মৌলিক রাশি মনে রাখার সহজ টেকনিক
ভিডিও ক্লাস: এস এস সি মৌলিক রাশি মনে রাখার সহজ টেকনিক
HSC Physics Quiz সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ সমূহ
বহুনির্বাচনী প্রশ্ন (Multiple Choice Questions)
মৌলিক রাশি
যে সব রাশি অন্য কোন রাশির উপর নির্ভরশীল নয়, বরং অন্য সকল রাশি এদের উপর নির্ভরশীল, সে সব রাশিকে মৌলিক রাশি বলে।
যেমন: দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা ইত্যাদি। ভর, দৈর্ঘ্য, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ।
রাশি
এ ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই রাশি।
মৌলিক রাশি সাতটি।
মৌলিক রাশি মনে রাখার সহজ টেকনিক হল:
”সতাত দৈদী ভপ”
স=সময়
তা=তাপমাত্রা
ত=তড়িৎ প্রবাহ
দৈ=দৈর্ঘ্য
দী=দীপন তীব্রতা
ভ=ভর
প=পদার্থের পরিমাণ
১৯৬০ সালে অনুষ্ঠিত বিজ্ঞানীদের যৌথ সম্মেলনে এ সাতটি রাশিকে মৌলিক রাশি হিসেবে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url