এসএসসি জীববিজ্ঞান ১১তম অধ্যায়: জীবের প্রজনন

SSC ICT Quiz সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ সমূহ

  ১১তম অধ্যায় ➤  ১১তম অধ্যায় কুইজ-11

 ১। ফুলের অত্যাবশ্যকীয় অঙ্গাণু কয়টি ?

(ক) ২   (খ) ৩    (গ) ৪    (ঘ) ৫

উত্তর: ক

২। উভলিঙ্গ ফুল কোনটি ?

(ক) লাউ   (খ) কুমড়া   (গ) ঝিঙ্গা   (ঘ) জবা

উত্তর: ঘ

৩। একলিঙ্গ ফুল কোনটি ?

(ক) ঝিঙ্গা    (খ) জবা    (গ) মটর    (ঘ) ধান

উত্তর: খ

৪। স্ত্রী স্তবকের অপর নাম কী ?

(ক) গর্ভপত্র   (খ) গ্রভশয়   (গ) গর্ভমুন্ড   (ঘ) গর্ভকেশর 

উত্তর: ঘ

৫। পেঁপের ক্ষেত্রে প্রযোজ্য -

(i) একলিঙ্গ ফুল 

(ii) ভিন্নবাসী উদ্ভিদ

(iii) সবৃন্তক ফুল 

নিচের কোনটি সঠিক ?

(ক)  i ও ii  (খ)  i ও iii  (গ) ii ও iii  (ঘ) i , ii ও iii

উত্তর: ঘ

৬। কোন ফুলের পরাগদন্ড বহু গুচ্ছ ও পর-পরাগী ?

(ক) শিমুল   (খ) শসা   (গ) ধুতুরা   (ঘ) সরিষা

উত্তর: ক

৭। গ্রর্ভকেশর কোথায় অবস্থান করে ?

(ক) পাপড়ির বাহিরে   (খ) ফুলের কেন্দ্রে   (গ) বৃতির নিচে   (ঘ) পুংকেশরের পর্শ্বে

উত্তর: খ

৮। কোন ফুলে একগুচ্ছবিশিষ্ট পরাগদন্ড থাকে ?

(ক) জবা   (খ) ধুতুরা   (গ) শিমুল   (ঘ) মটর

উত্তর: ক

৯। কোনটি পতঙ্গ পরাগী ফুল ?

(ক) জবা  (খ)কদম (গ) শিমুল   (ঘ) কচু

উত্তর: ক

১০। পরাগরেণুর জেনারেটিভ কোষটি বিভাজিত হয়ে কতটি পুংজনন কোষ সৃষ্টি করে ?

(ক) ২   (খ) ৪   (গ) ৬   (ঘ) ৮

উত্তর: ক

১১। জার্মপোর কোথায় থাকে ?

(ক) ইনটাইন   (খ) এক্সাইন (গ) পরাগনালি  (ঘ) পরাগধানী

উত্তর: খ

১২। কোন পদ্ধতিতে গ্যামেট সৃষ্টি হয় ?

(ক) Fragmentation  (খ) Amitosis  (গ) Mitosis  (ঘ) Meiosis

উত্তর: ঘ

১৩। গর্ভযন্ত্রে কয়টি কোষ থাকে ?

(ক) দুইটি  (খ) তিনটি   (গ) চারটি   (ঘ) পাঁচটি

উত্তর: খ 

১৪। দশটি ভ্রুণ থলির গর্ভযন্তে মোট কতটি কেন্দ্রিকা ও ডিম্বাণু থাকে ?

(ক) ১০ও২০  (খ) ২০ও১০  (গ) ২০ও৩০   (ঘ) ৩০ও১০

উত্তর: খ

১৫। পরাগরেণু অঙ্কুরিত হয়ে গঠন করে-

(i) প্রতিপাদ কোষ

(ii) জেনারেটিভ

(iii) নালি কোষ

নিচের কোনটি সঠিক ?

(ক)  i ও ii  (খ)  i ও iii  (গ) ii ও iii  (ঘ) i , ii ও iii

উত্তর: গ

১৬। ফল ও বিজ উৎপাদনের পূর্বশর্ত কোনটি ?

(ক) পরাগায়ন  (খ) পুংজনন কোষ উৎপাদন 

(গ) স্ত্রীজনন কোষ উৎপাদন  (ঘ) নিষেক

উত্তর: ঘ

১৭। পরাগায়নের ফলে পরিণত পরাগরেণু কোথায় পতিত হয় ?

(ক) গর্ভাশয়ে  (খ) গর্ভদণ্ডে  (গ) গর্বপত্রে (ঘ) গর্ভমণ্ডে

উত্তর: ঘ

১৮। এন্ডোস্পার্ম কোষ হলো -

(ক) হ্যাপ্লয়েড   (খ) ডিপ্লয়েড   (গ) ট্রিপ্লয়েড   (ঘ) টেট্রাপ্লয়েড

উত্তর: গ

১৯। ভিত্তি কোস গঠন করে ?

(ক) ভ্রূণধারক   (খ) সস্য   (গ) বীজপত্র   (ঘ) ভ্রূণ

উত্তর: ক

২০। ফুলের ডিম্বাণু নিষিক্তকরণের পর ভিত্তি কোষ হতে সৃষ্টি হয -

(i) ভ্রূণধারক 

(ii) বীজপত্র ও ভ্রূণমূল

(iii) ভ্রূণকাণ্ড

নিচের কোনটি সঠিক ?

(ক)  i ও ii  (খ)  i ও iii  (গ) ii ও iii  (ঘ) i , ii ও iii

উত্তর: ঘ

২১। কোন অংশটি বীজে রূপান্তরিত হয় ?

(ক) ডিম্বক   (খ) পরাগ   (গ) গর্ভশয়   (ঘ) পুষ্পাক্ষ 

উত্তর: ক

২২। নিষিক্তকরণের পর গর্ভশয় কিসে পরিণত হয় ?

(ক) বীজ   (খ) ফুল   (গ) ফল   (ঘ) ভ্রূণ 

উত্তর: গ

২৩। বহিঃনিষেক ঘটে কোন ক্ষেত্রে ?

(ক) আরশোলা   (খ) ইলিশ   (গ) জবা   (ঘ) দোয়েল 

উত্তর: খ

২৪। নিচের কোন প্রাণীতে অন্তঃনিষেক ঘটে ?

(ক) তেলাপিয়া   (খ) ব্যাঙ   (গ) ইলিশ   (ঘ) হাঙর

উত্তর: ঘ

২৫। নিষিক্তকরণের কতদিন পর মস্তিষ্কের গঠন শুরু হয় ?

(ক) ১৪   (খ) ২৮   (গ) ৩৫   (ঘ) ৫৬

উত্তর: খ

এই প্রশ্নগুলোর ব্যাখ্যাসহ  ভিডিও ক্লাস পেতে চাপ দিন-   জীবের প্রজনন





এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url