বিদ্রোহীদের দমন করতে
(গ) ভাষার দাবি স্তব্ধ করতে
( ঘ) জরুরি অবস্থা মোকাবেলা করতে
উ: গ
২. ১৯৫২ সালে পাকিস্তানের প্রধানমন্তী কে ছিলেন?
(ক)শহীদুল্লাহ
(খ) জিন্নাহ
(গ) নাজিমুদ্দনি
(ঘ) আব্দুল মতিন
উ: গ
৩. ১৯৫২ সালের ২২শে ফেব্রুয়ারির শোক র্যালিতে পুলিশের হামলায় কে শহিদ হন?
(ক) আব্দুস সালাম
(খ) শফিউর রহমান
(গ) আবদুল জব্বর
(ঘ) আব্দুল বরকত
উ: খ
৪। তমদ্দুন মজলিস’ কোন ধরনের প্রতিষ্ঠান /
[সি.বো.২০]
(ক) ধর্মীয় (খ) রাজনৈতিক (গ) সামাজিক (ঘ) সাংস্কৃতিক
উত্তর: ঘ
৫। ১৯৪৮ সালের কত তারিখে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ পুর্নগঠিত হয় ?
[ব.বো.১৯]
(ক) ২রা মার্চ (খ) ১১ই মার্চ (গ) ১২ই এপ্রিল (ঘ) ১২ই জুন
উত্তর: ক
৬। ধীরেন্দ্রনাথ দত্ত কত তারিখে পাকিস্থান গণপরিষদে বাংলা ব্যবহারের দাবি করেন ?
(ক) ২৫শে ফেব্রুয়ারি ১৯৪৮ (খ) ২৪শে ফেব্রুয়ারি ১৯৪৮
(গ) ২৩শে মার্চ ১৯৪৮ (ঘ) ২৩শে এপ্রিল ১৯৪৮
উত্তর: ক
৭। কার নেতৃত্বে ‘তমদ্দন মজলিস’ নামক সংগঠন গড়ে উঠে ?
[রা.বো.২০]
(ক) অধ্যাপক আবুল কাশেম (খ) অধ্যপক ড. মুহম্মদ শহীদুল্লাহ
(গ) ড. মুহম্মদ এনামুল হক (ঘ) ধীরেন্দ্রনাথ দত্ত
উত্তর: ক
৮। কে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলাকে গণপরিষদের ভাষা হিসেবে ব্যবহারের ১৯৪৮ সালের ফেব্রুয়ারি মাসে দাবি জানান ?
(ক) ভাসানী (খ) এনামুল হক (গ) ধীরেন্দ্রনাথ দত্ত (ঘ) বঙ্গবন্ধু
উত্তর: গ
৯। ১৯৪৭ সালে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে ছিলেন ?
[ব.বো.২০]
(ক) ড. জিয়াউদ্দিন আহমদ (খ) ড. মুহাম্ম এনামুল হক
(গ) ড. মুহাম্মাদ শহীদুল্লাহ (ঘ) ড. কুদরত-এ-খুদা
উত্তর: ক
১০। ‘আরেক ফাল্গুন’ উপন্যাসটির রচয়িতা কে ?
(ক) ড. মুনির চৌধুরি (খ) আলাউদ্দিন আল আজাদ (গ) আবদুল গাফফার (ঘ) জহির রায়হান
উত্তর: ঘ
১১। ইউনেস্কো কবে ২১শে ফেব্রুয়ারিকে আন্তজাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় ?
(ক) ২১শে মার্চ ১৯৪৮ (খ) ২১ ফেব্রুয়ারি ১৯৪৮ (গ) ১৬ ডিসেম্বর ১৯৭১ (ঘ) ১৭ নভেম্বর ১৯৯৯
উত্তর: ঘ
১২। কার পিতা প্রথম শহিদ মিনার উদ্বোভন করেন ?
[রা.বো.১৯]
(ক) শহিদ সালামের (খ) শহিদ শফিউরের (গ) শহিদ আবুল বরকতের (ঘ) শহিদ শফিকের
উত্তর: খ
১৩। প্রাদেশিক যুক্তফ্রন্ট সরকার কত দিন ক্ষমতায় ছিলেন ?
(ক) ৫৩ দিন (খ) ৫৪ দিন (গ) ৫৫ দিন (ঘ) ৫৬ দিন
উত্তর: ঘ
১৪। ৬ দফা ও ১১ দফার মূল লক্ষ্য ছিল-
i. গনতন্ত্রের পূর্ণ বাস্তবায়ন
ii. স্বায়ত্তশাসন
iii. পাকিস্থানের দু’অংশের বৈষম্য ধূর করা
নিচের কোনটি সঠিক ?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i , ii ও iii
উত্তর: ঘ
১৫। পাকিস্থানে প্রথম সাধারণ নির্বাচন অিনুষ্ঠিত হয় কত সালে ?
[ঢা.বো.২০]
(ক) ১৯৫৪ (খ) ১৯৬৫ (গ) ১৯৬৯ (ঘ) ১৯৭০
উত্তর: ঘ
১৬। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ মহিলা সংরক্ষিত আসনসহ সর্বমোট কয়টি আসন লাভ করে ?
[ম.বো.২০]
(ক) ১৬৭ টি (খ) ১৬২ টি (গ) ১৬০ টি (ঘ) ১৫৮ টি
উত্তর: ক
১৭। আইয়ুব খান কবে বঙ্গবন্ধুকে নিঃশর্ত মুক্তি দিতে বাধ্য হন ?
(ক) ১৯৭১ সালের ২৫শে মার্চ (খ) ১৯৬৯ সালের ২২শে ফেব্রুয়ারি
(গ) ১৯৬৮ সালের ১৯শে জুন (ঘ) ১৯৭০ সালের ১৬ই ডিসেম্বর
উত্তর: খ
১৮। আইয়ুব খান কত সালে সামরিক শাসন ঝারি করেন ?
[রা.বো.১৯]
(ক) ১৯৫৮ (খ) ১৯৬১ (গ) ১৯৬৬ (ঘ) ১৯৬৯
উত্তর: ক
১৯। ‘মৌলিক গণতন্ত্র’ ধারণার প্রবর্তক কে ?
[দি.বো.১৯]
(ক) মোহাম্মদ আলী জিন্নাহ (খ) হোসেন শহিদ সোহরাওয়ার্দী
(গ) আইয়ুব খান (ঘ) ইয়াহিয়া খান
উত্তর: গ
২০। ১৯৫৬ সালের সংবিধান বাতিল করেন কে ?
(ক) আইয়ুব খান (খ) ইয়াহিয়া খান (গ) ইস্কান্দার মীর্জা (ঘ) গোলাম মোহাম্মদ
উত্তর: গ
২১। পূর্ব পাকিস্থান আওয়ামী লীগ কবে গঠিত হয় ?
(ক) ১৯৪৭ (খ) ১৯৪৮ (গ) ১৯৪৯ (ঘ) ১৯৫২
উত্তর: গ
২২। ২১শে ফেব্রুয়ারি ১৪৪ ধারা জারি করা হয় যে কারণে -
i. সভা-সমাবেশ বন্ধ করতে
ii. মিছিল বন্ধ করতে
iii. সাংস্কৃতিক কর্মকান্ড বন্ধ করতে
নিচের কোনটি সঠিক ?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i , ii ও iii
উত্তর: ক
২৩। ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে ?
(ক) ১৬৭টি (খ) ১৬৯টি (গ) ২২৩টি (ঘ) ২৩৭টি
উত্তর: গ
২৪। ‘কবর’ নাটকটির রচয়িতা কে ?
[দি.বো.২০]
(ক) জহির রায়হান (খ) আলাউদ্দিন আল আজাদ (গ) ড. মুনীর চৌধুরি (ঘ) মাহবুব-উল আলম
উত্তর: গ
২৫। পাকিস্থান সংবিধানে কত সালে বাংলাকে পাকিস্থানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় ?
(ক) ১৯৫৬ সালে (খ) ১৯৬২ সালে (গ) ১৯৬৬ সালে (ঘ) ১৯৭০ সালে
উত্তর: ক
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url