এসএস সি উচ্চতর গণিত ১৪তম অধ্যায়: সম্ভাবনা
SSC Higher math Quiz সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ সমূহ
১৪তম অধ্যায় ➤ ১৪ তম অধ্যায় কুইজ-14
১। কোনো ঘটনা ঘটার সম্ভাবনা P হলে, নিচের কোনটি সঠিক ?
(ক) 0 < P < 1 (খ) 0 ≤ P < 1(গ) 0 < P ≤ 1 (ঘ) 0 ≤ P ≤ 1
উত্তর: ঘ
২। ছক্কা নিক্ষেপ পরীক্ষা কি ধরনের পরীক্ষা ?
(ক) বিচ্ছিন্ন
(খ) অবিচ্ছিন্ন
(গ) দৈব
(ঘ) সমসম্ভাব্য
উত্তর: গ৩। নমুনাক্ষেত্রের প্রতিটি উপাদানকে কী বলে ?
(ক) ঘটনা (খ) সম্ভাবনা
(গ) নমুনাবিন্দু
(গ) নমুনাবিন্দু
(ঘ) নমুনাক্ষেত্রে
উত্তর: গ
উত্তর: গ
৪। সম্ভাবনার সীমা কোনটি ?
(ক) 0 < P < 1(খ) 0 ≤ P < 1(গ) 0 < P ≤ 1(ঘ) 0 ≤ P ≤ 1
উত্তর: ঘ
৫। m সংখ্যক ঘটনার মধ্যে n সংখ্যক ঘটনা ঘটার সম্ভাবনা কত ?
(ক) n/m (খ) m/n
(গ) m+n
(ঘ) mn
উত্তর: ক
(গ) অসম্ভব (ঘ) শর্তাধীন
উত্তর: গ
উত্তর: ঘ
(গ) অসম্ভব (ঘ) শর্তাধীন
উত্তর: গ
উত্তর: খ
উত্তর: ঘ
উত্তর:গ
উত্তর: গ
১৩। একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে মৌলিক বা জোড় উঠার সম্ভাবনা কত ?
(ক) 1/6 (খ) 1/2 (গ) 2/3 (ঘ) 5/6
উত্তর: ক
নিচের তথ্যের আলোকে (১৪ ও ১৬) নং প্রশ্নের উত্তর দাও:
দুটি নিরপেক্ষ মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলো ।
উত্তর: ক
উত্তর: ঘ
উত্তর: ঘ
উত্তর: ঘ
উত্তর: গ
উত্তর: ক
উত্তর: খ
উত্তর: গ
উত্তর: খ
উত্তর: গ
উত্তর: ক
উত্তর: ক
উত্তর: ক
৬। আকাশে উট উড়ে ----এটি কী ধরনের ঘটনা ?
(ক) নিশ্চিত (খ) স্বাধীন(গ) অসম্ভব (ঘ) শর্তাধীন
উত্তর: গ
৭। একটি ছক্কা নিক্ষিপে 7 উঠার সম্ভাবনা কত ?
(ক) 1/6 (খ) 1/7 (গ) 1 (ঘ) 0উত্তর: ঘ
৮। যদি P(A) = 0 হয় তাহলে A ঘটনাটি কী ঘটনা ?
(ক) নিশ্চিত (খ) স্বাধীন(গ) অসম্ভব (ঘ) শর্তাধীন
উত্তর: গ
৯। সূর্য পূর্ব দিকে উদিত হওয়ার সম্ভাবনা কত ?
(ক) 0 (খ) 1 (গ) 1/2 (ঘ) 1/3উত্তর: খ
১০। দুইটি মুদ্রা ও একটি ছক্কা নিক্ষেপ পরীক্ষায় সংঘটিত ঘটনা কয়টি ?
(ক) 3টি (খ) 12টি (গ) 18টি (ঘ) 24টিউত্তর: ঘ
১১। একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে বিজোড় সংখা আসার সম্ভাবনা কোনটি ?
(ক) 1/6 (খ) 1/3 (গ) 1/2 (ঘ) 1উত্তর:গ
১২। পাঁচ টাকার চারটি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলে , নমুনা বিন্দু কয়টি হবে ?
(ক) 4 (খ) 8 (গ) 16 (ঘ) 32উত্তর: গ
১৩। একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে মৌলিক বা জোড় উঠার সম্ভাবনা কত ?
(ক) 1/6 (খ) 1/2 (গ) 2/3 (ঘ) 5/6
উত্তর: ক
নিচের তথ্যের আলোকে (১৪ ও ১৬) নং প্রশ্নের উত্তর দাও:
দুটি নিরপেক্ষ মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলো ।
১৪। উভয় মুদ্রায় H পড়ার সম্ভবনা কত ?
(ক) 1/4 (খ) 1/2 (গ) 2/3 (ঘ) 3/4উত্তর: ক
১৫। বড়জোড় 1 টি H পড়ার সম্ভবনা কত ?
(ক) 1/4 (খ) 1/2 (গ) 2/3 (ঘ) 3/4উত্তর: ঘ
১৬। কমপক্ষে 1টি T পড়ার সম্ভবনা কত ?
(ক) 1/8 (খ) 1/2 (গ) 2/3 (ঘ) 3/4উত্তর: ঘ
১৭।MATHEMATICS শব্দটির প্রত্যেকটি বর্ণ আলাদা করে একটি বাক্সে রাখা হলো ।বাক্সটি থেকে নির্বিচারে একটি বর্ণ তুললে সেটি T হওয়ার সম্ভাবনা কত ?
(ক) 9/11 (খ) 2/9 (গ) 1/5 (ঘ) 2/12উত্তর: ঘ
১৮। আবহাওয়া দপ্তর হতে পাওয়া রিপোর্ট অনুযায়ী সেপ্টম্বর মাসে 19 দিন বৃষ্টি হয়েছে। তাহলে 8 ই সেপ্টম্বর বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত ?
(ক) 8/30 (খ) 19/31 (গ) 19/30 (ঘ) 8/31উত্তর: গ
১৯। 1থেকে 20 পর্যন্ত যৌগিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত ?
(ক) 11/20 (খ) 1/2 (গ) 7/20 (ঘ) 9/20উত্তর: ক
২০। একটি থলেতে চারটি সাদা বল ও পাঁচটি লাল বল অছে। দৈবভাবে একটি বল তুলে আনা হলে, বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত ?
(ক) 1/9 (খ) 4/9 (গ) 5/9 (ঘ) 1উত্তর: খ
২১। একটা থলেতে 12 টা লাল ও 18 টা কালো বল আছে। দৈবভাবে একটা বল নেওয়া হলো। বলটি কালো হওয়ার সম্ভাবনা কত ?
(ক) 1/3 (খ) 2/5 (গ) 3/5 (ঘ) 2/3উত্তর: গ
২২। 30 থেকে 40 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো হতে একটি সংখ্যা দৈবভাবে নেয়া হলো। সংখ্যাটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত ?
(ক) 3/11 (খ) 2/11 (গ) 3/10 (ঘ) 2/10উত্তর: খ
২৩। একটি শহরে 90 লক্ষ লোক বাস করে তার মধ্যে 35 লক্ষ নারী, 15 লক্ষ শিশু রয়েছে। দৈনভাবে একজনকে যদি নির্বাচন করা হয় তবে তার পুরুষ হওয়ার সম্ভাবনা কত ?
(ক) 7/18 (খ) 1/3 (গ) 4/9 (ঘ) 1/6উত্তর: গ
২৪। 1 থেকে 50 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা হতে 1টি সংখ্যা দৈবচয়নে নির্বাচন করলে সেটি পূর্ণবর্গ হওয়ার সম্ভাবনা কত ?
(ক) 7/50 (খ) 6/50 (গ) 1/20 (ঘ) 2/50উত্তর: ক
২৫। 2000সালে ফেব্রুয়ারি মাসে 7দিন বিৃষ্টি হয়েছিল 12 ফেব্রুয়ারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত ?
(ক) 7/29 (খ) 7/28 (গ) 7/30 (ঘ) 1/29উত্তর: ক
২৬।সর্বপ্রথম সম্ভাবনার একটি সংখ্যাভিত্তিক পরিমাপ উদ্ভাবন করেন--
(ক) ফরমেট (খ) বর্ণালী (গ) গ্যালিলিও (ঘ) পৈসুঁ
উত্তর: গ
এই প্রশ্নগুলোর ব্যাখ্যাসহ ভিডিও ক্লাস পেতে চাপ দিন- সম্ভাবনা
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url