এস এস সি পদার্থবিজ্ঞান ৫ম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ
ভিডিও ক্লাস: ৫ম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ MCQ Part-6
বহুনির্বাচনী প্রশ্ন (Multiple Choice Questions)
১। একক ক্ষেত্রফলের ওপর লম্বাভাবে প্রযুক্ত বলের মানকে কী বলে ?
(ক) চাপ (খ) বল (গ) বেগ (ঘ) কাজ
উত্তর: ক
২। চাপের একক কোনটি ?
(ক) নিউটন (খ) জুল (গ) প্যাসকেল (ঘ) ওয়াট
উত্তর: গ
৩। এক গ্যাসকেল =কত ?
(ক) 1 Nm-1 (খ) 1 Nm (গ) 1Nm-2 (ঘ) 1N-1m-2
উত্তর: গ
৪। চাপের মাত্রা কোনটি ?
(ক) ML^2T-2 (খ) ML-2T-1 (গ) ML T-2 (ঘ) ML-1T-2
উত্তর: ঘ
৫। লোহার ঘনত্ব কোনটি ?
(ক) 7.80 mg/cc (খ) 13.79 mg/cc
(গ) 19.30 mg/cc (ঘ) 2.60 mg/cc
উত্তর: ক
৬। কোন সাগরের পানিতে মানুষ ভাসে ?
(ক) Red sea (খ) Dead sea (গ) Blue sea (ঘ) Cat sea
উত্তর: খ
৭। কোন তাপমাত্রায় বিশুদ্ধ পানির ঘনত্ব 1000 kmg-3 ?
(ক) 0 C (খ) 2 C (গ) 4 C (ঘ) 100 C
উত্তর: গ
৮। কোনো বস্তু 70% পানিতে নিমজ্জিত হলে বস্তুটির ঘনত্ব কত ?
(ক) 70kgm-3 (খ) 700kgm-3 (গ) 0.70kgm-3 (ঘ) 7000kgm-3
উত্তর: খ
(ক) চাপ (খ) বল (গ) বেগ (ঘ) কাজ
উত্তর: ক
২। চাপের একক কোনটি ?
(ক) নিউটন (খ) জুল (গ) প্যাসকেল (ঘ) ওয়াট
উত্তর: গ
৩। এক গ্যাসকেল =কত ?
(ক) 1 Nm-1 (খ) 1 Nm (গ) 1Nm-2 (ঘ) 1N-1m-2
উত্তর: গ
৪। চাপের মাত্রা কোনটি ?
(ক) ML^2T-2 (খ) ML-2T-1 (গ) ML T-2 (ঘ) ML-1T-2
উত্তর: ঘ
৫। লোহার ঘনত্ব কোনটি ?
(ক) 7.80 mg/cc (খ) 13.79 mg/cc
(গ) 19.30 mg/cc (ঘ) 2.60 mg/cc
উত্তর: ক
৬। কোন সাগরের পানিতে মানুষ ভাসে ?
(ক) Red sea (খ) Dead sea (গ) Blue sea (ঘ) Cat sea
উত্তর: খ
৭। কোন তাপমাত্রায় বিশুদ্ধ পানির ঘনত্ব 1000 kmg-3 ?
(ক) 0 C (খ) 2 C (গ) 4 C (ঘ) 100 C
উত্তর: গ
৮। কোনো বস্তু 70% পানিতে নিমজ্জিত হলে বস্তুটির ঘনত্ব কত ?
(ক) 70kgm-3 (খ) 700kgm-3 (গ) 0.70kgm-3 (ঘ) 7000kgm-3
উত্তর: খ
৯। সমআয়তনের নিচের কোনটির জড়তা বেশি ?
(ক) লোহা (খ) সোনা (গ) বরফ (ঘ) রূপা
উত্তর: খ
১০। ঘনত্ব মাপার যন্ত্র কোনটি ?
(ক) ব্যারোমিটার (খ) হাইড্রোমিটার
(গ) স্পিডোমিটার (ঘ) ভোল্টমিটার
উত্তর: খ
১১। 0.5m^3 আয়োতনের একটি বস্তুর ভর 10kg হলে ,বস্তুটির ঘনত্ব কত ?
(ক) 0.005kgm-3 (খ) 0.05kgm-3
(গ) 5 kgm-3 (ঘ) 20kgm-3
উত্তর: ঘ
১২। 4 C তাপমাত্রায় পানির আপেক্ষিক গুরুত্ব কত ?
(ক) 1 (খ) 2 (গ) 1.5 (ঘ) 2.5
উত্তর: ক
১৩। পানিতে ভাসার সময় বরফের কত অংশ পানির উপরে থাকে ?
(ক) 10/12 (খ) 1/12 (গ) 11/12 (ঘ) 9/12
উত্তর: খ
১৪। চোরাবালিতে পড়লে কী করতে হয় ?
(ক) দাঁড়িয়ে থাকতে হয় (খ) শুয়ে পড়তে হয়
(গ) দৌড় দিতে হয় (ঘ) বসে পড়তে হয়
উত্তর: খ
১৫। দদদমানুষের রক্তচাপ বেড়ে নাক দিয়ে রক্ত পড়া শুরু হয় কখন ?
(ক) বায়ুমন্ডলীয় চাপ< মানুষের রক্ত চাপ
(খ) বায়ুমন্ডলীয় চাপ > মানুষের রক্ত চাপ
(গ) বায়ুমন্ডলীয় চাপ= মানুষের রক্ত চাপ
(ঘ) বায়ুমন্ডলীয় চাপ ও মানুষের রক্ত চাপ উঠানামা করলে
উত্তর: ক
১৬। বায়ুর চাপ পরিমাপের যন্ত্রের নাম কী ?
(ক) সিসমোমিটার (খ) ব্যারোমিটার
(গ) ম্যানোমিটার (ঘ) থার্মোমিটার
উত্তর: খ
১৭। চাপ ও ঘনত্ব পরস্পর--
(ক) সমানুপাতিক (খ) ব্যস্তানুপাতিক
(গ) সমান (ঘ) বিপরীত অনুপাতিক
উত্তর: ক
১৮। এভারেস্ট পর্বতশৃঙ্গের উপর বায়ুমন্ডলীয় পারদ চাপ কত হবে ?
(ক) 76cm (খ) 53.2cm (গ) 24cm (ঘ) 22.8cm
উত্তর: ঘ
১৯। পারদ ব্যবহার করে বাতাসের চাপের পরীক্ষটি টরিসেলি করেছিলেন
কত সালে ?
(ক) 1573 (খ) 1594 (গ) 1643 (ঘ) 1703
উত্তর: গ
২০। টরিসেলির পরীক্ষায় পারদ স্তম্ভ কত উচ্চতায় নেমে থেমে যায় ?
(ক) 760cm (খ) 76cm (গ) 76m (ঘ) 760m
উত্তর: খ
২১।আবহাওয়া ভালো হলে কোনটি সঠিক ?
(ক)বায়ুচাপ নিম্ন (খ)বায়ুচাপ উচ্চ
(গ) বায়তে জলীয় বাষ্প বেশি (ঘ) ব্যারোমিটারের পাঠ কম
উত্তর: খ
২২। বিকৃতির কারণ কী ?
(ক) বাহ্যিক বল (খ) অব্যন্তরীণ বল
(গ) ওজন (ঘ) ভর
উত্তর: ক
২৩। স্থিতিস্থাপক গুণাঙ্ক এর একক কোনাট ?
(ক) Ws (খ) Nm-2 (গ) Js-1 (ঘ) kgm-3
উত্তর: খ
২৪। ইয়াংস মডুলাসের মাত্রা কোনটি ?
(ক) ML^2T-3 (খ) ML T-2
(গ) ML-1T-2 (ঘ) ML T-3
উত্তর: গ
২৫। নিচের কোনটির ইয়ংস মডুলাস তথা স্থিতিস্থাপকতা
সবচেয়ে বেশি ?
(ক) অ্যালুমিনিয়াম (খ) তামা (গ)লোহা (ঘ) হীরা
উত্তর: ঘ
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url