এসএস সি জীববিজ্ঞান ৫ম অধ্যায়: খাদ্য ,পুষ্টি এবং পরিপাক
SSC ICT Quiz সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ সমূহ
৫ম অধ্যায় ➤ ৫ম অধ্যায় কুইজ-5
১। উদ্ভিদের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান কয়টি ?
[ ম. বো. ‘২০]
(ক) 16 (খ) 10 (গ) 6 (ঘ) 4
উত্তর : ক
২। ম্যাক্রো-উপাদান কয়টি ?
[ দি. বো. ‘১৬]
(ক) ৬ (খ) ৭ (গ) ৮ (ঘ) ১০
উত্তর : ঘ
৩। উদ্ভিদের ম্যাক্রো উপাদান কোনটি ?
[ চ. বো. ‘১৯]
(ক) Cu (খ) CI (গ) Ca (ঘ) Mo
উত্তর : গ
৪। উদ্ভিদের কোষ কলায় পানির পরিমান বৃদ্ধি করে কোনটি ?
[ পুলিশ লাউন মাধ্যমিক বিদ্যালয়,যশোর]
(ক) P (খ) N (গ) S (ঘ) K
উত্তর : খ
৫। ক্লোরোফিলের প্রধান উপকরণ নিচের কোনগুলো ?
[ ম. বো.‘২২,খুলনা জিলা স্কুল,খুলনা]
(ক) আয়রন, ফসফরাস (খ) পটাসিয়াম,ক্যালসিয়াম
(গ) নাইট্রোজেন,ম্যাগনেসিয়াম (ঘ) সালফার,বোরন
উত্তর : গ
৬। সুগারবিট এর মূল ্ও কান্ডের বৃদ্ধির জন্য কোন মৌলটি প্রয়োজন ?
(ক) ক্লোরিন (খ) পটাশিয়াম
(গ) সোডিয়াম (ঘ) তামা
উত্তর: ক
৭। সুমিষ্ট আখ পেতে জমিতে প্রয়োগ করতে হবে --
(ক) ইউরিয়া (খ) পটাশিয়াম
(গ) বোরন (ঘ) ম্যাংগানিজ
উত্তর: গ
৮। কোনটি সাইটোক্রোমের গাঠনিক উপাদান ?
(ক) পটাশিয়াম (খ) ফসফরাস
(গ) লৌহ (ঘ)কপার
উত্তর: গ
৯। পাতার লাল দাগ দেখা যায় কোন পুষ্টির অভাবে ?
(ক) P (খ) K (গ) Ca (ঘ) S
উত্তর: ঘ
১০। উদ্ভিদের পাতার সবুজ রং হালকা হয়ে যায় কোনটির অভাবে ?
(ক) ক্যালসিয়াম (খ) ফসফরাস
(গ) পটাসিয়াম (ঘ)ম্যাগনেসিয়াম
উত্তর: ঘ
১১। শাখার শীর্ষ মরে যায় কোনটির অভাবে ?
(ক) ম্যাগনেসিয়াম (খ) বোরন
(গ) লৌহ (ঘ) নাইট্রোজেন
উত্তর: খ
১২। ক্যালসিয়ামের অভাবজনিত লক্ষণ কোনটি ?
(ক) পার্শ্বমুকুল মরে যায় (খ) পাতা বেগুনি রং ধারন করে
(গ) কোষ বিভাজন হ্রাস পায় (ঘ) উদ্ভিদ হঠাৎ নেতিয়ে পড়ে
উত্তর: ঘ
১৩। দ্বি-শর্করার উৎস কোনটি ?
(ক) চিনি ও দুধ (খ) চিনি ও আলু
(গ) দুধ ও মধু (ঘ) আটা ও চিনি
উত্তর: ক
১৪। কোন খাবারে ক্যালরি মান বেশি থাকে ?
(ক) ভাত (খ) আলু (গ) রুটি (ঘ) খিচুরি
উত্তর: ঘ
১৫। কোন খাদ্য থেকে দ্রুত শক্তি পা্ওয়া যায় ?
(ক) দই (খ) আখের গুড়
(গ) আমের রস (ঘ) ভাত
উত্তর: গ
১৬। কোনটি কার্বোহাইড্রেট তৈরি করতে সক্ষম ?
(ক) ফাইটোপ্লঙ্কটন (খ) রাইবোজিয়াম
(গ) মাশরুম (ঘ) ঘাসফড়িং
উত্তর: গ
১৭। নিচের কোন খাদ্যের শ্বেতসার সহঝে হজম হয় ?
(ক) ভাত ও সিদ্ধ আলু (খ) গম ও চাল
(গ) আলু ও আটা (ঘ) ভাত ও আটা
উত্তর: ক
১৮। কোন খাবারটি চর্বিতে দ্রবনীয় ভিটামিন আছে ?
(ক) লাল আটা (খ) মুগডাল (গ) টমেটো (ঘ) মাখন
উত্তর: ঘ
১৯। ভোজ্য তেলে কোন ভিটামিন থাকে ?
(ক) এ (খ) বি (গ) সি (ঘ) ডি
উত্তর: ঘ
২০। অধিকাংশ সময় আবদ্ধ স্থানে অবস্থান করলে শরীরে কোন ভিটামিনের ঘাটতি হতে পারে ?
(ক) B (খ) D (গ) E (ঘ) K
উত্তর: খ
২১। পিত্তরসে কোন উপাদানটি অনুপস্খিত ?
(ক) পিত্তলবণ (খ) কোলেস্টেরল (গ) ভিটামিন (ঘ) খনিজ লবণ
উত্তর: গ
২২। আঁশযুক্ত খাদ্য কোনটি ?
(ক) মাছ (খ) মাংশ (গ) সবজি (ঘ) ডিম
উত্তর: গ
২৩। কোন খাবার খেলে ক্ষুধা প্রবণতা হ্রাস পায় ?
(ক) আঁশযুক্ত খাবার (খ) প্রোটিনযুক্ত খাবার
(গ) শর্করাযুক্ত খাবার (ঘ) স্নেহজাতীয় খাবার
উত্তর: ক
২৪। খাদ্য পিরামিডের উপর থেকে ২য় স্তরে কোন খাদ্য রয়েছে ?
(ক) ডিম ও মাছ (খ) কুমড়া ও আম (গ) মাংশ ও তেল (ঘ) ভাত ও রুটি
উত্তর: ক
২৫। খাদ্য পিরামিডের নিচের স্তরে কোন খাদ্য উপাদান কোনটি ?
(ক) ভিটামিন (খ) শর্করা (গ) স্নেহ (ঘ) আমিষ
উত্তর: খ
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url