এইচএসসি আইসিটি ৪র্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবংHTML
ভিডিও ক্লাস: ৪র্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML MCQ Part-5
HSC ICT Quiz সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ সমূহ ৪র্থ অধ্যায় ➤ ৪র্থ অধ্যায় কুইজ-2
বহুনির্বাচনী প্রশ্ন (Multiple Choice Questions)
১। ওয়েব তৈরি করেন কে ?
(ক) ডেনিস রেচি
(খ) র্জন স্ট্রাড স্ট্রাপ
(গ) টিম বার্নার্স-লি
(ঘ) চার্লস ব্যাবেজ
উত্তর: গ
২। টিম বার্নার্স লি ওয়েব তৈরির সময় কোন গবেষণাগারে কর্মরত ছিলেন ?
(ক) CERN
(খ) CREN
(গ) RCEN
(ঘ) NRCE
উত্তর: ক
৩। কত সালে টিম এমন একটি ওয়েবের ধারণা প্রস্তাব করেন যাত এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বিভিন্ন ডকুমেন্ট পাঠানো যাবে ?
(ক) 1988
(খ) 1989
(গ) 1990
(ঘ) 1991
উত্তর:খ
৪। নিচের কোন সফ্টওয়্যারের মাধ্যমে বিভিন্ন ওয়েব সাইট দেখা যায় ?
৫। ডায়নামিক ওয়েবসাইটের কয়টি অংশ থাকে ?
(ক) একটি
(খ) দুইটি
(গ) তিনটি
(ঘ) চারটি
উত্তর: খ
৬। ক্লায়েন্ট সফটওয়্যার ব্যবহারকারীর ইনপুট নিয়ে যে সার্ভরের কাছে ডেটা পাঠায় তাকে কি বলে ?
(ক) রেসপন্স
(খ) মিডিয়া
(গ) ব্রাউজার
(ঘ) রিকোয়েস্ট
উত্তর: ঘ
৭।ক্লায়েন্ট সফওয়্যার ব্যবহারকারীর ইনপুট নিয়ে ডেটা পাঠায়--
৮। মার্ক আপ ল্যাঙ্গুয়েজ কোনটি ?
(ক) HTTP (খ) HTP (গ) WWW (ঘ) HTML
উত্তর: ঘ
৯। HTML কি ?
(ক) মার্কআপ ভাষা (খ) প্রোগ্রামিং ভাষা (গ) স্ক্রিপটিং ভাষা (ঘ) স্টাইরিশ
উত্তর: ক
১০। ওয়েবসাইটকে আকির্ষণীয় ও সুন্দরভাবে উপস্থাপন করার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয় ?
(ক) HTML (খ) Tag (গ) CSS (ঘ) SQL
উত্তর: গ
১১। CSS এর পূ্র্ণরুপ কী ?
(ক) Cascading Style Sheet
(খ) Cascading Sheet Style
(গ) Color Style Sheet
(ঘ) Color Sheet Style
উত্তর: ক
১২। ওয়েবসাইটের ক্লায়েন্ট অংশ প্রোগ্রামিং করার জন্য সবচেয়ে জনপ্রিয় ভাষা কোনটি ?
(ক) HTML (খ) CSS (গ) PHP (ঘ) Java Script
উত্তর: ঘ
১৩। ওয়েবসাইটের একদম প্রথম পৃষ্ঠাকে কী বলে ?
১৪। FAQ এর পূর্ণরুপ কী ?
১৫। ntml কি ?
১৬। HTML ফাইল এডিট করার জন্য টেক্রট এডিটর হলো--
১৭। HTML এর উপাদানগুলোকে কী বলা হয় ?
১৮।HTML এর এলিমেন্ট লেখার জন্য কী ব্যবহার করা হয় ?
১৯। এলিমেন্টের নাম বা নামের অংশ দিয়ে কী গঠিত হয় ?
২০। নিচের কোন এরিমেন্টের মধ্যে কোন কনটেন্ট থাকে না ?
২১। HTML এর ওপেনিং ট্যাগের চিহ্ন কোনটি ?
২২। HTML এর ক্লোজিং ট্যাগের চিহ্ন কোনটি ?
২৩।নিচের কোনটি HTML - এ ডকুমেন্ট টাইপ ডিক্লারেশনের জন্য ব্যবহার করা হয় ?
২৪। ওয়েব পেইজের দৃশ্যমান সবকিছু কোন ট্যাগের ভিতর লেখা হয় ?
(ক) html
(খ) head
(গ) body
(ঘ) Title
উত্তর: গ
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url