এইচ এস সি পদার্থবিজ্ঞান অধ্যায় ১০ : আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ব


 

HSC Physics Quiz সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ সমূহ

১০ম অধ্যায় ➤  ১০ম অধ্যায় কুইজ-10

বহুনির্বাচনী প্রশ্ন (Multiple Choice Questions)

১। স্বাভাবিক তাপমাত্রা ও চাপে 1 mole আদর্শ গ্যাসে তাপমাত্রা 1 K বাড়ালে যে কাজ সম্পন্ন করে 
তা হলো -       [বুয়েট ১০-১১]
A. 8.314 J  B. 4200 J  C. 3.36x10^3J   D. 4.2 J
Ans: A 
২। গরম বস্তু ঠান্ডা করতে কোনটি অধিক উপযুগী ?
[বুয়েট ১২-১৩]
A. শীতল বাতাস  B. শীতল পানি  C. বরফ   D. শুষ্ক বরফ
Ans: B
৩। তাপ ধারণ ক্ষমতার মাত্রা সমিকরণ কোনটি ?
[বুয়েট ১২-১৩]
A. ML^2T^1 0-2    B. ML^2T-2 0-1  C. ML-1T-2 0-1  
D. ML-2T-2 0-1     E. ML-1T-1 0-1
Ans: B
৪। একটি বন্ধ সিলিন্ডরে 10gm অক্সিজেন  গ্যাস আছে। 30০C তাপমাত্রয় কী পরিমান গতিশক্তি লাভ করবে ? 
[কুয়েট ১৬-১৭]
A. 1080.28J   B. 1108.28J   C. 1801.28J   D. 1100J   
Ans: C
৫। কত তাপমাত্রায় অক্সিজেন অনুর গড় বর্গবেগের বর্গমূল মান-100০C তাপমাত্রার হাইড্রোজেনের গড় বর্গবেগের বর্গমূলের মানের সমান হবে ?
[কুয়েট ১৬-১৭]
A. -100০C   B. 0০C   C. 273০C    D. 2495০C   E. 2768০C
Ans: D
৬। কত ডিগ্রী সেন্টিগ্রেড তাপমাত্রায় অক্সিজেন অণুর মূল গড় বর্গ -100০C তাপমাত্রায় হাইড্রোজেন অণুর মূল গড় বর্গবেগের সমান হবে ?
[কুয়েট ১৫-১৬]
A. 2495০C  B. 2768০C   C. 4368০C  D. 4095K  E. -100০C
Ans: A
৭। 30০C তাপমাত্রায় কিছু পরিমান শুষ্ক বায়ুকে আকস্মিকভােবে আয়তনের অর্ধেকে সংকুচিত করা হল । চূড়ান্ত তাপমাত্রা কত ?
[কুয়েট ১৫-১৬]
A. 122.9০C   B. 410K   C. 126.81০C   D. 395.6K  E. 127০C
Ans: C
৮। একটি 500m^3 আয়তনের ঘরের বাতাসের তাপমাত্রা 37০C এয়ার কুলার ব্যবহার করার              জন্য বাতাসের তাপমাত্রা কমে 22০C হলে। যদি ঘরে বায়ুচাপ সমান থাকে, তবে সতকরা কত ভাগ বাতাস ঘরের মধ্যে আসবে/বাহির হয়ে যাবে ?
[চুয়েট ১৪-১৫]
A. 4.84%    B. 2.42%   C. 24.2%     D. Done  
Ans: A
৯। একটি বড় পাত্রের আয়তন 480m^3 এবং তাপমাত্রা 273 K. এ উন্নীত হলে বায়ুর শতকরা কত অংশ বের হয়ে যাবে ?
[চুয়েট ১৪-১৫]
A. 171%   B. 48.71%    C.  20.17%    D. None  
Ans: A
১০। একটি বড় পাত্রের আয়তন 480 cm^3 এবং তাপমাত্রা 293 K। তাপমাত্রা 298 K এ উন্নীত করলে   শতকরা যে পরিমান বায়ু বের হয়ে যাবে- (চাপ অপরিবর্তিত থাকবে)
[চুয়েট ১২-১৩]
A. 2.71%    B. 1.71%    C. 4.88%    D. None  
Ans: B
১১। সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত ?
[রুয়েট ১২-১৩]
A. R=8.314 J/k/mol  B. R=8.314 J/k  C. R=314 J/mol   D. R=314 kJ/mol  
Ans: A
১২। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কম হলে বাস্তবায়ন-
[রুয়েট ১০-১১]
A. তাড়াতাড়ি হবে  B. ধীরে হবে   C. একই তাকবে   D. গরম হবে   
Ans: A
১৩। 100 ডিগ্রি সেলসিয়াসে পানির বাষ্পের চাপ হয় ?
[মেডিকেল ২০-২১]
A. 760 mm Hg  B. 55 mm Hg   C. 355 mm Hg   D. 1489 mm Hg 
Ans: A
 ১৪। পরম শূন্য তাপমাত্রা হচ্ছে ঋণাত্মক-
[মেডিকেল ১৯-২০]
A. 273.45০C  B. 2273.25০C   C. 273.15০C   D. 275.35০
Ans: C
১৫। নিচের কোনটি পরম শূন্য তাপমাত্রা ?
[ আর্মি মেডিকেল ২০-২১ ]
A.33০C    B. -273০C   C.  40০C  D.  1.99
Ans:A
১৬। নিম্নের কোনটি 10০C তাপমাত্রার শুষ্ক বাল্বের গ্লেসিয়ারের ‍উৎপাদক ( G ) ?
[ডেন্টাল ১০-১১]
A.  2.06   B.7.82   C. 40.4   D. 1.99 
Ans : A 
১৭। কোনো আর্দশ গ্যাসের তাপমাত্রা কেলভিন স্কেলে 4 গুন বৃদ্ধি পেঁলে তার অনুগুলোর মূল গড় বর্গবেগ কতগুন বৃদ্ধি পাবে ? 
[ঢাবি ২০-২১ ]
A. 4     B. 1/2    C. 2   D.1
Ans : C
১৮। একটি আর্দশ গ্যসের নমুনার তাপমাত্রা 20૦C,যদি নমুনাটির চাপ এবং আয়তন দ্বিগুণ করা হয়, তবে পরিবর্তিত তাপমাত্রা কত ? 
[ঢাবি ১৩-১৪]
A. 20૦C    B. 80૦C   C. 900૦C  D. 1200૦C  
Ans: C
১৯। ব্যাসার্ধ ভেক্টর ও প্রযুক্ত বলের বেক্টর গুণনকে কী বলে ?
[ঢাবি (অর্থনীতি) ২০-২১ ]
A. জড়তার ভ্রমক   B. টর্ক   C. কৌনিক ভরবেগ   D. চক্রগতির ব্যাসার্ধ 
Ans: B
২০। একটি ত্রি-পারমানোবিক অণুর স্বাধীনতার মাত্রার সংখ্যা হলো-
[ঢাবি .গার্হস্থ্য ১৭-১৮ ]
A. 3    B. 6   C. 7    D. 9 
Ans: B
২১। গড় মুক্ত পথ (mean free path) গ্যাসের ঘনত্ব (density) এর-
[জবি ১৬-১৭ ]
A. সমানুপক    B. বর্গের ভ্যস্তানুপাতিক   
C. বর্গের সমানুপাতিক  D. ব্যস্তানুপাতিক 
Ans: D
২২। প্রমাণ তাপমাত্রা এবং চাপে কোন গ্যাস-এর অণুগুলোর গড় বর্গ বেগের বর্গমূল নির্ণয় কর । 
(প্রমাণ তাপমাত্রা এবং চাপে ঐ গ্যাসের ঘনত্ব 1.4 kg/m^3)
[জবি ০৮-০৯ ]
A. 469.1ms-1    B. 421.2 ms-1  C. 495.9 ms-1  D. 591.2 ms-1 
Ans: C
২৩। 27૦C তাপমাত্রার গ্যাসকে কত তাপমাত্রায় নেয়া হলে গড় বেগ দ্বিগুণ হবে ?
[জবি (H) ২০-২১ ]
A. 1200K    B. 1050K    C. 1300K    D. 1350K 
Ans:A
২৪। S.T.P তে সকল গ্যাসের মোলার আয়তন-
[জাবি ১৮-১৯ ]
A. 22.4 L   B. 22.9 L   C. 28.4 L   D. 22.8 L  
Ans: A
২৫। কোনটির উর বাষ্পায়ন নির্ভর করে না ?
[জাবি ১৮-১৯ ]
A. তরলের প্রকৃতি    B. বায়ুর তাপমাত্রা  
C. তরলের তাপমাত্রা   D. বায়ুর আর্দ্রতা  
Ans: D


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url