পরিমাপের একক মনে রাখার উপায়"মিসেকি"


পরিমাপের একক

যে আদর্শ পরিমাণের সাথে তুলনা করে কোনো ভৌত রাশিকে পরিমাপ করা হয় তাকে, পরিমাপের একক বলা হয়। 

অর্থাৎ, কোনো ভৌতরাশির যে নির্দিষ্ট ও সুবিধাজনক পরিমাণকে প্রমান ধরে প্রদত্ত রাশিটি বা  সমজাতীয় রাশিসমূহকে পরিমাপ করা হয়, তাকে ঐ রাশির একক বলে।
 কোন ভৌত রাশি পরিমাপের জন্য দুইটি জিনিসের প্রয়োজন হয়।
একটি হল রাশিটির মান এবং অন্যটি একক।

পরিমাপের একক মনে রাখার উপায় "মিসেকি"

পরিমাপকে প্রকাশ করার জন্য সংখ্যা ও একক দুটিই প্রয়োজন কেন?


 উত্তর : পরিমাপকে প্রকাশ করার জন্য সংখ্যা ও একক দুটিই প্রয়োজন। কেননা শুধু সংখ্যা বা শুধু একক, পরিমাপের ক্ষেত্রে কোনো অর্থ বহন করে না। 
যেমন—একটি কক্ষের দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে শুধু ১০ বা শুধু মিটার বললে কোনো অর্থ প্রকাশ পায় না।

অর্ধপরিবাহী মনে রাখার সহজ টেকনিক ”জাসি ক্যাগ্যা”

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url