এসএস সি জীববিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায়: জীবে পরিবহন
SSC ICT Quiz সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ সমূহ
৬ষ্ঠ অধ্যায় ➤ ৬ষ্ঠ অধ্যায় কুইজ-6
১। ফ্লাইড অফ লাইফ বলা হয় নিচের কোনটিকে ?
(ক) পানি (খ) রক্তরস (গ) রক্তকণিকা (ঘ) লসিকা
উত্তর: ক
২। পূর্ণবয়স্ক মানুষের দেহে পানির পরিমাণ কত ?
(ক) ৪৫-৬০% (খ) ৬০-৬৫% (গ) ৭০-৭৫% (ঘ) ৭৫-৮০%
উত্তর: গ
৩। বর্ষাকালে ঘরের দরজা আটকানো কষ্টকর হয় কোনটির জন্য ?
(ক) অভিস্রবণ (খ) ব্যাপন (গ) ইমবাইবিশন (ঘ) প্রস্বেদন
উত্তর: গ
৪। নিচের কোনটি হাইড্রোফিলিক পদার্থ নয় ?
(ক) সেলুলোজ (খ) কিউটিন (গ) স্টার্চ (ঘ) জিলাটিন
উত্তর: খ
৫। কোনটি হাইড্রোফিলিক পদার্থ ?
(i) স্টার্চ
(ii) জিলাটিন
(iii) লিগনিন
নিচের কোনটি সঠিক ?
(ক) i (খ) ii (গ) i ও ii (ঘ) i , ii ও iii
উত্তর: গ
৬। সুগন্ধির ক্ষুদ্র কণা বাতাসে ছড়িয়ে পড়া কোন ধরনের প্রক্রিয়া ?
(ক) ভৌত (খ) জৈব (গ) জৈব রাসায়নিক (ঘ) রাসায়নিক
উত্তর: ক
৭। মধুতে আঙ্গুর ডুবিয়ে রাখলে কী হবে ?
(ক) বহিঃঅভিস্রবন (খ) অন্তঃঅভিস্রবন (গ) ইমবাইবিশন (ঘ) ব্যাপন
উত্তর: ক
৮। শুকনো কিশমিশ পানিতে ভিজিয়ে রাখলে কোন প্রক্রিয়ায় ফুলে উঠে ?
(ক) ইমবাইবিশন (খ) ব্যাপন (গ) অভিস্রবন (ঘ) প্রস্বেদন
উত্তর: গ
৯। কোন প্রক্রিয়ায় উদ্ভিদে খনিজ পদার্থ পাশের কোষে স্থানান্তরিত হয় ?
(ক) ইমবাইবিশন (খ) অভিস্রবন (গ) ব্যাপন (ঘ)শ্বসন
উত্তর: খ
১০। মূল দ্বারা উত্তোলিত পানির সর্বশেষ গন্তব্য কোনটি ?
(ক) এপিডার্মিস (খ) সীভনল (গ) এন্ডোডার্মিস (ঘ) মেসোফিল টিস্যু
উত্তর: ঘ
১১। উদ্ভিদের জন্য সহজলভ্য পানি কোনটি ?
(ক) অভিকর্ষীয় পানি (খ) কৈশিক পানি
(গ) মাটির কণা শোষিত পানি (ঘ) বাষ্পকণা জাত পানি
উত্তর: খ
১২। কোন প্রক্রিয়ায় উদ্ভিদে খনিজ পদার্থ পাশের কোষে স্থানান্তরিত হয় ?
(ক) ইমবাইবিশন (খ) অভিস্রবন (গ) ব্যাপন (ঘ)শ্বসন
উত্তর: খ
১৩। ক্যালোজ জমা হয় নিচের কোনটিতে ?
(ক) ভেসেলে (খ) সিভপ্লেট (গ) সঙ্গীকোষ (ঘ) ট্রার্কিড
উত্তর: খ
১৪। কোনটি ‘প্রয়োজনীয় অমঙ্গল‘ বলা হয় ?
(ক) ইমবাইবিশন (খ) ব্যাপন (গ) অভিস্রবন (ঘ) প্রস্বেদন
উত্তর: ঘ
১৫। পত্ররন্ধ্রীয় প্রস্বেদনের হার কত ?
(ক) ৭৫-৮০% (খ) ৮০-৮৫% (গ) ৮৫-৯০% (ঘ) ৯০-৯৫%
উত্তর: ঘ
১৬। প্রস্বেদনের বাহ্যিক প্রভাবক কোনটি ?
(ক) পাতার আয়তন (খ) পত্রের সংখ্যা (গ) আপেক্ষিক আর্দ্রতা (ঘ) খনিজ পদার্থ
উত্তর: গ
১৭। সারা দেহে রক্ত প্ররিভ্রমনের জন্য কত মিনিট সময় লাগে ?
(ক) ৪ (খ) ৩ (গ) ২ (ঘ) ১
উত্তর: ঘ
১৮। মানবদেহে তাপের সমতা রক্ষা করা কোনটির কাজ ?
(ক) হরমোন (খ) এনজাইম (গ) লসিকা (ঘ) রক্ত
উত্তর: ঘ
১৯। রক্তে CO2 কিরূপে থাকে ?
(ক) বাই কার্বনেট (খ) কার্বনিক এসিড (গ) কার্ব এসিড যৌগ (ঘ) সালফেট
উত্তর: ক
২০। রক্তরসে শতকরা পানির পরিমাণ কত ?
(ক) ৮-৯% (খ) ৯০-৮৫% (গ) ৯০-৯১% (ঘ) ৯১-৯২%
উত্তর: ঘ
২১। B রক্তের গ্যুপে কোন অ্যান্টিবডি থাকে ?
(ক) b (খ) a (গ) নেই (ঘ) a , b
উত্তর: খ
২২। কোন গ্রুপধারী ব্যাক্তিদেরকে সর্বজনীন রক্তদাতা বলা হয় ?
(ক) A (খ) B (গ) AB (ঘ) O
উত্তর: ঘ
২৩। হৃৎপিন্ডের প্রাচীর কয় স্তরবিশিষ্ট ?
(ক) ১ (খ) ২ (গ) ৩ (ঘ) ৪
উত্তর: গ
২৪। কোনটির অভাবে রক্তশূন্যতা হয় -
(i) লৌহের
(ii) ফলিক এসিড
(iii) ভিটামিন বি-১২
নিচের কোনটি সঠিক ?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i , ii ও iii
উত্তর: ঘ
২৫। কোলেস্টরল কোন হাইড্রোকার্বন থেকে উৎপন্ন হয় ?
(ক) ইথানল (খ) কোলেস্টেইন (গ) ফ্যাটি এসিড (ঘ) ফরমালডিহাইড
উত্তর: খ
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url