এসএসসি জীববিজ্ঞান ১১তম অধ্যায়: জীবের প্রজনন
SSC ICT Quiz সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ সমূহ
১১তম অধ্যায় ➤ ১১তম অধ্যায় কুইজ-11
১। ফুলের অত্যাবশ্যকীয় অঙ্গাণু কয়টি ?
(ক) ২ (খ) ৩ (গ) ৪ (ঘ) ৫
উত্তর: ক
২। উভলিঙ্গ ফুল কোনটি ?
(ক) লাউ (খ) কুমড়া (গ) ঝিঙ্গা (ঘ) জবা
উত্তর: ঘ
৩। একলিঙ্গ ফুল কোনটি ?
(ক) ঝিঙ্গা (খ) জবা (গ) মটর (ঘ) ধান
উত্তর: খ
৪। স্ত্রী স্তবকের অপর নাম কী ?
(ক) গর্ভপত্র (খ) গ্রভশয় (গ) গর্ভমুন্ড (ঘ) গর্ভকেশর
উত্তর: ঘ
৫। পেঁপের ক্ষেত্রে প্রযোজ্য -
(i) একলিঙ্গ ফুল
(ii) ভিন্নবাসী উদ্ভিদ
(iii) সবৃন্তক ফুল
নিচের কোনটি সঠিক ?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i , ii ও iii
উত্তর: ঘ
৬। কোন ফুলের পরাগদন্ড বহু গুচ্ছ ও পর-পরাগী ?
(ক) শিমুল (খ) শসা (গ) ধুতুরা (ঘ) সরিষা
উত্তর: ক
৭। গ্রর্ভকেশর কোথায় অবস্থান করে ?
(ক) পাপড়ির বাহিরে (খ) ফুলের কেন্দ্রে (গ) বৃতির নিচে (ঘ) পুংকেশরের পর্শ্বে
উত্তর: খ
৮। কোন ফুলে একগুচ্ছবিশিষ্ট পরাগদন্ড থাকে ?
(ক) জবা (খ) ধুতুরা (গ) শিমুল (ঘ) মটর
উত্তর: ক
৯। কোনটি পতঙ্গ পরাগী ফুল ?
(ক) জবা (খ)কদম (গ) শিমুল (ঘ) কচু
উত্তর: ক
১০। পরাগরেণুর জেনারেটিভ কোষটি বিভাজিত হয়ে কতটি পুংজনন কোষ সৃষ্টি করে ?
(ক) ২ (খ) ৪ (গ) ৬ (ঘ) ৮
উত্তর: ক
১১। জার্মপোর কোথায় থাকে ?
(ক) ইনটাইন (খ) এক্সাইন (গ) পরাগনালি (ঘ) পরাগধানী
উত্তর: খ
১২। কোন পদ্ধতিতে গ্যামেট সৃষ্টি হয় ?
(ক) Fragmentation (খ) Amitosis (গ) Mitosis (ঘ) Meiosis
উত্তর: ঘ
১৩। গর্ভযন্ত্রে কয়টি কোষ থাকে ?
(ক) দুইটি (খ) তিনটি (গ) চারটি (ঘ) পাঁচটি
উত্তর: খ
১৪। দশটি ভ্রুণ থলির গর্ভযন্তে মোট কতটি কেন্দ্রিকা ও ডিম্বাণু থাকে ?
(ক) ১০ও২০ (খ) ২০ও১০ (গ) ২০ও৩০ (ঘ) ৩০ও১০
উত্তর: খ
১৫। পরাগরেণু অঙ্কুরিত হয়ে গঠন করে-
(i) প্রতিপাদ কোষ
(ii) জেনারেটিভ
(iii) নালি কোষ
নিচের কোনটি সঠিক ?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i , ii ও iii
উত্তর: গ
১৬। ফল ও বিজ উৎপাদনের পূর্বশর্ত কোনটি ?
(ক) পরাগায়ন (খ) পুংজনন কোষ উৎপাদন
(গ) স্ত্রীজনন কোষ উৎপাদন (ঘ) নিষেক
উত্তর: ঘ
১৭। পরাগায়নের ফলে পরিণত পরাগরেণু কোথায় পতিত হয় ?
(ক) গর্ভাশয়ে (খ) গর্ভদণ্ডে (গ) গর্বপত্রে (ঘ) গর্ভমণ্ডে
উত্তর: ঘ
১৮। এন্ডোস্পার্ম কোষ হলো -
(ক) হ্যাপ্লয়েড (খ) ডিপ্লয়েড (গ) ট্রিপ্লয়েড (ঘ) টেট্রাপ্লয়েড
উত্তর: গ
১৯। ভিত্তি কোস গঠন করে ?
(ক) ভ্রূণধারক (খ) সস্য (গ) বীজপত্র (ঘ) ভ্রূণ
উত্তর: ক
২০। ফুলের ডিম্বাণু নিষিক্তকরণের পর ভিত্তি কোষ হতে সৃষ্টি হয -
(i) ভ্রূণধারক
(ii) বীজপত্র ও ভ্রূণমূল
(iii) ভ্রূণকাণ্ড
নিচের কোনটি সঠিক ?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i , ii ও iii
উত্তর: ঘ
২১। কোন অংশটি বীজে রূপান্তরিত হয় ?
(ক) ডিম্বক (খ) পরাগ (গ) গর্ভশয় (ঘ) পুষ্পাক্ষ
উত্তর: ক
২২। নিষিক্তকরণের পর গর্ভশয় কিসে পরিণত হয় ?
(ক) বীজ (খ) ফুল (গ) ফল (ঘ) ভ্রূণ
উত্তর: গ
২৩। বহিঃনিষেক ঘটে কোন ক্ষেত্রে ?
(ক) আরশোলা (খ) ইলিশ (গ) জবা (ঘ) দোয়েল
উত্তর: খ
২৪। নিচের কোন প্রাণীতে অন্তঃনিষেক ঘটে ?
(ক) তেলাপিয়া (খ) ব্যাঙ (গ) ইলিশ (ঘ) হাঙর
উত্তর: ঘ
২৫। নিষিক্তকরণের কতদিন পর মস্তিষ্কের গঠন শুরু হয় ?
(ক) ১৪ (খ) ২৮ (গ) ৩৫ (ঘ) ৫৬
উত্তর: খ
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url