বাংলাদেশওবিশ্বপরিচয়; অধ্যায় ২: স্বাধীন বাংলাদেশ
ভিডিও ক্লাস: এসএস সি বাংলাদেশ ও বিশ্বপরিচয়; অধ্যায় ২ : বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ MCQ Part-2
SSC বাংলাদেশওবিশ্বপরিচয় Quiz সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ সমূহ
২য় অধ্যায় ➤ ২য় অধ্যায় কুইজ-2
১। কত তারিখে পাকিস্থানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ?
(ক) ৭ সেপ্টেম্বর ১৯৭০ (খ) ৭ অক্টোবর ১৯৭০
(গ) ৭ নভেম্বর ১৯৭০ (ঘ) ৭ ডিসেম্বর ১৯৭০
উত্তর: ঘ
২। রণক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের মানসিক ও নৈতিক বল ধরে রাখতে সহয়তা করেছে কারা ?
(ক) নারী (খ) গণমাধ্যম (গ) শিল্পী-সাহিত্যিক-বুদ্ধিজীবী (ঘ) বঙ্গবন্ধু
উত্তর: গ
৩। টিক্কা খান এবং রাও ফরমান আলী নীল নকশা করেন-
(ক) অপারেশন সার্চলাইট (খ) অপারেশন জ্যাকপট
(গ) অপারেশন ডেজার্ট স্ট্রম (ঘ) অপারেশন ওশান ব্লু
উত্তর: ক
৪। ১৯৭১ সালের ১লা মার্চ অধিবেশন স্থগিত করা কোন ধরনের সিদ্ধান্ত ছিল ?
(ক) যৌক্তিক (খ) স্বৈরাচারী (গ) ষড়যন্ত্রমূলক (ঘ) গণতান্ত্রিক
উত্তর: গ
৫। বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা এম এ হান্নান ২য় বার প্রচার করেন কোথা থেকে ?
(ক) কালুরঘাট বেতার কেন্দ্র থেকে (খ) চট্রগ্রাম বেতার কন্দ্রে
(গ) ঢাকা বেতার কেন্দ্র (ঘ) খুলনা বেতার কেন্দ্র
উত্তর: ক
৬। ৭ই মার্চ, ১৯৭১ এর ভাষণে কীসের ইঙ্গীত রয়েছে ?
[চ.বো.২০]
(ক) ঐক্য (খ) নির্বাচন (গ) জাতীয়তা (ঘ) স্বাধীনতা
উত্তর: ঘ
৭। কখন মুজিবনগর সরকার গঠিত হয়েছিল ?
[রা .বো.`১৯; পাবনা জেলা স্কুল]
(ক) ২৬শে মার্চ ১৯৭১ (খ) ১০ ই এপ্রিল ১৯৭১
(গ) ১১ই এপ্রিল ১৯৭১ (ঘ) ১৭ই এপ্রিল ১৯৭১
উত্তর: খ
৮। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন ?
[দি.বো.‘২০দি]
(ক) এম. মনসুর আলী (খ) সৈয়দ নজরুর ইসলাম
(গ) তাজউদ্দীন আহমদ (ঘ) এ.এইচ.এম কামারুজ্জামান
উত্তর: গ
৯। মুজিব নগর সরকারের ‘বিশেষ দূ’ হিসেবে কাজ করেন কে ?
[কু.বো.২০]
(ক) অধ্যাপক ইউসুফ আলী (খ) বিচারপতি আবু সাঈদ চৌধুরী
(গ) অধ্যাপক মোজাফ্ফর আহমেদ (ঘ) খন্দকার মোশতাক আহমেদ
উত্তর: খ
১০। মুজিবনগর সরকার ১৯৭১ সালের কত তারিখে শপথ গ্রহন করেন ?
[য.বো.১৭]
(ক) ২৫ই মার্চ (খ) ১০ই এপ্রিল (গ) ১৭ই এপ্রিল (ঘ) ১৬ই ডিসেম্বর
উত্তর: গ
১১। যারা আওয়ামী লীগকে ক্ষমতা হস্তান্তর না করতে ষড়যন্ত্রে লিপ্ত ছিল -
i. ইয়াহিয়া খান
ii. আইয়ুব খান
iii. জুলফিকার আলী ভুট্টো
নিচের কোনটি সঠিক ?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i , ii ও iii
উত্তর: খ
১২। কোন বছর শিক্ষানীতি ঘোষনা করা হয় ?
[য.বো.১৯]
(ক) ২০১১ (খ) ২০১০ (গ) ২০০৮ (ঘ) ২০০৬
উত্তর: খ
১৩। ঢাকায় প্রত্যাবর্তনের পর স্বাধীন বাংলাদেশ সরকার কত তারিখে শাসন ক্ষমতা গ্রহন করে ?
(ক) ২২শে জানুয়ারি (খ) ২৬শে মার্চ (গ) ১৭ই এপ্রিল (ঘ) ২২শে ডিসেম্বর
উত্তর: ঘ
১৪। যুদ্ধবিধ্বস্ত সাড়ে সাত কোটি বাঙালির জন্য বড় চ্যালেঞ্জ ছিল কতটি ?
(ক) ৫টি (খ) ৬টি (গ) ৭টি (ঘ) ৮টি
উত্তর: গ
১৫। বাংলাদেশ প্রথম কত সালে সামরিক শাসন জারি করে ?
(ক) ১৯৭৫ সালে (খ) ১৯৭৭ সালে (গ) ১৯৭৮ সালে (ঘ) ১৯৮২ সালে
উত্তর: ক
১৬। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে অস্থায়ী সংবিধান আদেশ জারী করে ?
[রা.বো.২০]
(ক) ১৯৭২ সালের ১১ই জানুয়ারি (খ) ১৯৭২ সালের ১৫ই জানুয়ারি
(গ) ১৯৭২ সালের ২৬শে মার্চ (ঘ) ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর
উত্তর: ক
১৭। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন ‘বাংলাদেশ গণপরিষদ’ আশে জারী করে ?
[ম.বো.২০]
(ক) ১৯৭২ সালের ১০ই এপ্রিল (খ) ১৯৭২ সালের ২৩শে মার্চ
(গ) ১৯৭২ সালের ১১ই জানুয়ারি (ঘ) ১৯৭২ সালের ১০ই জানুয়ারি
উত্তর: খ
১৮। বাংলাদেশ গনপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়-
(ক) ১৯৭২ সালের ১১ই জানুয়ারি (খ) ১৯৭২ সালের ১০ই এপ্রির
(গ) ১৯৭২ সালের ১২ই আক্টোবর (ঘ) ১৯৭২ সালের ৪ঠা নভেম্বর
উত্তর: খ
১৯। খাদ্য নীতি -২০০৬ এর উদ্দেশ্য -
i. খাদ্য নিরাপত্তা অর্জন
ii. খাদ্যে স্বয়ংসম্পূর্নতা অর্জন
iii. দরিদ্র জনগোষ্ঠির পুষ্টি নিশ্চিত করা
নিচের কোনটি সঠিক ?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i , ii ও iii
উত্তর: খ
২০। গণতন্ত্র মুক্তি পাক , স্বৈরাচার নিপাত যাক - এ স্লোগানটিকে শরীরের লিখে মিছিলে অংশ গ্রহণ করেছিলেন কে ?
(ক) নূর হোসেন (খ) নূর মোহাম্মাদ (গ) মেনন হোসেন (ঘ) ইশতিয়াক আহমেদ
উত্তর: ক
২১। মুজিব নগর সরকার গঠনের প্রধান উদ্দেশ্য ছিল -
i. বাংলাদেশের পক্ষে বিশ্বজনমত সৃষ্টি করা
ii. মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য বিভিন্ন বাহিনী গঠন
iii. রাজনৈতিক নেতৃত্ব ও দল গঠন করা
নিচের কোনটি সঠিক ?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i , ii ও iii
উত্তর: ক
২২। জিয়াউর রহমান তার শাসনকে বৈধ করার জন্য কত তারিখে গণভোটের আয়োজন করেন ?
(ক) ১৯৭৬ সালের ৩০শে এপ্রিল (খ) ১৯৭৬ সালের ৩০শে মে
(গ) ১৯৭৭ সালের ৩০শে এপ্রিল (ঘ) ১৯৭৭ সালের ৩০শে মে
উত্তর: ঘ
২৩। ৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের তাৎপর্য হলো-
i. স্বাধীনতা অর্জন
ii. স্বাধীনতাকামী মানুষের অনুপ্রেরণা
iii. একটি ঐতিহাসিক দলিল
নিচের কোনটি সঠিক ?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i , ii ও iii
উত্তর: ঘ
২৪। এরশাদের সামরিক শাসনের অবসান ঘটে নিচের কোনটির মাধ্যমে ?
(ক) ১৯৭০ সালের নির্বাচন (খ) ৭৫-এর সামরিক অভ্যুস্থান
(গ) ৯০-এর গণঅভ্যুস্থান (ঘ) ৬৯-এর গণঅভ্যুস্থান
উত্তর: গ
২৫। ‘ইনডেমনিটি অধ্যাদেশ’ বাংলাদেশের সংবিধানের কততম সংশোধনীয় মাধ্যমে বৈধতা লাভ করেছিল ?
[সি.বো.২০]
(ক) ৪র্থ (খ) ৫ম (গ) ৬ষ্ঠ (ঘ) ৭ম
উত্তর: খ
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url