বাংলাদেশ ও বিশ্বপরিচয়; অধ্যায় ৫ : বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ
ভিডিও ক্লাস: এসএস সি বাংলাদেশ ও বিশ্বপরিচয়; অধ্যায় ৫ : বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ MCQ Part-5
SSC বাংলাদেশওবিশ্বপরিচয় Quiz সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ সমূহ
৫ম অধ্যায় ➤ ৫ম অধ্যায় কুইজ-5
১। নদীর ক্ষেত্রে কোনটি ব্রতিক্রম ?
(ক) হালদা (খ) কাপ্তাই (গ) বুড়িগঙ্গা (ঘ) কাসালাং
উত্তর: গ
২। বাংলাদেশে মোট কতগুলো নদী আছ?
(ক) ৪০০ টি (খ) ৫০০ টি (গ) ৬০০ টি (ঘ) ৭০০ টি
উত্তর: ঘ
৩. ধলেশ্বরীর শাখা নদী কোনটি?
(ক) তিস্তা (খ) গোমতি (গ) বুড়িগঙ্গা (ঘ) ইচ্ছামতি
উত্তর: গ
৪. মেঘনার শাখা নদী কোনটি?
(ক) তিতাস (খ) আত্রাই (গ) ধরলা (ঘ) কাসালং
উত্তর: ক
৫. মেঘনা নদীর উৎপত্তিস্থল কোথায়?
(ক) মেঘালয় (খ) সিকিম (গ) নাগা-মণিপুর (ঘ) পশ্চিমবঙ্গ
উত্তর: গ
৬.যমুনা নদী সৃষ্টির কারণ-
(ক) ভূমিকম্পন (খ) বন্যা (গ)নদী ভাঙন (ঘ) বৃষ্টিি
উত্তর: ক
৭। সুরমা ও কুশিয়ারার মিলিত প্রবাহের নাম কী ?
[ব.বো.১৯]
(ক) ধলেশ্বরী (খ) তিতাস (গ) বরাক (ঘ) কালনী
উত্তর: ঘ
৮। চিরহরিৎ বনভূমির গাছের পাতা -
i. একত্রে ফোটে না
ii. একত্রে ঝরে না
iii. একত্রে ফোটে এবং একত্রে ঝরে
নিচের কোনটি সঠিক ?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i , ii ও iii
উত্তর: ক
৯। ব্রহ্মপুত্রের উপনদী কেনটি ?
(ক) করতোয়া (খ) আত্রাই (গ) শীতলক্ষা (ঘ) ধরলা
উত্তর: ঘ
১০। বাংলাদেশের কোন অঞ্চলে মূল্যবান খনিজ সম্পদ পাওয়া গেছে ?
(ক) উত্তর (খ) পূর্ব (গ) দক্ষিন (ঘ) পশ্চিম
উত্তর: খ
১১। কোনটি নবায়নযোগ্য শক্তি সম্পদ ?
[কু.বো.২০]
(ক) কয়লা (খ) জলবিদ্যুৎ (গ) তেল (ঘ) প্রাকৃতিক গ্রাস
উত্তর: খ
১২। বাংলাদেশে বহু নদী হারিয়ে যাওয়ার কারণ কোনটি ?
[ম.বো.২০]
(ক) পাহাড় ধস (খ) বাঁধ দেওয়া (গ) ভূমিকম্প (ঘ) পলি জমা
উত্তর: ঘ
১৩। কোন নদী সিকিমের পাহাড়ী এলাকা থেকে উৎপত্তি হয়েছে ?
(ক) তিস্তা (খ) মেঘনা (গ) পদ্মা (ঘ) গোমতী
উত্তর: ক
১৪। পদ্মা যমুনার সাথে মিলিত হয়েছে কোন স্থানে ?
(ক) গোয়ালন্দের কাছে (খ) চাদপুরের কাছে (গ) বরিশালের কাছে (ঘ) নোয়াখালীর কাছে
উত্তর: ক
১৫। কোন নদীর উৎপত্তিস্থল লুসাই পাহাড়ে ?
(ক) পদ্মা (খ) মেঘনা (গ) কর্ণফুলী (ঘ) যমুনা
উত্তর: গ
১৬। জলবিদ্যুৎ কোন ধরনের শক্তি সম্পদ ?
[দি.বো.১৭]
(ক) নবায়নযোগ্য (খ) আণবিক (গ) রাসাযনিক (ঘ) পারমাণবিক
উত্তর: ক
১৭। তিস্তা ব্যারেজটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে -
i. কৃষিজমিতে
ii. পানি নিষ্কাশনে
iii. বন্যা পতিরোধে
নিচের কোনটি সঠিক ?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i , ii ও iii
উত্তর: গ
১৮। কোনটি অর্থনৈতিক উন্নয়নের পথ ত্বরান্বিত করবে ?
(ক) প্রাকৃতিক সম্পদ (খ) বনজ সম্পদ (গ) পানি সম্পদ (ঘ) খনিজ সম্পদ
উত্তর: ক
১৯। বাংলাদেশ ও মিয়ানমার সিমান্তে কোন নদী অবস্থিত ?
[সি.বো.১৯]
(ক) নাফ নদী (খ) তিস্তা (গ) পশুর নদী (ঘ) ফেনী নদী
উত্তর: ক
২০ । নাফ নদীর দৈর্ঘ্য কত ?
(ক) ৫৬ কি.মি (খ) ১২০ কি.মি (গ) ২০৮ কি.মি (ঘ) ৩২০ কি.মি
উত্তর: ক
২১। ক্রান্তীয় পাতাঝরা বনভূমিতে প্রধান বৃক্ষ কোনটি ?
(ক)গরান (খ) জারুল (গ) গেওয়া (ঘ) শালগাছ
উত্তর: ঘ
২২। ‘নদী বাচাও’ কর্মসূচি পালনের মূল উদ্দেশ্য কোনটি ?
[কু.বো.২০]
(ক) জনসচেতনতা (খ) বৈদেশিক মুদ্র অর্জন
(গ) কৃষি উৎপাদন বৃদ্ধি (ঘ) বেকার সমস্যা দূরীকরণ
উত্তর: ক
২৩। দেশের বেশ কিছু নদীতে পানীর প্রবাহ কম কনে ?
(ক) নৌযান বৃদ্ধি পাওয়া (খ) চর পড়ায় (গ) বাঁধ দেওয়ায় (ঘ) পানি দূষিত হওয়ায়
উত্তর: খ
২৪। খনিজ সম্পদে তুলনামূলক পিছিয়ে আছে দক্ষিণ এশিয়ার কোন দেশ ?
(ক) মিয়ানমার (খ) ভারত (গ) বাংলাদেশ (ঘ) নেপাল
উত্তর: ঘ
২৫। পানি সম্পদ ব্যবস্থাপনা বলতেকি বোঝ ?
[সি.বো.১৭]
(ক) পরিকল্পিত পানি প্রবাহ (খ) পরিকল্পিত প্রাপ্যতা ও ব্যবহার
(গ) পানির প্রবাহ নিশ্চত করা (ঘ) সকলের জন্য পানির প্রাপ্যতা
উত্তর: খ
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url